"সকলেই কবি নয়, কেউ কেউ কবি।"-উক্তিটি কার?
A
বুদ্ধদেব বসু
B
জীবনানন্দ দাশ
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বিহারীলাল চক্রবর্তী
উত্তরের বিবরণ
জীবনানন্দ দাশের প্রবন্ধ ‘কবিতার কথা’
-
উক্তি: "সকলেই কবি নয়, কেউ কেউ কবি।"
-
বিখ্যাত কিছু পঙ্ক্তি:
-
"পাখির নীড়ের মত চোখ তুলে বনলতা সেন" – (বনলতা সেন)
-
"আবার আসিব ফিরে ধানসিড়ি নদীটির তীরে" – (আবার আসিব ফিরে)
-
"বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর" – (বাংলার মুখ)
-
"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা" – (বনলতা সেন)
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 months ago
'ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী' উক্তিটি কার?
Created: 2 months ago
A
মোতাহের হোসেন চৌধুরী
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
মুনীর চৌধুরী
D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
‘শেষের কবিতা’
-
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রকাশকাল: ১৯২৯
-
ধরন: উপন্যাস
-
উল্লেখযোগ্য চরিত্র:
-
অমিত রায়
-
কেতকী
-
লাবণ্য
-
শোভনলাল ইত্যাদি
-
-
বিখ্যাত উক্তি:
-
"ফ্যাশনটা হলো মুখোশ স্টাইলটা হলো মুখশ্রী।"
-
"পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে অধিপত্য শুরু করবে।"
-
"বিধাতার রাজ্যে ভালো জিনিস অল্প হয় বলেই তা ভালো।"
-
"ভালোবাসা খানিকটা অত্যাচার চাই, অত্যাচার করেও।"
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া, শেষের কবিতা

0
Updated: 2 months ago
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ উক্তিটি কার?
Created: 2 months ago
A
প্রমথ চৌধুরী
B
রাজা রামমোহন রায়
C
কাজী মোতাহার হোসেন
D
মীর মশররাফ হোসেন
প্রমথ চৌধুরী
-
উক্তি:
-
"সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত" – (‘বই পড়া’ প্রবন্ধ থেকে)
-
অন্যান্য বিখ্যাত উক্তি:
-
“ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়”
-
“যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়”
-
-
-
সাহিত্যিক পরিচিতি:
-
বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনাকারী
-
গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক
-
ইতালীয় সনেটের প্রবর্তক
-
ছদ্মনাম: বীরবল
-
সম্পাদকত্ব: সবুজপত্র (১৯১৪), বিশ্বভারতী, রূপ ও রীতি, অলকা
-
-
কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
-
-
গল্পগ্রন্থ:
-
চার ইয়ারি কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্প সংগ্রহ
-
-
প্ৰবন্ধগ্রন্থ:
-
তেল-নুন-লকড়ী
-
বীরবল-এর হালখাতা (চলিত রীতির প্রথম গদ্য রচনা)
-
নানাকথা
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
"তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে
চলেছে চন্দ্র মঙ্গল গ্রহে স্বর্গে অসীমাকাশে।" - কে লিখেছেন?
Created: 2 weeks ago
A
সুকান্ত ভট্টাচার্য
B
হেলাল হাফিজ
C
কাজী নজরুল ইসলাম
D
ফররুখ আহমদ
কাজী নজরুল ইসলামের ‘জীবন-বন্দনা’ কবিতার এই অংশটি যুবকের উচ্ছ্বাস ও জীবনের অনন্ত গমনকে প্রকাশ করে। কবিতার ভাষা ও ছন্দে মানুষের শ্রম, সংগ্রাম এবং জীবনের উল্লাসকে একত্রে তুলে ধরা হয়েছে। এটি নজরুলের সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ রচনা।
• জীবন-বন্দনা কবিতা:
-
‘জীবন-বন্দনা’ কবিতাটি কাজী নজরুল ইসলামের ‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত।
-
কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
-
‘সন্ধ্যা’ কাব্যগ্রন্থটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
-
বাংলাদেশের রণসংগীত “চল চল চল, উর্ধ গগণে বাজে মাদল” এই কাব্য থেকে নেওয়া হয়েছে।
কাজী নজরুল ইসলামের অন্যান্য কাব্যগ্রন্থ:
-
অগ্নিবীণা
-
বিষের বাঁশি
-
ভাঙার গান
-
সাম্যবাদী
-
সর্বহারা
-
সন্ধ্যা
-
ঝিঙে ফুল
-
ফণি-মনসা
-
জিঞ্জিরা
-
প্রলয়শিখা

0
Updated: 2 weeks ago