What does "the lock" refer to in the title, The Rape of the Lock?
A
A prison lock
B
A treasure chest
C
A lock of hair
D
A hair ornament
উত্তরের বিবরণ
"The Rape of the Lock" কবিতাটির শিরোনামে "lock" শব্দটি দিয়ে বোঝানো হয়েছে বেলিন্ডার চুলের একটি কাটা অংশ, অর্থাৎ চুলের একটি lock.
• The Rape of the Lock:
- It is a narrative Poem.
- এটির প্রথম ভার্সন ১৭১২ সালে প্রকাশিত হয় consisted of two cantos.
- The final version, published in 1714, was expanded to five cantos.
- এটি একটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা।
- Heroic couplets ব্যবহার করে এটি রচনা করা হয়েছে।
- Belinda বা Arabella Fermor নামের এক মেয়ে এখানে প্রধান চরিত্র যার চুলের বেনি বা একগুচ্ছ চুল কেটে ফেলে অপর একজন যুবক Baron বা Lord Petre.
- শেষ পর্যন্ত এই চুলের বেনী স্থান পায় নক্ষত্রলোকে ।
- দেবতা, যুদ্ধ বিগ্রহের বর্ণনাও আছে এতে।
- সামান্যকে অসামান্য, ক্ষুদ্রকে বৃহৎ, সংকীর্ণকে ব্যাপক করে তুলবার এই ক্ষমতার জন্যই পৌপ বিখ্যাত Mock- Heroic Poet হিসেবে।
• Alexander Pope:
- তিনি একজন English author.
- Alexander Pope is called Mock Heroic Poet.
- He is a poet of the Augustan Period.
- He is one of the most epigrammatic of all English authors.
• Famous works:
- An Epistle to Dr. Arbuthnot,
- An Essay on Criticism,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- The Dunciad,
- The New Dunciad,
- The Rape of the Lock,
- Windsor-Forest.

0
Updated: 2 months ago
Who is the author of novel 'The Old Man and the Sea'?
Created: 3 weeks ago
A
Mark Twain
B
G.B Shaw
C
Ernest Hemingway
D
F. Scott Fitzgerald
The Old Man and the Sea
-
লেখক: Ernest Hemingway
-
ধরণ: Short heroic novel
-
প্রকাশ: ১৯৫২
-
কেন্দ্রীয় চরিত্র: Santiago, একজন বৃদ্ধ কিউবান জেলে
সংক্ষিপ্ত বিবরণ:
-
সান্তিয়াগো ৮৪ দিন ধরে কোনো মাছ ধরতে পারেননি। তার শিষ্য Manolin পরিবার বাধ্য করলেও সান্তিয়াগোর পাশে থেকে সহায়তা করে।
-
সান্তিয়াগো বিশ্বাস করে ভাগ্য এবার বদলাবে এবং তার ছোট নৌকা নিয়ে গভীর সমুদ্রে যায়।
-
তিনি একটি বিশাল Marlin মাছ ধরেন এবং টানা তিন দিন ধরে তার সঙ্গে লড়াই করেন।
-
মাছটি ধরে নৌকায় বেঁধে ফেরার পথে হাঙরের আক্রমণে মাছের মাংস সব খেয়ে ফেলা হয়, শুধু কঙ্কাল বাঁচে।
-
বন্দরে ফিরে লোকজন মাছের কঙ্কাল দেখে অবাক হয়, এবং Manolin সান্তিয়াগোকে জীবিত দেখে স্বস্তি পায়। তারা পুনরায় একসাথে মাছ ধরার সিদ্ধান্ত নেয়।
চরিত্রসমূহ:
-
Santiago
-
The Marlin
-
Manolin
-
Joe DiMaggio
-
Perico
-
Martin
Ernest Hemingway (1899–1961)
-
জন্ম: July 21, 1899, Illinois, USA
-
মৃত্যু: July 2, 1961
-
তিনি একজন প্রখ্যাত ঔপন্যাসিক এবং ছোটগল্পকার।
-
লেখার ধরন: সংক্ষিপ্ত, স্পষ্ট গদ্যশৈলী, যা ২০ শতকে American ও British সাহিত্যে প্রভাব ফেলেছে।
-
The Old Man and the Sea এর জন্য ১৯৫২ সালে Pulitzer Prize পেয়েছিলেন।
বিখ্যাত উপন্যাসসমূহ:
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
For Whom the Bell Tolls
-
Green Hills of Africa
উৎস:

