Elegy is -
A
A poem that tells a heroic story
B
A poem that celebrates love
C
A mournful poem written to lament the dead
D
A humorous poem mocking social norms
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: গ) A mournful poem written to lament the dead
Elegy
-
সংজ্ঞা: একটি লিরিক কবিতা যা কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করে বা একটি মর্মান্তিক ঘটনার জন্য বিলাপ করে।
-
প্রকৃতি:
-
বর্ণনা ধ্যানমগ্ন ও মননশীল
-
গাম্ভীর্যপূর্ণ সুর
-
শেষ অংশে বক্তা প্রায়শই শান্তি বা সান্ত্বনা পায়
-
-
বিখ্যাত উদাহরণ:
-
In Memoriam — Alfred Lord Tennyson
-
Lycidas — John Milton
-
Adonais — P. B. Shelley
-
Elegy Written in a Country Churchyard — Thomas Gray
-
-
লক্ষ্য: ব্যক্তিগত শোক প্রকাশের মাধ্যমে মৃত্যু বা দুঃখজনক ঘটনার প্রতি গভীর চিন্তাভাবনা।

0
Updated: 2 months ago
Anna Karenina belongs to -
Created: 1 month ago
A
Russian Literature
B
American Literature
C
French Literature
D
German Literature
Anna Karenina হলো Russian Literature-এর একটি গুরুত্বপূর্ণ উপন্যাস, যা Leo Tolstoy রচিত। এটি ১৮৭৫ থেকে ১৮৭৭ সালের মধ্যে প্রকাশিত হয়। প্রধান চরিত্রসমূহ হলো Anna, Aleksey Karenin, এবং Vronsky।
সারসংক্ষেপ:
-
Anna একজন বিবাহিত সম্ভ্রান্ত পরিবারের মহিলা। তার স্বামী Aleksey Karenin একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং অভিজাত বংশের সন্তান।
-
Anna অভিসারে লিপ্ত হয় তরুণ ও চৌকষ সেনা অফিসার Vronsky-এর সঙ্গে।
-
উপন্যাসে প্রেম, অপ্রেম, হিংসা, বিশ্বাসঘাতকতা এবং শোচনীয় পরিণতির গল্প ফুটে ওঠে।
-
Anna-এর স্বামী Aleksey লোকলজ্জার কারণে বিষয়টি মেনে নিতে চায়, কিন্তু Anna পুনরায় বিশ্বাসঘাতকতা করে এবং পালিয়ে যায় প্রেমিক Vronsky-এর সঙ্গে। এক পর্যায়ে সে প্রেমিককেও বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করে।
-
উপন্যাসের শেষে Anna ট্রেনের সামনে আত্মাহুতি দেয়।
লেখক পরিচিতি:
-
পূর্ণ নাম: Lev Nikolayevich, Graf (count) Tolstoy
-
জন্ম: ১৮২৮ সালে রাশিয়ায়
-
তিনি বাস্তবধর্মী সাহিত্য (realistic fiction)-এর মাস্টার এবং বিশ্বের অন্যতম মহান ঔপন্যাসিক।
প্রখ্যাত রচনাসমূহ (Novels):
-
War and Peace (1865–69)
-
Anna Karenina (1875–77)
-
The Death of Ivan Ilyich (1886)
Source:

0
Updated: 1 month ago
We have a proposal to improve the system.
Here, the underlined part is an example of-
Created: 1 month ago
A
Adverb Phrase
B
Participle Phrase
C
Infinitive Phrase
D
Prepositional Phrase
Infinitive Phrase – Example and Explanation
-
Example Sentence:
We have a proposal to improve the system.-
Underlined part: to improve the system
-
Correct Option: গ) Infinitive phrase
-
-
Explanation:
-
The phrase to improve the system is formed by to + verb (base form) + extension.
-
Here, it functions as a post-modifier of the noun proposal, effectively modifying the noun (Adjective function).
-
-
Infinitive Phrase Overview:
-
Structure: to + verb (base form) + extension
-
Functions: Can modify Noun, Adjective, or Adverb Phrases
-
As post-modifier → acts like an adjective
-
As subject/object → acts like a noun phrase
-
-
Example: To read a newspaper is a good habit. (Here, the infinitive phrase acts as a noun phrase.)
-

0
Updated: 1 month ago
'A Dictionary of the English Language' was compiled by
Created: 2 weeks ago
A
Samuel Johnson
B
John Dryden
C
Alexander Pope
D
Samuel Richardson
A Dictionary of the English Language হলো প্রথম ইংরেজি অভিধান, যা Dr. Samuel Johnson দ্বারা সংকলিত। এটি The Age of Sensibility সময়ে সম্পন্ন হয় এবং Johnson-এর প্রভাবের কারণে এই যুগকে প্রায়শই The Age of Johnson বলা হয়। Johnson ইংরেজি সাহিত্যে একজন প্রভাবশালী সমালোচক হিসেবে পরিচিত এবং তিনি William Shakespeare-এর সমালোচক হিসেবেও খ্যাত। তাকে Father of English Dictionary বলা হয়।
-
লেখক: Dr. Samuel Johnson
-
উপাধি: Father of English Dictionary
-
যুগ: The Age of Sensibility / Age of Johnson
-
প্রসঙ্গ: ইংরেজি ভাষার শব্দ সংগ্রহ ও সাহিত্য সমালোচনা
Dr. Samuel Johnson-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Dictionary
-
The History of Rasselas, Prince of Abyssinia
-
Preface to Shakespeare

0
Updated: 2 weeks ago