Lord Byron is a -
A
Victorian poet
B
Romantic poet
C
Modern Poet
D
Neoclassical poet
উত্তরের বিবরণ
Lord Byron (পূর্ণ নাম: George Gordon Byron) ছিলেন ইংরেজ সাহিত্যের একজন প্রখ্যাত Romantic poet.
• Lord Byron :
- Lord Byron রোমান্টিক যুগের কবি ছিলেন।
- তিনি 'Rebel Poet' নামে পরিচিত।
- তার পুরো নাম George Gordon Byron.
- তার কন্যা Lady Ada Augusta (প্রথম কম্পিউটার প্রোগ্রামার)।
- তার বিখ্যাত epic (মহাকাব্য) হচ্ছে Don Juan.
• His famous works:
- The Vision of Judgment.
- Hours of Idleness (collection of poems).
- Heaven and Earth.
- The Bride of Abydos.
- The Corsair.
- The Prisoner of Chillon.
- The Two Foscar.

0
Updated: 2 months ago
What is the synonym of the word 'dogmatic'?
Created: 1 month ago
A
Emulate
B
Enamor
C
Hasty
D
Adamant
• Correct Answer: ঘ) Adamant
Explanation:
-
Dogmatic
-
Bangla Meaning: মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন
-
English Meaning: characterized by or given to the expression of opinions very strongly or positively as if they were facts
-
-
Adamant
-
Bangla Meaning: অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড়
-
English Meaning: unshakable or insistent especially in maintaining a position or opinion; unyielding
-
Other options:
-
ক) Emulate – সমকক্ষ হতে বা ছাড়িয়ে যেতে চেষ্টা করা
-
খ) Enamor – মুগ্ধ/অনুরক্ত হওয়া; প্রেমমুগ্ধ হওয়া
-
গ) Hasty – ত্বরিত; চটজলদি

0
Updated: 1 month ago
The famous novel 'For Whom the Bell Tolls' was written by -
Created: 2 months ago
A
Thomas Hardy
B
John Donne
C
Mark Twain
D
Ernest Hemingway
For Whom the Bell Tolls
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: 1940
-
পটভূমি: Spanish Civil War, বিশেষত স্পেনের Segovia অঞ্চল
-
প্রধান চরিত্র: Robert Jordan, Maria, Pablo, Pilar
-
ধরণ: যুদ্ধভিত্তিক উপন্যাস, যেখানে প্রেম, আত্মত্যাগ, এবং স্বাধীনতার জন্য লড়াইয়ের গল্প ফুটে ওঠে
Ernest Hemingway
-
পরিচয়: আমেরিকান novelist ও short-story writer
-
নোবেল পুরস্কার: 1954 (The Old Man and the Sea এর জন্য)
-
লেখনশৈলী: সংক্ষিপ্ত, সরল বাক্য, এবং গভীর অর্থবহ বর্ণনা
-
বিখ্যাত রচনা:
-
For Whom the Bell Tolls
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises
-
Death in the Afternoon
-
অতিরিক্ত তথ্য:
-
"For Whom the Bell Tolls" শিরোনামটি এসেছে ইংরেজ কবি John Donne-এর একটি Meditation (Devotions upon Emergent Occasions) থেকে।

0
Updated: 2 months ago
Which of the following is a correct synonym of “cognizant”?
Created: 3 weeks ago
A
Suppress
B
Ignorant
C
Informed
D
Composure
Cognizant হলো এমন একটি বিশেষণ যা বোঝায় যে কেউ কোনো বিষয় সম্পর্কে জ্ঞাত বা অবগত। এটি প্রকাশ করে যে কেউ কোন তথ্য বা পরিস্থিতি সম্পর্কে সচেতন ও বোঝাপড়া সম্পন্ন।
-
Correct Answer: Informed
-
Bangla Meaning: জ্ঞাত; অবগত
-
English Meaning: Having knowledge or understanding of something
-
Synonyms: Conscious (সচেতন), Informed (জ্ঞাত), Acquainted (সুপরিচিত), Aware (সচেতন), Mindful (মননশীল)
-
Antonyms: Ignorant (অজ্ঞাত), Unaware (বেখবর), Unfamiliar (অপরিচিত), Strangers (অপরিচিত), Incognizant (অজ্ঞাত)
-
Other Forms:
-
Cognizance (noun) – (আইন সম্বন্ধীয়) কোনো বিষয় সম্পর্কে অবগতি; সচেতন জ্ঞান। এছাড়াও কোনো বিষয়ে আদালতে বিচারের অধিকার।
-
-
Other Options:
-
Suppress – দমন করা; প্রকাশ বা প্রচার নিরুদ্ধ করা; চাপা দেওয়া; নিগৃহীত করা
-
Composure – শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ
-
-
Example Sentence:
-
He was cognizant of his opponent's hostility.
-

0
Updated: 2 weeks ago