What was the real name of the Victorian-era writer George Eliot?
A
Mary Ann Evans
B
Jane Austen
C
O' Henry
D
Harriet Beecher Stowe
উত্তরের বিবরণ
• George Eliot:
- Born November 22, 1819, Chilvers Coton, Warwickshire, England—died December 22, 1880, London
- ভিক্টোরিয়ান যুগের অন্যতম মহিলা কবি George Eliot, যার original নাম ছিলো Mary Ann Evans.
- তিনি George Eliot ছদ্মনাম ব্যবহার করতেন।
- He is a Victorian writer.
- 'George Eliot' 19th century এর একজন লেখক।
• Famous Works:
- The Mill on the Floss,
- Scenes of Clerical Life,
- Adam Bede,
- Silas Marner,
- Romola,
- Middlemarch.

0
Updated: 2 months ago
Which proverb matches "সব রোগের ওষুধ এক নয়"?
Created: 3 weeks ago
A
While there is life, there is hope.
B
When in Rome, do as the Romans do.
C
Zeal without knowledge is a runaway horse.
D
What is sauce for the gander is not the source for the Goose.
What is sauce for the gander is not the sauce for the goose একটি প্রবাদ যা বোঝায় যে সব রোগের ওষুধ বা সকলের জন্য একই নিয়ম প্রযোজ্য নয়।
-
Correct Answer: ঘ) What is sauce for the gander is not the sauce for the Goose
-
Bangla Meaning: সকল রোগীর জন্য একই পথ্য বা সমাধান প্রযোজ্য নয়; যা একজনের জন্য কার্যকর, তা অন্যের জন্য নাও হতে পারে।
-
Other Options:
-
ক) While there is life, there is hope – জীবন থাকলে আশা থাকে; যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশা।
-
খ) When in Rome, do as the Romans do – যে দেশে থাকো, সেই দেশের রীতি অনুযায়ী আচরণ করো।
-
গ) Zeal without knowledge is a runaway horse – জ্ঞানহীন উৎসাহ লাগামছেঁড়া ঘোড়ার মতো; যা নিয়ন্ত্রণহীন ও বিপজ্জনক হতে পারে।
-
-
Usage Example:
-
What works for one student may not work for another; truly, what is sauce for the gander is not the sauce for the goose.
-
বাবা-মায়ের অভিজ্ঞতা সব সন্তানের জন্য প্রযোজ্য নয়—সব রোগের ওষুধ এক নয়।
-

0
Updated: 2 weeks ago
The phrase "Avail of" means -
Created: 3 weeks ago
A
To waste an opportunity.
B
To refuse an offer.
C
To ignore someone.
D
To take advantage of something.
The phrase “Avail of” means To take advantage of something।
Avail of:
-
English Meaning: Use or take advantage of an opportunity or available resource.
-
Bangla Meaning: কাজে লাগানো / সুযোগের সদ্ব্যবহার করা।
Example Sentence:
-
They availed themselves of his services.
-
Bangla Meaning: তারা তার সেবার সুযোগ গ্রহণ করেছিল।

0
Updated: 2 weeks ago
"Black Death” is the name of a—
Created: 2 months ago
A
fever
B
black fever
C
plague pandemic
D
death of black people
চতুর্দশ শতকে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাতে মারাত্মক একটি মহামারি ছড়িয়ে পড়ে যা ইতিহাসে বিউবনিক প্লেগ মহামারি tor (bubonic plage pandemic) নামে পরিচিত। এতে ইউরোপের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ প্রাণ হারায়। ইউনিসিয়া পেসটিস নামক একটি ব্যাকটেরিয়া ছিল এ মহামারির প্রধানতম কারণ এবং ওরিয়েন্টাল র্যাট ফ্রি নামের এক প্রজাতির মাছি ছিল এই ব্যাকটেরিয়ার পোষক। এই ভয়ংকর মাছিগুলো ইঁদুরকে কামড়ানোর ফলে মহামারী প্লেগ ছড়িয়ে পড়েছিল বলে ইতিহাস সাক্ষ্য দেয়।

1
Updated: 2 months ago