'ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী' উক্তিটি কার?
A
মোতাহের হোসেন চৌধুরী
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
মুনীর চৌধুরী
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরের বিবরণ
‘শেষের কবিতা’
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৯২৯
-
ধরন: উপন্যাস
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
অমিত রায়
-
কেতকী
-
লাবণ্য
-
শোভনলাল ইত্যাদি
-
-
বিখ্যাত উক্তি:
-
"ফ্যাশনটা হলো মুখোশ স্টাইলটা হলো মুখশ্রী।"
-
"পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে অধিপত্য শুরু করবে।"
-
"বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো।"
-
"ভালোবাসা খানিকটা অত্যাচার চাই, অত্যাচার করেও।"
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া, শেষের কবিতা

0
Updated: 2 months ago
মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।'-কার উক্তি?
Created: 1 month ago
A
মীর মশাররফ হোসেনের
B
ইসমাইল হোসেন সিরাজীর
C
রবীন্দ্রনাথ ঠাকুরের
D
কাজী নজরুল ইসলামের
‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।’— উক্তিটি মীর মশাররফ হোসেনের আমাদের শিক্ষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
মীর মশাররফ হোসেন
মীর মশাররফ হোসেন ছিলেন উনিশ শতকের একজন খ্যাতনামা ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তাঁকে বঙ্কিমচন্দ্র যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী এবং বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ বলা হয়।
-
জন্ম: ১৩ নভেম্বর ১৮৪৭, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে।
-
পিতা: মীর মোয়াজ্জেম হোসেন (একজন জমিদার)।
-
শিক্ষা: শৈশবে বাড়ির মুনশির কাছে আরবি ও ফারসি শেখার মাধ্যমে শিক্ষাজীবনের সূচনা।
-
সম্পাদনা: আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকা সম্পাদনা করেছিলেন।
সাহিত্যকর্ম
নাটক:
-
বসন্তকুমারী
-
জমীদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
-
টালা অভিনয়
উপন্যাস:
-
বিষাদ-সিন্ধু
গ্রন্থ:
-
উদাসীন পথিকের মনের কথা
-
গাজী মিয়াঁর বস্তানী
আত্মজীবনীমূলক রচনা:
-
আমার জীবনী
-
কুলসুম জীবনী
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
"সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়ঃ জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।" উক্তিটির রচয়িতা কে?
Created: 1 month ago
A
রফিক আজাদ
B
সুকান্ত ভট্টাচার্য
C
অমিয় চক্রবর্তী
D
কাজী নজরুল ইসলাম
• সুকান্ত ভট্টাচার্য:
-
জন্ম: ১৯২৬ সালে
-
বিশেষণ: কিশোর কবি, মার্কসবাদী কবি এবং মানবতার কবি
-
কাব্য বিষয়বস্তু: পৃথিবীর মানুষের, বিশেষ করে শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা উচ্চারিত হয়েছে
-
বিদ্রোহের মাত্রা: নজরুলের পরে সুকান্তের কবিতায় সবচেয়ে বেশি বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়
-
প্রধান কাব্যগ্রন্থ:
-
ছাড়পত্র
-
ঘুম নেই
-
পূর্বাভাস
-
মিঠেকড়া
-
অভিযান
-
হরতাল
-
গীতিগুচ্ছ
-
-
বিখ্যাত কিছু উক্তি:
-
"হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে।"
-
"অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্র স্বদেশ ভূমি।"
-
"ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।"
-
"সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।"
-
"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার।"
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 month ago
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ উক্তিটি কার?
Created: 2 months ago
A
প্রমথ চৌধুরী
B
রাজা রামমোহন রায়
C
কাজী মোতাহার হোসেন
D
মীর মশররাফ হোসেন
প্রমথ চৌধুরী
-
উক্তি:
-
"সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত" – (‘বই পড়া’ প্রবন্ধ থেকে)
-
অন্যান্য বিখ্যাত উক্তি:
-
“ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়”
-
“যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়”
-
-
-
সাহিত্যিক পরিচিতি:
-
বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনাকারী
-
গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক
-
ইতালীয় সনেটের প্রবর্তক
-
ছদ্মনাম: বীরবল
-
সম্পাদকত্ব: সবুজপত্র (১৯১৪), বিশ্বভারতী, রূপ ও রীতি, অলকা
-
-
কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
-
-
গল্পগ্রন্থ:
-
চার ইয়ারি কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্প সংগ্রহ
-
-
প্ৰবন্ধগ্রন্থ:
-
তেল-নুন-লকড়ী
-
বীরবল-এর হালখাতা (চলিত রীতির প্রথম গদ্য রচনা)
-
নানাকথা
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago