জীবননান্দ দাশকে 'নির্জনতার কবি' হিসেবে আখ্যায়িত করেন কে?
A
বুদ্ধদেব বসু
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
বিহারীলাল চক্রবর্তী
D
সুধীন্দ্রনাথ দত্ত
উত্তরের বিবরণ
জীবনানন্দ দাশ
-
উপাধি / অভিধা:
-
ধূসরতার কবি
-
তিমির হননের কবি
-
রূপসী বাংলার কবি
-
নির্জনতার কবি (বুদ্ধদেব বসু তাঁকে এভাবে আখ্যায়িত করেছেন)
-
-
ব্যক্তিত্ব:
-
সাদাসিধা মানুষ, জনতার কোলাহল থেকে দূরে থাকতে পছন্দ করতেন।
-
আজীবন নিজেকে আড়াল করে রাখতে চেয়েছেন এবং সচেতনভাবে নিজের প্রসঙ্গে বিভ্রান্তিকে প্রশ্রয় দিয়েছেন।
-
-
জীবন ও পরিবার:
-
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশাল
-
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম
-
পিতা: সত্যানন্দ দাশ (স্কুলশিক্ষক ও সমাজসেবক, ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক)
-
মাতা: কুসুমকুমারী দাশ (বিখ্যাত কবি)
-
-
সাহিত্যিক পরিচিতি:
-
রবীন্দ্রবিরোধী তিরিশের কাব্যধারার কবি
-
প্রধান কাব্যগ্রন্থ:
-
ধূসর পাণ্ডুলিপি (‘মৃত্যুর আগে’ – W. B. Yeats-এর The Falling of the Leaves এর সঙ্গে মিল)
-
মহাপৃথিবী (‘হায় চিল’ – Yeats-এর He reproves the Curlew এর সঙ্গে মিল)
-
বনলতা সেন (Edgar Allan Poe-এর To Helen এর প্রভাব) – ১৯৫৩ সালে নিখিলবঙ্গ রবীন্দ্রসাহিত্য সম্মেলনে পুরস্কৃত
-
রূপসী বাংলা – ১৯৬০-এর দশকে জাতিসত্তা আন্দোলন ও ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় বাঙালি জনতাকে অনুপ্রাণিত করেছে
-
-
-
মৃত্যু: ১৯৫৪ সালের ২২ অক্টোবর, কলকাতা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
জীবনান্দ দাশকে 'নির্জনতম কৰি' আখ্যা দিয়েছেন কে?
Created: 5 days ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বুদ্ধদেব বসু
C
দীপ্তি ত্রিপাঠী
D
আব্দুল মান্নান সৈয়দ
জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ আখ্যায়িত করেছেন কবি ও সমালোচক বুদ্ধদেব বসু। এই আখ্যায়নের মাধ্যমে তিনি জীবনানন্দের কবিত্বচেতনার বিশেষ বৈশিষ্ট্য— নিঃসঙ্গতা, আত্মমগ্নতা ও গভীর অন্তর্জগৎ—কে তুলে ধরেছেন।
-
জীবনানন্দের কবিতায় সমাজ বা রাজনীতি নয়, বরং মানুষের অন্তর্লোক, স্মৃতি, প্রকৃতি ও অস্তিত্ববোধ প্রধান বিষয় হয়ে ওঠে।
-
তাঁর কবিতায় নীরবতা, নিঃসঙ্গতা ও অতীতচেতনা এক অনন্য সৌন্দর্যে প্রকাশ পায়।
-
বুদ্ধদেব বসু মনে করেন, জীবনানন্দ নিজের চারপাশের জগৎ থেকে আলাদা থেকে নিজস্ব নিস্তব্ধ জগৎ সৃষ্টি করেছেন, যেখানে তিনি চেতনা ও অনুভূতির গভীরে ডুব দিয়েছেন।
-
এই নির্জনতা তাঁকে বাংলা কবিতায় এক অদ্বিতীয় আধুনিক কবির মর্যাদা দিয়েছে।

0
Updated: 5 days ago
'সেইদিন এই মাঠ' কবিতার রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
রণেশ দাশগুপ্ত
B
বুদ্ধদেব বসু
C
জীবনানন্দ দাশ
D
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
‘সেইদিন এই মাঠ’ জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ ‘রূপসী বাংলা’-র প্রথম কবিতা। এই গ্রন্থটি প্রকাশিত হয় কবির মৃত্যুর পর, ১৯৫৭ সালে এবং উৎসর্গ করা হয়েছে **‘আবহমান বাংলা, বাঙালী’**কে। কবিতায় জীবনানন্দের বাংলা ও বাংলার প্রকৃতি, স্মৃতি ও সৌন্দর্যের প্রতি গভীর শ্রদ্ধা ফুটে ওঠে।
জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে, এবং তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। তাঁকে সাধারণত ধূসরতার কবি বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে চিত্ররূপময় কবিতা হিসেবে প্রশংসা করেছেন।
জীবনানন্দ দাশের রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থসমূহ
-
ঝরাপালক (প্রথম প্রকাশিত)
-
ধূসর পান্ডুলিপি
-
বনলতা সেন
-
রূপসী বাংলা
-
মহাপৃথিবী
-
সাতটি তারার তিমির
-
বেলা অবেলা কালবেলা

0
Updated: 2 weeks ago
"আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায় হয়তো মানুষ নয় – হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।" - কে লিখেছেন?
Created: 1 month ago
A
আল মাহমুদ
B
সুকুমার রায়
C
জীবনানন্দ দাশ
D
অতুলপ্রসাদ সেন
আবার আসিব ফিরে – জীবনানন্দ দাশ
কবিতা:
"আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – এই বাংলায়
হয়তো মানুষ নয় – হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে।"
(সংকলন: আবার আসিব ফিরে কবিতা থেকে)
কবিতা বিষয়ক তথ্য:
কবির নাম: জীবনানন্দ দাশ
এই কবিতায় কবি মৃত্যুর পরও বাংলার প্রকৃতিতে ফিরে আসার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
নদী, মাঠ, ক্ষেত, পাখি, ভোরের কাক, হাঁস—এসব গ্রামীণ প্রকৃতির রূপের মধ্য দিয়ে কবির গভীর স্বদেশপ্রেম ফুটে উঠেছে।
জীবনানন্দ দাশ – সংক্ষিপ্ত পরিচয়:
জন্ম: ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি, বরিশালে।
আদি নিবাস: বিক্রমপুরের গাওপাড়া গ্রাম।
ডাক নাম: মিলু।
মাতা: কুসুমকুমারী দাশ – তিনি নিজেও ছিলেন কবি।
মৃত্যু: ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হয়ে; ২২ অক্টোবর মৃত্যুবরণ করেন।
তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
ধূসর পাণ্ডুলিপি
বনলতা সেন
মহাপৃথিবী
সাতটি তারার তিমির
রূপসী বাংলা
উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago