A
থার্মাল ভিত্তিক
B
কোল্ড থেরাপি ভিত্তিক
C
ফিজিওথেরাপি
D
ইনফ্রারেড রশ্মি নির্ভর চিকিৎসা
উত্তরের বিবরণ
ক্রায়োসার্জারি
-
ক্রায়োসার্জারি হলো কোল্ড থেরাপি ভিত্তিক চিকিৎসা, যেখানে অত্যন্ত ঠান্ডা ব্যবহার করে অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ/টিস্যু ধ্বংস করা হয়।
-
ব্যবহৃত রাসায়নিক পদার্থ:
তরল নাইট্রোজেন, তরল কার্বন ডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, আর্গন, ইথাইল ক্লোরাইড, ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন

0
Updated: 2 weeks ago