____________ is William Shakespeare's last play.
A
The Merchant of Venice
B
The Tempest
C
The Taming of the Shrew
D
All's Well That Ends Well
উত্তরের বিবরণ
The Tempest হলো William Shakespeare-এর সর্বশেষ এককভাবে রচিত পূর্ণাঙ্গ নাটক।
মূল তথ্য:
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Romantic comedy / 5 acts
-
প্রকাশ: ১৬২৩ সালে First Folio-তে অন্তর্ভুক্ত
-
কেন্দ্রীয় চরিত্র: Prospero (ম্যাজিকের অধিকারী)
-
প্রধান চরিত্র ও ভূমিকা:
-
Prospero: জাদুকর ও নাটকের নায়ক
-
Miranda: Prospero-এর কন্যা
-
Ariel: সুপারনেচারাল, airy spirit, ভাল চরিত্রের প্রতীক
-
Caliban: বিদ্রোহী, misshapen creature, Prospero-এর ক্রীতদাস
-
সংক্ষিপ্ত কাহিনি:
-
Prospero এবং Miranda, Prospero-এর ছোট ভাই Antonio-এর ষড়যন্ত্রের কারণে, এক দূরদ্বীপে নির্বাসিত হন।
-
Prospero তার জাদু শক্তি ব্যবহার করে একটি ভয়াবহ ঝড় (the tempest) সৃষ্টি করেন, যাতে Antonio এবং অন্যান্য চরিত্ররা দ্বীপে এসে পৌঁছায়।
-
নাটকটি শক্তি, প্রতিশোধ, ক্ষমা এবং জাদুর মাধ্যমে সম্পর্ক ও নৈতিকতার গল্প বলে।
Shakespeare:
-
জন্ম: 23 April 1564, Stratford Avon
-
মৃত্যু: 23 April 1616
-
পরিচিতি: English national poet, Bard of Avon
-
রচনা: 37 plays, 154 sonnets

0
Updated: 2 months ago
What does Lady Catherine symbolize in the novel?
Created: 1 month ago
A
True affection
B
Parental wisdom
C
Aristocratic arrogance
D
Feminist independence
Lady Catherine ধনী ও ক্ষমতাবান নারী। কিন্তু তার সব আচরণে অহংকার ও সামাজিক শ্রেণির দম্ভ প্রকাশ পায়। তিনি Darcy ও Elizabeth-এর বিয়েতে বাধা দিতে চান, কারণ Elizabeth নিম্নবিত্ত। Austen তার মাধ্যমে দেখান—উচ্চ শ্রেণির অহংকার কেমন করে সত্যিকারের গুণকে অস্বীকার করে। Lady Catherine হলো aristocratic arrogance-এর প্রতীক।

0
Updated: 1 month ago
Choose the right form of verb:
As soon as the rain _______, we went outside.
Created: 3 weeks ago
A
stop
B
stopped
C
had stopped
D
had been stopped
Complete sentence:
As soon as the rain stopped, we went outside.
-
Bangla Meaning: বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আমরা বাইরে চলে গেলাম।
নিয়ম:
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তবে এর পরে থাকা ক্রিয়াও Past Indefinite Tense হবে।
-
অর্থাৎ, অতীতকালের দুইটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুইটি কাজই Past Indefinite Tense-এ থাকবে।
-
সুতরাং, শূন্যস্থানে সঠিক ক্রিয়া হবে: stopped
অন্য উদাহরণ (Future Indefinite + As soon as + Present Indefinite):
-
I shall ring you up as soon as I arrive.
উৎস:

0
Updated: 3 weeks ago
Jane Eyre is a-
Created: 1 month ago
A
Modern character
B
Augustan character
C
Victorian character
D
Romantic character
Jane Eyre হলো Victorian Era-এ রচিত Charlotte Brontë-এর বিখ্যাত উপন্যাসের প্রধান চরিত্র, যা নারীর স্বাধীনতা, সংগ্রাম এবং প্রেমের গল্পকে তুলে ধরে।
-
Jane Eyre হলো Charlotte Brontë-এর famous novel।
-
মূল চরিত্রের নামেই উপন্যাসটির নামকরণ করা হয়েছে।
-
এই উপন্যাস ১৮৪৭ সালে Brontë-এর ছদ্মনাম Currer Bell-এর অধীনে প্রকাশিত হয়।
-
Jane Eyre-কে প্রায়শই autobiographical চরিত্র হিসেবে বিবেচনা করা হয়।
-
এটি ইংরেজি সাহিত্যের ইতিহাসে একটি classic উপন্যাস।
Summary
-
উপন্যাসটি Rochester এবং Jane Eyre-এর গল্প বর্ণনা করে।
-
Jane একজন অনাথ, দশ বছর বয়সী বালিকা, যিনি পিতামাতার অনুপস্থিতিতে অন্য পরিবারের কাছে লালিত-পালিত হন, একই সাথে নির্যাতিতও হন।
-
পরে তার ঠিকানা হয় অনাথ আশ্রমে।
-
পরবর্তীতে তিনি Rochester নামের বিত্তশালী পুরুষের প্রেমে পড়েন, কিন্তু তাদের সম্পর্কের পথে বহু বাধা এবং সমস্যার সম্মুখীন হন।
-
নানা প্রতিকূলতা এবং ঘাত-প্রতিঘাত অতিক্রম করে Jane Eyre জীবন সংগ্রামে সফল হন এবং Rochester-এর সঙ্গে মিলনের মাধ্যমে উপন্যাসটি শুভ সমাপ্তি পায়।
Main Characters
-
Jane Eyre
-
Edward Rochester
-
Bertha Mason
-
St. John Rivers
-
Helen Burns
-
Mrs. Reed
Charlotte Brontë (1816–1855)
-
একজন British author, যিনি প্রেম, স্বাধীনতা এবং সামাজিক শ্রেণি নিয়ে লিখেছেন, বিশেষত Victorian England-এর কঠোর পরিবেশে।
-
তিনি Brontë sisters-এর একজন, যাদের মধ্যে Emily Brontë এবং Anne Brontë-ও ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
Charlotte Brontë-এর কাজগুলো গভীর, আবেগপ্রবণ ন্যারেটিভ এবং শক্তিশালী, জটিল নারী প্রধান চরিত্রের জন্য প্রসংশিত।
Notable works
-
Jane Eyre
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Shirley: A Tale
-
The Professor
-
Villette

0
Updated: 1 month ago