ড্রাগ ডিজাইন ও ড্রাগ আবিষ্কার কোন শাখার মাধ্যমে সহজতর হয়েছে?
A
বায়োইনফরমেটিক্স
B
টেলিকমিউনিকেশন
C
ন্যানোটেকনোলোজি
D
বায়োমেট্রিক্স
উত্তরের বিবরণ
বায়োইনফরমেটিক্স:
জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষণে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমাধান করার শাখা।
প্রয়োগ:
প্যাটার্ন রিকগনিশন, ডেটা মাইনিং, মেশিন ল্যাংগুয়েজ অ্যালগরিদম, ভিজ্যুয়ালাইজেশন
গবেষণায় ব্যবহার:
-
সিকুয়েন্স এলাইনমেন্ট
-
ডিএনএ ম্যাপিং ও বিশ্লেষণ
-
জিন ফাইন্ডিং ও জিনোম সমাগম
-
ড্রাগ ডিজাইন ও আবিষ্কার
-
প্রোটিনের গঠন ও ভবিষ্যত গঠন
-
প্রোটিন-প্রোটিন মিথষ্ক্রিয়া
-
জিন সূত্রের ভবিষ্যৎ
-
জিনোমের ব্যাপ্তি ও বিবর্তনের মডেলিং

0
Updated: 2 months ago
কোনটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি?
Created: 1 month ago
A
মুখমন্ডলের অবয়ব
B
কণ্ঠস্বর যাচাইকরণ
C
হাতের রেখা শনাক্তকরণ
D
চোখের আইরিস শনাক্তকরণ
কণ্ঠস্বর যাচাইকরণ – একটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি
বায়োমেট্রিক্স:
-
বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিচয় নিশ্চিত করা হয়।
-
মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করা হয়।
বায়োমেট্রিক্সের দুই প্রকার:
১. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
আঙুলের ছাপ
-
হাতের রেখা শনাক্তকরণ
-
মুখমন্ডলের অবয়ব
-
চোখের আইরিস শনাক্তকরণ
২. আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
-
কণ্ঠস্বর যাচাইকরণ
-
স্বাক্ষর শনাক্তকরণ
-
কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো: মাহবুবুর রহমান।

0
Updated: 1 month ago