0
Updated: 3 weeks ago
"The Passionate Shepherd to His Love" is written by:
Created: 1 week ago
A
William Shakespeare
B
Edmund Spenser
C
Thomas kyd
D
Christopher Marlowe
“The Passionate Shepherd to His Love” হলো Christopher Marlowe রচিত একটি বিখ্যাত pastoral poem, যা ১৫৯৯ সালে প্রকাশিত হয়। কবিতাটিতে এক ‘উত্সুক রাখাল’ তার প্রেয়সীকে অনুরোধ জানায়, যেন সে গ্রামীণ প্রকৃতির মাঝে তার সঙ্গে এসে বসবাস করে। এতে প্রকৃতি, প্রেম ও আদর্শিক গ্রামীণ জীবনের রোমান্টিক চিত্র তুলে ধরা হয়েছে।
Christopher Marlowe:
-
তিনি একজন Elizabethan poet এবং University Wit দলের অন্যতম সদস্য ছিলেন।
-
Shakespeare-এর আগে তিনিই ছিলেন ইংরেজি নাটকের সর্বাধিক গুরুত্বপূর্ণ রচয়িতা।
-
ইংরেজি নাটকে dramatic blank verse-এর প্রতিষ্ঠার জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
তার উল্লেখযোগ্য নাটক ও রচনা:
-
Doctor Faustus
-
Hero and Leander
-
Tamburlaine the Great
-
The Jew of Malta

0
Updated: 1 week ago
Choose the correct sentence using "died in":
Created: 4 weeks ago
A
He died in a car crash last night.
B
He died in a fever last night.
C
He died in cancer last night.
D
He died in an injury last night.
Correct Answer: He died in a car crash last night।
-
দুর্ঘটনায় মারা গেলে, হাসপাতালে মারা গেলে, শান্তিতে মারা গেলে (ঘুমে), বা যুদ্ধে মারা গেলে died verb-এর সাথে preposition in ব্যবহৃত হয়।
Die verb-এর সঙ্গে ব্যবহৃত Prepositions ও তাদের অর্থ:
01. By:
-
সহিংস পদ্ধতি বা মাধ্যম দ্বারা মারা যাওয়া বোঝাতে by ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
তরবারি, গুলি বা সহিংসতার মাধ্যমে:
-
He died by the sword.
-
সে তরবারির আঘাতে মারা যায়।
-
-
They died by gunfire.
-
তারা গুলিতে মারা গেছে।
-
-
-
02. Of / From:
-
রোগ, ক্ষুধা, আঘাত বা বয়সজনিত কারণে মারা গেলে of বা from ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
রোগ বা দুর্বলতার কারণে:
-
She died of cancer / from cancer.
-
সে ক্যান্সারে মারা গেছে।
-
-
-
ক্ষুধা বা পিপাসায়:
-
They died of hunger / thirst.
-
তারা ক্ষুধা / পিপাসায় মারা গেছে।
-
-
-
আঘাত বা ইনজুরির কারণে:
-
The cyclist died from his injuries.
-
সাইকেল আরোহী তার আঘাতে মারা গেছে।
-
-
-
বয়সজনিত কারণে:
-
She died of old age.
-
সে বার্ধক্যে মারা গেছে।
-
-
-
03. For:
-
কোনো উদ্দেশ্য, কারণ বা কারো জন্য আত্মত্যাগ বোঝাতে for ব্যবহৃত হয়।
-
উদাহরণ:
-
দেশের জন্য মারা যাওয়া:
-
He died for his country.
-
সে তার দেশের জন্য মারা গেছে।
-
-
-
বিশ্বাস বা ন্যায়ের জন্য:
-
They died for justice.
-
তারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে।
-
-
-
04. At:
-
ঝুঁকিপূর্ণ জায়গা বা মুহূর্ত বোঝাতে at ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
He died at the scene of the explosion.
-
সে বিস্ফোরণের স্থানেই মারা যায়।
-
-
Source:

0
Updated: 4 weeks ago