A
A poem that tells a heroic story
B
A poem that celebrates love
C
A mournful poem written to lament the dead
D
A humorous poem mocking social norms
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: গ) A mournful poem written to lament the dead
Elegy
-
সংজ্ঞা: একটি লিরিক কবিতা যা কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করে বা একটি মর্মান্তিক ঘটনার জন্য বিলাপ করে।
-
প্রকৃতি:
-
বর্ণনা ধ্যানমগ্ন ও মননশীল
-
গাম্ভীর্যপূর্ণ সুর
-
শেষ অংশে বক্তা প্রায়শই শান্তি বা সান্ত্বনা পায়
-
-
বিখ্যাত উদাহরণ:
-
In Memoriam — Alfred Lord Tennyson
-
Lycidas — John Milton
-
Adonais — P. B. Shelley
-
Elegy Written in a Country Churchyard — Thomas Gray
-
-
লক্ষ্য: ব্যক্তিগত শোক প্রকাশের মাধ্যমে মৃত্যু বা দুঃখজনক ঘটনার প্রতি গভীর চিন্তাভাবনা।

0
Updated: 2 weeks ago
They wanted to make lemonade, but ________.
Created: 6 days ago
A
they didn’t have much sugar
B
they hadn’t many sugar
C
there was not too many sugar
D
there was not a great amount of sugar
Complete Sentence:
They wanted to make lemonade, but they didn’t have much sugar.
Bangla Translation:
তারা লেমনেড বানাতে চেয়েছিল, কিন্তু তাদের কাছে বেশি চিনি ছিল না।
বিকল্পগুলোর ভুল কারণ:
-
they hadn’t many sugar
-
‘hadn’t many’ শুধুমাত্র countable noun-এর জন্য ব্যবহার হয়।
-
Sugar হলো uncountable noun, তাই এটি ভুল।
-
-
there was not too many sugar
-
“too many” countable noun-এর জন্য ব্যবহৃত হয়, sugar uncountable।
-
এছাড়া, “there was” singular, কিন্তু “many sugar” countable-এর সঙ্গে মেলেনি।
-
-
there was not a great amount of sugar
-
“great amount” সাধারণত বড় পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়, ছোট পরিমাণের জন্য নয়।
-
এই ক্ষেত্রে এটি উপযুক্ত নয়।
-
সঠিক ব্যবহার: much + uncountable noun → much sugar

0
Updated: 6 days ago
Idylls of the King is written by -
Created: 2 weeks ago
A
Robert Browning
B
Alfred Tennyson
C
P.B. Shelley
D
Herman Melville
• Idylls of the King:
- এই কবিতাটি রচনা করেন Alfred Tennyson.
- Arthurian legend কে কেন্দ্র করে এই কবিতার পটভূমি রচিত। রাজা আর্থারের বিভিন্ন কাহিনীকে ভিক্টোরিয়ান যুগের আদলে সাজিয়েছেন কবি এখানে।
- Sir Thomas Malory এর লেখা Le Morte D'arthur এর উপর ভিত্তি করেই এটি লেখা। মোট ১২ কি কবিতা স্থান পেয়েছে।
• Alfred Tennyson:
- Alfred, Lord Tennyson, একজন English poet
- He is often regarded as the chief representative of the Victorian age in poetry.
• Some poems of Tennyson:
- The Lotos Eaters,
- Morte D'Arthur,
- Tithonus,
- Ulysses,
- In Memoriam,
- The Charge of the Light Brigade.

0
Updated: 2 weeks ago
In A Tale of Two Cities, Dickens contrasts life in which two cities?
Created: 2 weeks ago
A
Amsterdam and Brussels
B
Dublin and Edinburgh
C
Paris and Berlin
D
Paris and London
A Tale of Two Cities উপন্যাসে দুইটি শহরের জীবন ও সমাজের পার্থক্য তুলে ধরা হয়েছে: প্যারিস এবং লন্ডন।
সংক্ষিপ্ত বিবরণ:
-
রচয়িতা: Charles Dickens
-
প্রকাশিত: ১৮৫৯
-
প্রেক্ষাপট: ১৮শ শতকের শেষের দিকে ফরাসি বিপ্লব
-
বিষয়বস্তু:
-
প্যারিস: উত্তেজনা, দারিদ্র্য, সাম্রাজ্যবাদের অবিচার, বঞ্চনা এবং বিদ্রোহ
-
লন্ডন: তুলনামূলক শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা
-
-
Dickens সামাজিক বৈষম্য, রাজনৈতিক অস্থিরতা এবং মানুষের জীবনের ভিন্ন দিক চিত্রায়িত করেছেন
Charles Dickens (1812–1870):
-
Victorian যুগের অন্যতম প্রধান ইংরেজ উপন্যাসিক
-
সাধারণ মানুষের জীবন ও সমাজের বিভিন্ন স্তরকে জীবন্তভাবে উপস্থাপন করেছেন
Notable Works:
-
Oliver Twist
-
A Christmas Carol
-
A Tale of Two Cities
-
David Copperfield
-
Great Expectations
-
Dombey and Son
-
Hard Times
-
American Notes (Non-fiction)
উত্তর: Paris and London

0
Updated: 2 weeks ago