কোনটি দ্বিজেন্দ্রলাল রায়ের সামাজিক নাটক?
A
নূরজাহান
B
বঙ্গনারী
C
মেবার পতন
D
দুর্গাদাস
উত্তরের বিবরণ
• দ্বিজেন্দ্রলাল রায় রচিত সামাজিক নাটক:
- পরপারে,
- বঙ্গনারী,
- এক ঘরে
- কল্কি অবতার,
- বিরহ
- পূণর্জন্ম,
- প্রায়শ্চিত্ত,
- আনন্দ বিদায়।
• দ্বিজেন্দ্রলাল রায়:
- ১৯ জুলাই, ১৮৬৩ সালে নদীয়ার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তক।
- তিনি বাংলা নাটকে প্রথম দ্বন্দ্বমূলক চরিত্র সৃষ্টি করেছেন।
- তাঁর রচিত ইংরেজি কাব্যগ্রন্থের নাম Lyrics of Ind.
• তাঁর রচিত নাটক:
• ঐতিহাসিক নাটক:
- সাজাহান,
- মেবার পতন,
- নূরজাহান,
- প্রতাপসিংহ,
- তারাবাঈ,
- সিংহল বিজয়,
- তাপসী।
• রোমান্টিক নাটক:
- সীতা,
- ভীষ্ম,
- সোহরাব-রুস্তম।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
বাংলা নাটক প্রথম অভিনীত হয় কত সালে?
Created: 2 months ago
A
১৭৯৫ সালে
B
১৭৯০ সালে
C
১৭৯৮ সালে
D
১৮৯৫ সালে
বাংলা নাটকের উৎস ও বিকাশ
-
আঠারো শতকের শেষদিকে নেপালে বাংলা নাটক রচিত ও অভিনীত হয়।
-
তবে বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে এসব নাটক কেবল কৌতূহল সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ ছিল, অন্য কোনো প্রভাব বিস্তার করতে পারেনি।
-
বাংলা নাটকের প্রথম অভিনয় অনুষ্ঠিত হয় ১৭৯৫ সালে।
-
রুশদেশীয় আগন্তুক হেরাসিম লেবেডফ কলকাতায় প্রথম ‘বেঙ্গল থিয়েটার’ নামে একটি রঙ্গালয় স্থাপন করেন।
-
তিনি The Disguise ও Love is the best Doctor নাটকগুলো বাংলা ভাষায় অনুবাদ করে এদেশীয় অভিনেতাদের দ্বারা অভিনয় করান।
-
এতে ভারতচন্দ্র রচিত গান সংযোজিত ছিল।
-
১৮৩১ সালে প্রসন্নকুমার ঠাকুর কলকাতায় ‘হিন্দু থিয়েটার’ প্রতিষ্ঠা করেন, যা প্রথম বাংলা নাট্যাভিনয়ের উপযোগী রঙ্গমঞ্চ।
-
সেখানে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের বিদ্যাসুন্দর অংশের নাট্যরূপ* অভিনীত হয়।
-
বাংলা মৌলিক নাটক রচনার সূচনা ঘটে ১৮৫২ সালে।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
0
Updated: 2 months ago
মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত নাটক কোনটি?
Created: 1 month ago
A
আমি বীরাঙ্গনা বলছি
B
জন্ম যদি তব বঙ্গে
C
যে অরণ্যে আলো নেই
D
জাহান্নম হইতে বিদায়
নীলিমা ইব্রাহীম ও তাঁর রচনাসমূহ
-
‘যে অরণ্যে আলো নেই’: নীলিমা ইব্রাহীমের রচিত নাটক, যা মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত এবং ১৯৭৪ সালে প্রকাশিত হয়।
নীলিমা ইব্রাহীম:
-
জন্ম: ১৯২১ সালের ১১ অক্টোবর, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে।
-
পিতা: প্রফুল্লকুমার রায়চৌধুরী, মা: কুসুমকুমারী দেবী।
-
পেশা: শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজকর্মী।
-
সম্মাননা: ১৯৯৬ সালে রোকেয়া পদক, ২০০০ সালে একুশে পদক।
রচিত উপন্যাস:
-
বিশ শতকের মেয়ে
-
এক পথ দুই বাঁক
-
কেয়াবন সঞ্চারিণী
-
বহ্নিবলয়
রচিত নাটক:
-
যে অরণ্যে আলো নেই
-
দুয়ে দুয়ে চার
-
রোদ জ্বলা বিকেল
-
সূর্যাস্তের পর
অন্য গ্রন্থসমূহ:
-
আত্মজীবনী: বিন্দু বিসর্গ
-
মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ ও গবেষণা: আমি বীরাঙ্গনা বলছি
অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য:
-
শওকত ওসমান: গল্পগ্রন্থ জন্ম যদি তব বঙ্গে, উপন্যাস জাহান্নম হইতে বিদায়
0
Updated: 1 month ago
"মুখরা রমণী বশীকরণ" কী ধরনের রচনা?
Created: 1 month ago
A
কবিতা
B
প্রবন্ধ
C
ছোটগল্প
D
অনুবাদ নাটক
"মুখরা রমণী বশীকরণ" মুনীর চৌধুরী রচিত একটি অনুবাদ নাটক। মুনীর চৌধুরী ছিলেন একজন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং বাগ্মী, যিনি তার জীবনকাল জুড়ে প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন ও বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
-
মুনীর চৌধুরী:
-
জন্ম: ১৯২৫ সালের ২৭ নভেম্বর, মানিকগঞ্জ শহরে।
-
শিক্ষা ও পেশাগত জীবনের পাশাপাশি ঢাকার প্রগতি লেখক ও শিল্পী সংঘ, কমিউনিস্ট পার্টি এবং ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে, ১৪ ডিসেম্বর, পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।
-
-
নাটকসমূহ:
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দণ্ডকারণ্য
-
পলাশী ব্যারাক ইত্যাদি
-
-
অনুবাদ নাটকসমূহ:
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
-
-
প্রবন্ধগ্রন্থ:
-
মীর মানস
-
তুলনামূলক সমালোচনা
-
বাংলা গদ্যরীতি
-
0
Updated: 1 month ago