IoT কী ধরনের প্রযুক্তি?
A
ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম
B
বস্তু/যন্ত্রের ইন্টারনেট ভিত্তিক সংযুক্তি
C
ক্লাউড কম্পিউটিং নির্ভর প্রযুক্তি
D
ডেটা সেন্টার ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা
উত্তরের বিবরণ
IoT (Internet of Things)
-
IoT হলো এমন একটি প্রযুক্তি যেখানে যন্ত্র, সেন্সর ও ডিভাইস ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে।
-
দৈনন্দিন জীবনে ব্যবহার: গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেকট্রিক লক ইত্যাদি যন্ত্রকে অটোমেটিক করা।
-
ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ, লাইট ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করে দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব।

0
Updated: 2 months ago
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
Created: 2 months ago
A
ওয়াইম্যাক্স
B
সি-মস
C
ব্লু-টুথ
D
ব্রডব্যান্ড
ওয়াইম্যাক্স (WiMAX)
ওয়াইম্যাক্স কী:
তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য WiMAX প্রযুক্তি ব্যবহার করা হয়।
-
পূর্ণরূপ ও ইতিহাস:
WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access। এটি প্রথম ২০০১ সালের জুনে WiMAX ফোরাম দ্বারা অনুমোদিত হয়। -
স্ট্যান্ডার্ড ও ফ্রিকুয়েন্সি:
WiMAX এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
এর ফ্রিকুয়েন্সি সীমা ২.০ থেকে ৬৬ GHz পর্যন্ত। -
ডেটা ট্রান্সমিশন ও কভারেজ:
WiMAX ডেটা পাঠাতে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
এর কভারেজ প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। -
ব্যবহারযোগ্যতা:
পাহাড়ি বা দুর্গম এলাকা যেখানে ক্যাবল বসানো যায় না, সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য WiMAX অন্যতম সেরা প্রযুক্তি।
সাধারণত Metropolitan Area Network (MAN) ধরনের নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়।
WiMAX ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। -
প্রধান উপাদান:
WiMAX নেটওয়ার্কের মূল অংশ হলো:
১. বেস স্টেশন
২. অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 2 months ago
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমকে কোন ধরনের নেটওয়ার্ক বলা হয়?
Created: 1 month ago
A
অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক
B
ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক
C
স্যাটেলাইট কমিউনিকেশন নেটওয়ার্ক
D
ফাইবার অপটিক নেটওয়ার্ক
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম – ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক
দ্বিতীয় প্রজন্ম (১৯৯০-২০০০):
-
১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়।
-
লক্ষ্য ছিল ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি উন্নয়ন এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলা।
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য:
-
১৯৯০ সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে 2G মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়।
-
ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করা হয়; ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব।
-
দ্বিতীয় প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়।
-
প্রিপেইড পদ্ধতি, SMS, MMS, টেক্সট মেসেজিং সুবিধা চালু হয়।
-
ভয়েস কল সুবিধা চালু হয়।
-
মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন হয়।
-
আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং ইন্টারনেট ব্যবহার সুবিধা চালু হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

0
Updated: 1 month ago
IoT (Internet of Things) বাস্তবায়নের জন্য প্রাথমিক শর্ত কোনটি?
Created: 1 month ago
A
অটোমোবাইল ও নেটওয়ার্ক
B
কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং
C
পারস্পরিক সংযুক্ত কম্পিউটিং ডিভাইস এবং নেটওয়ার্ক
D
সেন্সর এবং ক্লাউড স্টোরেজ
ইন্টারনেট অফ থিংস (IoT - Internet of Things):
-
IoT হলো পারস্পরিক সংযুক্ত কম্পিউটিং ডিভাইস, যা নেটওয়ার্কের মাধ্যমে মানুষ-মানুষ, মানুষ-কম্পিউটার এবং ডিভাইস-ডিভাইস মধ্যে ডেটা আদান-প্রদান করতে সাহায্য করে।
-
এটি বাস্তবায়িত হয়েছে একাধিক প্রযুক্তির সমন্বয়ে, যেমন:
-
মেশিন লার্নিং
-
কমোডিটি সেন্সর
-
এম্বেডেড সিস্টেম
-
রিয়েল-টাইম অ্যানালিটিকস
-
IoT-এর ব্যবহারিক ক্ষেত্রসমূহ:
-
কৃষি:
-
IoT ডিভাইসগুলো কৃষকদের তাপমাত্রা, বায়ু গতি, গবাদি পশু, মাটি, বৃষ্টিপাত ও আর্দ্রতা সম্পর্কিত তথ্য সরবরাহ করে।
-
এটি ফসল উৎপাদনে দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনায় সহায়ক।
-
-
স্মার্ট হোম:
-
ইন্টারনেটে সংযুক্ত ডিভাইস ব্যবহার করে বাড়ি দূর থেকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা যায়।
-
বাড়ির নিরাপত্তা, আরাম, সুবিধা এবং নিয়ন্ত্রণ দক্ষতা বৃদ্ধি পায়।
-
-
স্মার্ট শহর (Smart City):
-
স্বয়ংক্রিয় পরিবহন, দক্ষ শক্তি ব্যবস্থাপনা, জল বিতরণ, নগর নিরাপত্তা এবং পরিবেশগত পর্যবেক্ষণের জন্য IoT ব্যবহার করা হয়।
-
এটি শহরের কার্যক্রমকে আরও উন্নত, নিরাপদ এবং সুবিধাজনক করে।
-
উৎস:
-
Computer Applications in Business, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago