A
Use of poetic devices to create rhythm
B
It ensures the story ends realistically
C
The ideal distribution of rewards and punishments in a story
D
A poem that highlights social justice issues
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: গ) The ideal distribution of rewards and punishments in a story
Poetic Justice
-
সংজ্ঞা: সাহিত্যিক একটি ধারণা, যেখানে চরিত্রের কর্ম অনুযায়ী তাদের উপযুক্ত ফলাফল বা শাস্তি বা পুরস্কার দেওয়া হয়।
-
মূল ভাব: অপরাধী উপযুক্ত শাস্তি পায় এবং সৎ ব্যক্তি ন্যায্য পুরস্কার পায়।
-
উদাহরণ:
-
উইলিয়াম শেক্সপিয়রের The Merchant of Venice
-
উইলিয়াম শেক্সপিয়রের King Lear
-
-
প্রভাব: দর্শককে নৈতিক সন্তুষ্টি দেয় এবং ঘটনাগুলিতে চরিত্রের নৈতিক অবস্থান বা কর্মের প্রতিফলন ঘটে।

0
Updated: 2 weeks ago
Which of these plays is based on Roman history?
Created: 2 weeks ago
A
King Lear
B
Henry IV
C
Julius Caesar
D
Macbeth
Julius Caesar হলো William Shakespeare-এর লেখা একটি ট্র্যাজেডি এবং Historical Play, যা প্রাচীন রোমান ইতিহাসের উপর ভিত্তি করে রচিত। নাটকটি জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড, ষড়যন্ত্র এবং পরবর্তী রাজনৈতিক বিশৃঙ্খলা নিয়ে আবর্তিত।
Julius Caesar (নাটক)
-
লেখা হয়েছে: 1599–1600
-
প্রকাশিত: 1623 সালে Shakespeare-এর First Folio-তে
-
কেন্দ্রীয় ঘটনা: Julius Caesar-এর ক্ষমতার অতিরিক্ত বৃদ্ধি ঠেকাতে Brutus ও অন্যান্য ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা করে।
-
মূল চরিত্র: Julius Caesar, Brutus, Mark Antony, Cassius
-
নাটকের থিম: ক্ষমতা, বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক ষড়যন্ত্র, নৈতিক দ্বন্দ্ব
মূল ঘটনার সারসংক্ষেপ:
-
Caesar রোমের একজন শক্তিশালী রাজনীতিবিদ ও সেনা নেতা।
-
Brutus, Caesar-এর ঘনিষ্ঠ বন্ধু, ষড়যন্ত্রকারীদের দ্বারা প্রভাবিত হয়ে হত্যার অংশ নেন।
-
March-এর Ides-এ Caesar হত্যা করা হয়।
-
Mark Antony ষড়যন্ত্রকারীদের রোম থেকে বিতাড়িত করে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ চালায়।
William Shakespeare
-
জন্ম: 23 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616
-
পেশা: English poet, dramatist, actor
-
উপাধি: Bard of Avon, English national poet
-
মোট লেখা: 37 plays, 154 sonnets
উল্লেখযোগ্য কাজসমূহ
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
Poems: Sonnet 18, The Rape of Lucrece, Venus and Adonis

0
Updated: 2 weeks ago
____________ is William Shakespeare's last play.
Created: 2 weeks ago
A
The Merchant of Venice
B
The Tempest
C
The Taming of the Shrew
D
All's Well That Ends Well
The Tempest হলো William Shakespeare-এর সর্বশেষ এককভাবে রচিত পূর্ণাঙ্গ নাটক।
মূল তথ্য:
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Romantic comedy / 5 acts
-
প্রকাশ: ১৬২৩ সালে First Folio-তে অন্তর্ভুক্ত
-
কেন্দ্রীয় চরিত্র: Prospero (ম্যাজিকের অধিকারী)
-
প্রধান চরিত্র ও ভূমিকা:
-
Prospero: জাদুকর ও নাটকের নায়ক
-
Miranda: Prospero-এর কন্যা
-
Ariel: সুপারনেচারাল, airy spirit, ভাল চরিত্রের প্রতীক
-
Caliban: বিদ্রোহী, misshapen creature, Prospero-এর ক্রীতদাস
-
সংক্ষিপ্ত কাহিনি:
-
Prospero এবং Miranda, Prospero-এর ছোট ভাই Antonio-এর ষড়যন্ত্রের কারণে, এক দূরদ্বীপে নির্বাসিত হন।
-
Prospero তার জাদু শক্তি ব্যবহার করে একটি ভয়াবহ ঝড় (the tempest) সৃষ্টি করেন, যাতে Antonio এবং অন্যান্য চরিত্ররা দ্বীপে এসে পৌঁছায়।
-
নাটকটি শক্তি, প্রতিশোধ, ক্ষমা এবং জাদুর মাধ্যমে সম্পর্ক ও নৈতিকতার গল্প বলে।
Shakespeare:
-
জন্ম: 23 April 1564, Stratford Avon
-
মৃত্যু: 23 April 1616
-
পরিচিতি: English national poet, Bard of Avon
-
রচনা: 37 plays, 154 sonnets

0
Updated: 2 weeks ago
Iambic Pentameter is most closely associated with which writer?
Created: 4 weeks ago
A
William Blake
B
William Shakespeare
C
Samuel Beckett
D
Charles Dickens

0
Updated: 4 weeks ago