A
Victorian poet
B
Romantic poet
C
Modern Poet
D
Neoclassical poet
উত্তরের বিবরণ
Lord Byron (পূর্ণ নাম: George Gordon Byron) ছিলেন ইংরেজ সাহিত্যের একজন প্রখ্যাত Romantic poet.
• Lord Byron :
- Lord Byron রোমান্টিক যুগের কবি ছিলেন।
- তিনি 'Rebel Poet' নামে পরিচিত।
- তার পুরো নাম George Gordon Byron.
- তার কন্যা Lady Ada Augusta (প্রথম কম্পিউটার প্রোগ্রামার)।
- তার বিখ্যাত epic (মহাকাব্য) হচ্ছে Don Juan.
• His famous works:
- The Vision of Judgment.
- Hours of Idleness (collection of poems).
- Heaven and Earth.
- The Bride of Abydos.
- The Corsair.
- The Prisoner of Chillon.
- The Two Foscar.

0
Updated: 2 weeks ago
Why does Elizabeth reject Darcy’s first proposal?
Created: 19 hours ago
A
She dislikes his wealth
B
She is already engaged
C
She is offended by his pride
D
She loves Wickham
Darcy প্রথম প্রস্তাবে Elizabeth-এর পরিবারকে অপমান করে এবং নিজের অহংকার প্রকাশ করে। Elizabeth তার আত্মসম্মানকে আঘাতপ্রাপ্ত মনে করে। এজন্য সে রাগের সঙ্গে প্রস্তাব প্রত্যাখ্যান করে। Austen দেখান—নারীর সম্মান ও স্বাধীনতা বিয়েতে সবচেয়ে জরুরি। Elizabeth এই প্রত্যাখ্যানের মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করে।

0
Updated: 19 hours ago
The Latin phrase 'Sine cura' means-
Created: 6 days ago
A
Without care
B
Without delay
C
Uncertain
D
Without children
Latin Phrase: Sine cura
-
Meaning: Without care
-
Bangla: যত্ন ছাড়াই
Note:
-
The English word sinecure comes from the Latin sine cura.
-
It refers to a position or office requiring little or no work but usually providing income.
-
Originally described a church position without responsibility for parishioners’ souls.
-
Today, it is mostly used in the context of political appointments.
-
Other Related Phrases:
-
Sine mora: Without delay; immediately
-
Sine die: Uncertain; without fixing a future date
-
Sine prole: Without issue or children
Source: Vocabulary.com, Merriam-Webster Dictionary

0
Updated: 6 days ago
Who is the author of the quote "Fools rush in where angels fear to tread"?
Created: 4 weeks ago
A
O' henry
B
Alexander Graham Bell
C
T. S Eliot
D
Alexander Pope
• "Fools rush in where angels fear to tread" উক্তিটি প্রখ্যাত ইংরেজ কবি Alexander Pope-এর লেখা। এটি তাঁর ১৭১১ সালে প্রকাশিত "An Essay on Criticism" কবিতা থেকে নেওয়া হয়েছে। উক্তির মাধ্যমে Pope বোঝাতে চেয়েছেন যে মূর্খরা অবিবেচনাপূর্ণভাবে এমন কাজ বা পরিস্থিতিতে ঝাঁপিয়ে পড়ে, যেখানে জ্ঞানী ও বিচক্ষণরা সাবধানে পা ফেলে বা একেবারেই পা রাখেন না। এটি একটি গভীর প্রবাদ হয়ে উঠেছে যা আজও নানা প্রসঙ্গে ব্যবহৃত হয়।
• বিস্তারিত আলোচনা:
• An Essay on Criticism:
- "An Essay on Criticism'" হচ্ছে Alexander Pope-এর একটি didactic (শিক্ষামূলক) কবিতা, যা heroic couplets (দ্বিপদী ছন্দে) লেখা।
- এই কবিতাটি মূলত Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত, তবে এ লেখকদের ধারাও বিদ্যমান।
• Alexander Pope:
- ইংরেজি সাহিত্যের সবচেয়ে উক্তিমূলক (epigrammatic) কবিদের একজন।
- ইংরেজি Augustan যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গরচয়িতা।
- তাকে ‘Mock Heroic Poet’ বলে।
- Pope এর কবিতা প্রায়শই জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষায় রচিত এবং তার কাজগুলো ইংরেজি সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে।
• Notable works:
Poems:
- An Essay on Criticism,
- The Rape of the Lock,
- The Dunciad,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- Windsor-Forest, etc.
• Famous quotes:
- A little learning is a dangerous thing.
- To err is human, to forgive, divine.
- Fools rush in where angels fear to tread.
- Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.
- Hope springs eternal in the human breast.
- The proper study of mankind is man.

0
Updated: 4 weeks ago