'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
A
সুধীন্দ্রনাথ দত্ত
B
দীনেশরঞ্জন দাস
C
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
D
প্রেমেন্দ্র মিত্র
উত্তরের বিবরণ
'কল্লোল' পত্রিকা:
-
প্রকাশকাল: ১৯২৩ খ্রিষ্টাব্দে কলকাতা থেকে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত।
-
প্রথম সম্পাদক: দীনেশরঞ্জন দাস
-
সাহিত্যিক গুরুত্ব: রবীন্দ্র-রোমান্টিক ধারার বিরুদ্ধধারা হিসেবে আধুনিক সাহিত্যের সূচনার ক্ষেত্রে পত্রিকার ভূমিকা অনস্বীকার্য।
-
প্রকাশকাল: সাত বছর ধরে প্রকাশিত হয়।
-
অন্যান্য সম্পাদক: অচিন্ত্যকুমার সেনগুপ্ত, শৈলজানন্দ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র প্রমুখ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 months ago
'সমকাল' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন -
Created: 1 week ago
A
সিরাজুল ইসলাম চৌধুরী
B
শামসুর রাহমান
C
শামসুদ্দীন আবুল কালাম
D
সিকান্দার আবু জাফর
‘সমকাল’ পত্রিকা ১৯৫৭ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত মাসিক সাহিত্যপত্র, যা সম্পাদনা করেছিলেন সিকান্দার আবু জাফর।
-
সহকারী সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান।
-
তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের আধুনিক সাহিত্যের ভিত্তি নির্মাণে ‘সমকাল’ পত্রিকার ভূমিকা অনস্বীকার্য।
-
পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাদেশের উল্লেখযোগ্য বাঙালি লেখকদের মধ্যে অনেকেই ‘সমকাল’-এ লিখেছেন, তাই সেখানে লেখা গর্বের বিষয় হিসেবে বিবেচিত হত।
-
সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠক, যিনি বাংলাদেশের বাঙালি লেখকদের বিকাশে ‘সমকাল’ পত্রিকা ব্যবহার করেছিলেন।
-
‘সমকাল’-এর পাশাপাশি তিনি দৈনিক ইত্তেফাক এবং দৈনিক মিল্লাত পত্রিকার সাথে সহযোগী সম্পাদক হিসেবে যুক্ত ছিলেন।

0
Updated: 1 week ago
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম-
Created: 2 months ago
A
তত্ত্ববোধিনী
B
সবুজপত্র
C
কল্লোল
D
ধূমকেতু
প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম সবুজপত্র। ১৯১৪ সালে (বাংলা ১৩২১ সালের ২৫ বৈশাখ) এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়। সবুজপত্র বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

0
Updated: 2 months ago
শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন-
Created: 3 weeks ago
A
কাজী মোতাহার হোসেন
B
আবুল হুসেন
C
আবুল ফজল
D
মুন্সি আহমদ আলী
শিখা ছিল মুসলিম সাহিত্য-সমাজের একটি গুরুত্বপূর্ণ মুখপত্র, যা বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য।
-
শিখা প্রতিষ্ঠিত হয় ১৯২৬ সালে ঢাকায়, মুসলিম সাহিত্য-সমাজের মুখপত্র হিসেবে।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ও বাণিজ্য বিভাগের অধ্যাপক আবুল হুসেন ছিলেন এর প্রথম সংখ্যার সম্পাদক।
-
এটি বছরে একবার প্রকাশিত হতো।
-
প্রথম সংখ্যা প্রকাশিত হয় চৈত্র ১৩৩৩ (৮ এপ্রিল ১৯২৭ খ্রি.)।
-
পত্রিকাটি মুসলিম সাহিত্য-সমাজের পক্ষে আবদুল কাদির কর্তৃক মুসলিম হল থেকে প্রকাশিত হয় এবং মুন্সি আহমদ আলী কর্তৃক সাত রওজার (ঢাকা) ইসলামিয়া প্রেস থেকে মুদ্রিত হয়।
-
শিখার মোট পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়েছিল।
-
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সম্পাদক ছিলেন কাজী মোতাহার হোসেন।
-
প্রকাশকাল: আশ্বিন ১৩৩৫ (অক্টোবর ১৯২৮) ও ১৩৩৬ (১৯২৯)।
-
-
চতুর্থ ও পঞ্চম সংখ্যার সম্পাদক ছিলেন যথাক্রমে মোহাম্মদ আবদুর রশিদ ও আবুল ফজল।
-
প্রকাশকাল: ১৩৩৭ (১৯৩০) ও ১৩৩৮ (১৯৩১) বঙ্গাব্দ।
-
-
দ্বিতীয় থেকে পঞ্চম সংখ্যা প্রকাশ করেছিলেন সৈয়দ ইমামুল হোসেন, নবাবপুর (ঢাকা)-এর মডার্ন লাইব্রেরি থেকে।

0
Updated: 3 weeks ago