১) 'ক্স' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
A
ক্ + র
B
ক্ + স
C
ক্ + ম
D
ক্ + য
উত্তরের বিবরণ
যুক্তবর্ণ
সংজ্ঞা:
-
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
-
স্বচ্ছ যুক্তবর্ণ: সহজে চেনা যায় এমন যুক্তবর্ণ।
-
অস্বচ্ছ যুক্তবর্ণ: সহজে চেনা যায় না এমন যুক্তবর্ণ।
গুরুত্বপূর্ণ উদাহরণ:
-
ক্ + স = ক্স
-
ক্ + ষ = ক্ষ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + ন = হ্ন
-
ষ + ণ = ষ্ণ
-
ক্ + ষ + ম = ক্ষ্ম
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২১)

0
Updated: 2 months ago
'হৃ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Created: 3 weeks ago
A
হ্ + ন
B
হ্ + ণ
C
হ্ + র
D
হ্ + ঋ
বাংলা বর্ণমালায় যুক্তবর্ণ হলো দুটি বা ততোধিক বর্ণের সংযোগ থেকে গঠিত একক ধ্বনি। যেমন, হ্ + ঋ = হৃ।
-
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
ঞ্চ = ঞ্ + চ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ন = হ্ন
-
উৎস:

0
Updated: 3 weeks ago
'তীক্ষ্ণ' শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 2 months ago
A
ক্ + ষ্ + ম = ক্ষ্ণ
B
ক্ + ষ্ + ন = ক্ষ্ণ
C
ক্ + ষ্ + ণ = ক্ষ্ণ
D
হ্ + ম্ + ন = ক্ষ্ণ
• 'তীক্ষ্ণ' শব্দের 'ক্ষ্ণ' যুক্তবর্ণটি 'ক্ + ষ্ + ন' বর্ণ যোগে গঠিত।
-----------------
• যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যে সকল যুক্তবর্ণ দেখলে সহজে চেনা যায় তাদের কে স্বচ্ছ যুক্তবর্ণ বলে। যে সকল যুক্তবর্ণ দেখলে সহজে চেনা যায় না তাদের কে অস্বচ্ছ যুক্তবর্ণ বলে।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ক্ + স = ক্স,
- ক্ + ষ = ক্ষ,
- হ্+ ম = হ্ম,
- হ্ + ন = হ্ন,
- ষ + ণ= ষ্ণ,
- ক্ + ষ + ম = ক্ষ্ম।

0
Updated: 2 months ago
১০) উচ্চারণস্থান অনুসারে 'র, ল, স' কোন ধরনের ধ্বনি?
Created: 2 months ago
A
দন্তমূলীয় ধ্বনি
B
জিহ্বামূলীয় ধ্বনি
C
তালব্য ধ্বনি
D
মূর্ধন্য ধ্বনি
দন্তমূলীয় ধ্বনি
-
সংজ্ঞা: উপর পাটির দাঁতের গোড়ার সঙ্গে জিভের ডগা লাগিয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয়, সেগুলোকে দন্তমূলীয় ধ্বনি বলা হয়।
-
উদাহরণ: ন, র, ল, স
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)

0
Updated: 2 months ago