'সেক শুভোদয়া' গ্রন্থের রচয়িতা কে?
A
রামাই পণ্ডিত
B
বড়ু চণ্ডীদাস
C
হলায়ূধ মিশ্র
D
বৃন্দাবন দাস
উত্তরের বিবরণ
'সেক শুভোদয়া' গ্রন্থ
-
রচয়িতা: হলায়ূধ মিশ্র
-
ভাষা ও শৈলী: অশুদ্ধ বাংলা ও সংস্কৃত মিশ্রিত, সংস্কৃত গদ্য-পদ্যে লেখা চম্পুকাব্য
-
ঐতিহাসিক প্রেক্ষাপট: অনেকে একে রজা লক্ষ্মণ সেনের সভাকবি হলায়ূধ মিশ্রের রচনা বলে মনে করেন।
- ড. মুহম্মদ এনামুল হকের মতে, খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিকের রচনা। -
গঠন: গদ্য ও পদ্য মিলিয়ে ২৫টি অধ্যায়
-
বিশেষত্ব: গ্রন্থে বাংলা ছড়া ও বাগধারার ব্যবহার লক্ষ্য করা যায়; তবে প্রচুর ভুল সংস্কৃত ব্যবহার রয়েছে।
- ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় একে ‘dog Sanskrit’ বলেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস

0
Updated: 2 months ago
'কৃপার শাস্ত্রের অর্থ ভেদ' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
মানোএল দা আসসুম্পসাঁউ
B
দোম আন্তোনিও
C
উইলিয়াম কেরি
D
নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
‘কৃপার শাস্ত্রের অর্থ ভেদ’ গ্রন্থ
-
রচয়িতা: রোমান ক্যাথলিক পর্তুগিজ পাদ্রি মানোএল দা আসসুম্পসাঁউ
-
রচনা ও প্রকাশ: ১৭৩৪ সালে রচিত; ১৭৪৩ সালে লিসবনে রোমান হরফে মুদ্রিত
-
লিখিত স্থান: ঢাকার ভাওয়াল অঞ্চলের নাগরী
-
বিশেষত্ব: বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন
-
ভাষা ও রচনার ধরণ:
-
বাঁ দিকের পৃষ্ঠা: বাংলা
-
ডান দিকের পৃষ্ঠা: পর্তুগিজ
-
বিষয়বস্তু: গুরু ও শিষ্যের কথোপকথনের মাধ্যমে খ্রিষ্টধর্মের মহিমা এবং খ্রিষ্টানদের আচার-অনুষ্ঠান
-
মনোএল দা আসসুম্পসাঁউ
-
জাতীয়তা: পর্তুগিজ
-
পেশা: খ্রিস্টান ধর্মযাজক
-
সাহিত্যিক অবদান:
-
বাংলা ভাষার ব্যাকরণ রচনার প্রথম প্রয়াসকারী
-
১৭৪৩ সালে দুটি বাংলা গ্রন্থ রচনা ও মুদ্রণ করেছেন
-
মনোএল দা আসসুম্পসাঁউ রচিত গ্রন্থসমূহ
-
কৃপা শাস্ত্রের অর্থভেদ
-
ভোকাবুলিরও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
'মিলির হাতে স্টেনগান' গল্পটির রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
শওকত আলী
B
আখতারুজ্জামান ইলিয়াস
C
আনোয়ার পাশা
D
ইমদাদুল হক মিলন
'মিলির হাতে স্টেনগান' গল্প আখতারুজ্জামান ইলিয়াসের রচিত 'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত এবং এতে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের জীবনের চিত্র ফুটে উঠেছে। গল্পের প্রেক্ষাপট ৭০-এর দশকের ঢাকা শহর। মিলির পরিবারে মা, বাবা, দুই ভাই ও এক বোন রয়েছে। বড় ছেলে রানা একজন মুক্তিযোদ্ধা, যিনি তার স্টেনগানটি জমা না দিয়ে নিজের কাছে লুকিয়ে রেখেছে।
-
রানা অস্ত্রটিকে কেবল টিকে থাকার প্রতীক হিসেবে আগলে রাখে না, বরং প্রয়োজনমত নতুন টিভি সেট বা অন্যান্য গৃহসজ্জার উপকরণ হস্তগত করাতেও এটি তার পাশে থাকে।
-
গল্পে আব্বাস পাগলা চরিত্রটি নানা সমস্যা সৃষ্টি করে। তিনি নির্লজ্জভাবে রানার স্টেনগান চায়, কারণ তার মতে চাঁদের মধ্যে দখলদার বাহিনী ঘাঁটি গেড়ে বসেছে এবং সেই হানাদারদের দমন করতে রানার স্টেনগানই যথেষ্ট।
আখতারুজ্জামান ইলিয়াসের অন্যান্য গল্পগ্রন্থ:
-
অন্য ঘরে অন্য স্বর
-
খোয়ারি
-
দুধভাতে উৎপাত
-
দোজখের ওম

0
Updated: 3 weeks ago
'হাবেদা মরুর কাহিনী' গ্রন্থটির রচয়িতা কে?
Created: 3 weeks ago
A
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
B
কায়কোবাদ
C
গোলাম মোস্তফা
D
ফররুখ আহমদ
"হাবেদা মরুর কাহিনী" বাংলাদেশের প্রখ্যাত কবি ফররুখ আহমদ রচিত একটি কাব্যগ্রন্থ, যা ১৯৮১ সালে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে ফররুখ আহমদের কবিতার ধারা প্রতিফলিত, যেখানে মুসলিম রেনেসাঁর অনুপ্রেরণা, আরব-ইরানের ঐতিহ্য এবং ইসলামের আদর্শ প্রকাশ পেয়েছে।
-
ফররুখ আহমদ:
-
তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
-
'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিতি লাভ করেছেন।
-
তাঁর কাব্যের মূল প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
-
কবিতায় পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।
-
অর্জিত পুরস্কার:
-
হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্য আদমজি পুরস্কার
-
'পাখির বাসা' গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার
-
-
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
সাত সাগরের মাঝি
-
সিরাজাম মুনিরা
-
নৌফেল ও হাতেম
-
মুহূর্তের কবিতা
-
হাতেমতায়ী
-
হাবেদা মরুর কাহিনী
-
-
শিশুতোষ রচনা:
-
পাখির বাসা
-
হরফের ছড়া
-
ছড়ার আসর
-

0
Updated: 3 weeks ago