Which of the following was not created by John Keats?
A
Ode on a Grecian Urn
B
Ode on Melancholy
C
Dejection: An Ode
D
Ode on Indolence
উত্তরের বিবরণ
"Dejection: An Ode" একটি বিখ্যাত কবিতা যা লিখেছেন Samuel Taylor Coleridge।
মূল তথ্য:
-
লেখক: Samuel Taylor Coleridge
-
ধরণ: Autobiographical poem
-
প্রকাশ: 1802
-
পরিস্থিতি: কবি তখন অপিয়ামের আসক্ত, দাম্পত্য জীবনে অসন্তুষ্ট এবং Sara Hutchinson-এর প্রেমে পড়েছিলেন
কবিতার বিষয়:
-
কবিতাটি Coleridge-এর ব্যক্তিগত বিষণ্ণতা, হতাশা এবং প্রকৃতির প্রতি তার অনুভূতির প্রতিফলন।
-
এটি মনস্তাত্ত্বিক গভীরতা এবং আত্মচিন্তনের কবিতা।
Samuel Taylor Coleridge:
-
British poet, English lyrical poet, critic ও philosopher
-
Lyrical Ballads (William Wordsworth-এর সাথে) ইংরেজি Romantic movement শুরু করে
-
Biographia Literaria (1817) ইংরেজি Romantic period-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য সমালোচনা
উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book)
-
The Rime of the Ancient Mariner (Poem)
অন্যান্য উল্লেখযোগ্য কবি (প্রসঙ্গ):
John Keats — Romantic lyric poet, ‘Poet of Beauty’, লিখেছেন:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
সারসংক্ষেপ: "Dejection: An Ode" Coleridge-এর লেখা; John Keats-এর লেখা নয়।

0
Updated: 2 months ago
What is the closest meaning of the word “basking” in the sentence: “We sat basking in the warm sunshine”?
Created: 4 weeks ago
A
To avoid the heat
B
To hide from the sun
C
To work hard in the sun
D
To enjoy warmth and light
Bask (verb, intransitive) অর্থ হলো আলো ও তাপ উপভোগ করা, বিশেষত সূর্য বা কোনো উষ্ণ উৎসের আলো ও তাপ উপভোগ করা।
-
ইংরেজি অর্থ: To enjoy sitting or lying in the heat or light of something, especially the sun.
-
বাংলা অর্থ: আলো ও তাপ উপভোগ করা; রোদ পোহানো; আগুন পোহানো (লাক্ষণিক)।
-
Synonyms: Lounge (আরাম করে বসা), Relax (আরাম করা), Laze (বিশ্রাম, আলসেমী), Idle (অলস)
-
Antonyms: Cover (আবরণ), Hide (লুকানো), Be active (সক্রিয় হওয়া), Conceal (গোপন করা), Blot out (ঢেকে ফেলা)
-
অন্যান্য বিকল্প:
-
ক) To avoid the heat → ভুল, কারণ basking মানে উষ্ণতা উপভোগ করা।
-
খ) To hide from the sun → ভুল, basking এর বিপরীত।
-
গ) To work hard in the sun → ভুল, basking বিশ্রাম ও উপভোগ বোঝায়, শ্রম নয়।
-
-
উদাহরণ বাক্য:
-
We sat basking in the warm sunshine.
-
She relished her fame and basked in her glory.
-
সঠিক অর্থ: To enjoy warmth and light.

0
Updated: 4 weeks ago
The synonym of the word "Jeopardy" is -
Created: 4 weeks ago
A
Danger
B
Prosperity
C
Happiness
D
Security
Jeopardy (Noun)
-
English Meaning: The state of being in danger of harm, loss, or destruction.
-
Bangla Meaning: বিপদ; ঝুঁকি; ক্ষতি।
Synonyms:
-
Peril – বিপদ।
-
Hazard – ঝুঁকি।
-
Risk – ঝুঁকি বা সম্ভাব্য ক্ষতি।
Antonyms:
-
Safety – নিরাপত্তা।
-
Security – সুরক্ষা; নিরাপত্তা।
-
Protection – রক্ষা; সুরক্ষা।
উল্লিখিত অপশনগুলো:
-
Danger – বিপদ; ঝুঁকি; আশঙ্কা; শঙ্কা।
-
Prosperity – সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি, সৌভাগ্য।
-
Happiness – সুখ, আনন্দ, সন্তুষ্টি।
-
Security – নিরাপত্তা, নিরাপদতা।
Example Sentences:
-
His careless actions put the entire project in jeopardy.
-
The hikers were in jeopardy when a storm suddenly hit the mountains.
Source:

0
Updated: 4 weeks ago
What does "ameliorate" mean?
Created: 3 weeks ago
A
To make a situation worse
B
To make a bad situation better
C
To leave a situation unchanged
D
To completely solve a problem
Ameliorate একটি verb, যা বোঝায় কোনো খারাপ বা অপ্রিয় পরিস্থিতি উন্নত বা ভালো করা। এটি সাধারণত সমস্যা বা কষ্ট হ্রাস করতে ব্যবহৃত হয়।
-
Ameliorate (verb)
English Meaning: To make a bad or unpleasant situation better
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা -
Correct Answer: খ) To make a bad situation better
-
Synonyms: Improve (উন্নতিসাধন করা), Make better (আরও ভালো করা), Refine (শোধন/বিশুদ্ধ করা), Amend (সংশোধিত করা), Upgrade (মানোন্নয়ন করা)
-
Antonyms: Worsen (অধিকতর মন্দ হওয়া বা করা), Leave alone (কিছু পরিবর্তন না করা), Deteriorate (অবনতি হওয়া), Decline (পতন হওয়া), Weaken (দুর্বল হওয়া)
-
Other Forms:
-
Amelioration (noun)
-
-
Example Sentences:
-
The humor ameliorates the violence in the statement.
-
This medicine should help ameliorate the pain.
-
-
Source:

0
Updated: 3 weeks ago