A
প্রমথ চৌধুরী
B
রাজা রামমোহন রায়
C
কাজী মোতাহার হোসেন
D
মীর মশররাফ হোসেন
উত্তরের বিবরণ
প্রমথ চৌধুরী
-
উক্তি:
-
"সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত" – (‘বই পড়া’ প্রবন্ধ থেকে)
-
অন্যান্য বিখ্যাত উক্তি:
-
“ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়”
-
“যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়”
-
-
-
সাহিত্যিক পরিচিতি:
-
বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনাকারী
-
গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক
-
ইতালীয় সনেটের প্রবর্তক
-
ছদ্মনাম: বীরবল
-
সম্পাদকত্ব: সবুজপত্র (১৯১৪), বিশ্বভারতী, রূপ ও রীতি, অলকা
-
-
কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
-
-
গল্পগ্রন্থ:
-
চার ইয়ারি কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্প সংগ্রহ
-
-
প্ৰবন্ধগ্রন্থ:
-
তেল-নুন-লকড়ী
-
বীরবল-এর হালখাতা (চলিত রীতির প্রথম গদ্য রচনা)
-
নানাকথা
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
'ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী' উক্তিটি কার?
Created: 2 weeks ago
A
মোতাহের হোসেন চৌধুরী
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
মুনীর চৌধুরী
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘শেষের কবিতা’
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৯২৯
-
ধরন: উপন্যাস
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
অমিত রায়
-
কেতকী
-
লাবণ্য
-
শোভনলাল ইত্যাদি
-
-
বিখ্যাত উক্তি:
-
"ফ্যাশনটা হলো মুখোশ স্টাইলটা হলো মুখশ্রী।"
-
"পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে অধিপত্য শুরু করবে।"
-
"বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো।"
-
"ভালোবাসা খানিকটা অত্যাচার চাই, অত্যাচার করেও।"
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া, শেষের কবিতা

0
Updated: 2 weeks ago
"সকলেই কবি নয়, কেউ কেউ কবি।"-উক্তিটি কার?
Created: 2 weeks ago
A
বুদ্ধদেব বসু
B
জীবনানন্দ দাশ
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বিহারীলাল চক্রবর্তী
জীবনানন্দ দাশের প্রবন্ধ ‘কবিতার কথা’
-
উক্তি: "সকলেই কবি নয়, কেউ কেউ কবি।"
-
বিখ্যাত কিছু পঙ্ক্তি:
-
"পাখির নীড়ের মত চোখ তুলে বনলতা সেন" – (বনলতা সেন)
-
"আবার আসিব ফিরে ধানসিড়ি নদীটির তীরে" – (আবার আসিব ফিরে)
-
"বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর" – (বাংলার মুখ)
-
"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা" – (বনলতা সেন)
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago
"সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়ঃ জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।" উক্তিটির রচয়িতা কে?
Created: 1 week ago
A
রফিক আজাদ
B
সুকান্ত ভট্টাচার্য
C
অমিয় চক্রবর্তী
D
কাজী নজরুল ইসলাম
• সুকান্ত ভট্টাচার্য:
-
জন্ম: ১৯২৬ সালে
-
বিশেষণ: কিশোর কবি, মার্কসবাদী কবি এবং মানবতার কবি
-
কাব্য বিষয়বস্তু: পৃথিবীর মানুষের, বিশেষ করে শোষিত মানুষের জীবন-যন্ত্রণা, বিক্ষোভ ও বিদ্রোহের কথা উচ্চারিত হয়েছে
-
বিদ্রোহের মাত্রা: নজরুলের পরে সুকান্তের কবিতায় সবচেয়ে বেশি বিদ্রোহের বাণী লক্ষ্য করা যায়
-
প্রধান কাব্যগ্রন্থ:
-
ছাড়পত্র
-
ঘুম নেই
-
পূর্বাভাস
-
মিঠেকড়া
-
অভিযান
-
হরতাল
-
গীতিগুচ্ছ
-
-
বিখ্যাত কিছু উক্তি:
-
"হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে।"
-
"অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুদ্র স্বদেশ ভূমি।"
-
"ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।"
-
"সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে-মরে ছারখার তবু মাথা নোয়াবার নয়।"
-
"এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার অঙ্গীকার।"
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago