প্রথম বাংলা দৈনিক পত্রিকা কোনটি?
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
সংবাদ প্রভাকর
D
বঙ্গদর্শন
উত্তরের বিবরণ
ঈশ্বরচন্দ্র গুপ্ত ও সংবাদ প্রভাকর
-
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯):
-
কবি ও সাংবাদিক
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু
-
বাংলা সাহিত্যে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত – সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে লিখলেও ভাষা, ছন্দ ও অলঙ্কার মধ্যযুগীয়
-
ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর রচনার বিশেষত্ব
-
-
সংবাদ প্রভাকর:
-
১৮৩১ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রতিষ্ঠা
-
১৮৩৯ সাল থেকে দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ
-
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা
-
-
অন্য সাহিত্যিক কীর্তি:
-
কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার ও প্রকাশ
-
অন্যান্য সম্পাদিত পত্রিকা: সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন, সংবাদ সাধুরঞ্জন
-
-
অন্য তথ্য:
-
বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র: সমাচার দর্পণ
-
বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র: দিগদর্শন
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
Created: 2 months ago
A
কল্লোল
B
সবুজপত্র
C
বঙ্গদর্শন
D
কালিকলম
বাংলা সাহিত্যে কথ্য গদ্যের প্রচলনে ‘সবুজপত্র’ পত্রিকার বিশেষ ভূমিকা রয়েছে।
‘সবুজপত্র’ পত্রিকা সম্পর্কে কিছু তথ্য:
-
এটি ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রথম মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
-
বাংলা বর্ষ ১৩২১ সালে পত্রিকাটি প্রকাশ শুরু করে।
-
বাংলা গদ্যের ধাঁচ বদলে চলিত গদ্যরীতি চালু করতে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
এর আগে যেভাবে সাধু গদ্য লেখা হতো, ‘সবুজপত্র’ সেই ধাঁচ থেকে আলাদা হয়ে কথ্য ভাষার গদ্য প্রচলন করে।
-
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখালেখির মাধ্যমে কথ্য গদ্যের স্বাচ্ছন্দ্য অনুভব করেন এবং পরবর্তীতে তা ব্যবহার করেন।
-
সাহিত্য জগতে ‘সবুজপত্র’ পত্রিকা ‘সবুজপত্র গোষ্ঠী’ নামে একটি সাহিত্য দল গঠনের পথ তৈরি করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
প্যারীচাঁদ মিত্র সম্পাদিত পত্রিকার নাম কী?
Created: 1 month ago
A
সংবাদ প্রভাকর
B
বঙ্গদর্শন
C
মাসিক পত্রিকা
D
ভারতী
মাসিক পত্রিকা তৎকালীন একটি বিশিষ্ট পত্রিকা হিসেবে পরিচিত। ১৮৫৪ সালে প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদারের সম্পাদনায় এটি প্রকাশিত হয়। পত্রিকাটিতে প্যারীচাঁদ মিত্রের বিখ্যাত গ্রন্থ আলালের ঘরের দুলাল ১৮৫৫ সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে।
অন্যদিকে, তৎকালীন অন্যান্য গুরুত্বপূর্ণ পত্রিকাসমূহের সম্পাদকরা ছিলেন:
-
ভারতী পত্রিকা → দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
-
বঙ্গদর্শন পত্রিকা → বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
সংবাদ প্রভাকর পত্রিকা → ঈশ্বরচন্দ্র গুপ্ত

0
Updated: 1 month ago
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
Created: 1 month ago
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
সংবাদ প্রভাকর
D
বেঙ্গল গেজেট
সংবাদ প্রভাকর ছিল বাংলা ভাষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ পত্রিকা, যার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি ১৮৩১ সালে এটি প্রথমে সাপ্তাহিক আকারে প্রকাশ করেন। কিছুদিনের মধ্যেই এটি বন্ধ হয়ে গেলেও ১৮৩৬ সালে পুনরায় প্রকাশিত হয়। পরে ১৮৩৯ সালে সংবাদ প্রভাকর বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। সংবাদ প্রকাশের পাশাপাশি এতে নিয়মিত সাহিত্যচর্চাও চলত।
-
প্রথম প্রকাশকাল: ১৮৩১ (সাপ্তাহিক)
-
পুনর্মুদ্রণ: ১৮৩৬
-
প্রথম দৈনিক প্রকাশ: ১৮৩৯
-
বিশেষ ভূমিকা: সংবাদ প্রকাশের পাশাপাশি সাহিত্য চর্চার ক্ষেত্রেও অবদান
-
উল্লেখযোগ্য সাহিত্যিকদের প্রাথমিক রচনা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও দীনবন্ধু মিত্রের রচনা প্রথম প্রকাশিত হয় এ পত্রিকায়
-
অন্য সম্পাদিত পত্রিকা: সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন, সংবাদ সাধুরঞ্জন

0
Updated: 1 month ago