Who is known as the Graveyard Poet?
A
T.S. Eliot
B
Lord Byron
C
W.B. Yeats
D
Thomas Gray
উত্তরের বিবরণ
• Thomas Gray:
- তিনি একজন বিখ্যাত Graveyard Poet.
- His famous Elegy is 'Elegy Written in a Country Churchyard'
- তিনি the Age of Sensibility এর একজন গুরুত্বপূর্ন সাহিত্যিক।
• Notable Poems:
- An Elegy Written in a Country Church Yard,
- Ode on a Distant Prospect of Eton College,
- The Bard,
- The Progress of Poesy.

0
Updated: 2 months ago
Find the error.
She likes swimming, to run, and biking every morning.
Created: 3 weeks ago
A
She likes
B
swimming
C
to run
D
biking
সঠিক বাক্য হলো She likes swimming, running, and biking every morning।
-
মূল বাক্যে “to run” ব্যবহার করা হয়েছে, যা বাক্যের বাকী ক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাক্যের সকল ক্রিয়া একই ধরণের রূপে থাকতে হবে যাতে parallelism (সামান্তরালতা) বজায় থাকে।
-
এখানে তিনটি ক্রিয়াই -ing form বা gerund আকারে ব্যবহার করা হয়েছে: swimming, running, biking।
Parallelism বা সামান্তরালতা:
-
এটি এমন একটি সাহিত্যকৌশল যেখানে একই ধরনের grammatical structure বা sentence pattern পুনরাবৃত্তি করা হয়, যা বাক্যকে সুন্দর, সমন্বিত এবং বোধগম্য করে তোলে।
-
এটি লেখায় rhythm, balance এবং clarity বৃদ্ধি করে।
উদাহরণ:
-
He plays, he learns, he laughs.
-
এখানে verb-এর পুনরাবৃত্তি rhythm তৈরি করে এবং তিনটি কাজের সমন্বয় নির্দেশ করে।
-
-
আমি জানি, আমি বুঝি, আমি বিশ্বাস করি।
-
verb-এর একই রূপের পুনরাবৃত্তি বাক্যটিকে শক্তিশালী ও সমন্বিত করে।
-
-
সে বই পড়ে, আমি সিনেমা দেখি।
-
দুটি action-ই একই grammatical structure ব্যবহার করে, যা contrast দেখায়।
-
সংক্ষেপে: parallelism-এর মাধ্যমে sentence গঠন সমানুপাতিক হয়, ভাব প্রকাশে ভারসাম্য আসে এবং বাক্য সহজে মনে রাখা যায়।

0
Updated: 2 weeks ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 1 month ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica

0
Updated: 1 month ago
Ode on Melancholy was written by
Created: 1 month ago
A
P.B. Shelley
B
W. Wordsworth
C
John Keats
D
W.B. Yeats
Ode on Melancholy হলো জন কীটস রচিত একটি বিখ্যাত কবিতা। এটি তিন স্তবক বিশিষ্ট এবং ১৮২০ সালে প্রকাশিত হয়। এই কবিতায় মানবজীবনে আনন্দ ও ইচ্ছার অস্থায়িত্বকে তুলে ধরা হয়েছে এবং একই সাথে মানুষের আবেগ ও আনন্দের অপরিহার্য সঙ্গী হিসেবে দুঃখকে স্বীকার করা হয়েছে। কবির মতে, জীবনে সুখ ও দুঃখ পাশাপাশি অবস্থান করে, আর সুখ কখনোই চিরস্থায়ী নয়, বরং দুঃখ মানবজীবনের একটি অনিবার্য অংশ। কবিতার শেষ স্তবকে তিনি দুঃখকে একটি "mysterious goddess", যিনি "the very temple of Delight"-এ Beauty, Joy এবং Pleasure-এর ক্ষণস্থায়ী দেবতাদের সঙ্গে অবস্থান করেন, এই রূপে আখ্যায়িত করেছেন।
-
John Keats ছিলেন ইংরেজ রোমান্টিক যুগের এক মহান লিরিক কবি, যিনি তাঁর স্বল্প জীবনের সমস্তটা উৎসর্গ করেছিলেন কাব্যের শৈল্পিক পরিপূর্ণতায়। তাঁর কবিতায় উজ্জ্বল চিত্রকল্প, গভীর ইন্দ্রিয়গ্রাহ্যতা এবং শাস্ত্রীয় কাহিনির মাধ্যমে দার্শনিকতা প্রকাশের প্রচেষ্টা লক্ষ্য করা যায়।
-
তাঁকে সাধারণত Poet of Beauty বলা হয়।
জন কীটসের বিখ্যাত কবিতা সমূহ হলো
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci

0
Updated: 1 month ago