A
A prison lock
B
A treasure chest
C
A lock of hair
D
A hair ornament
উত্তরের বিবরণ
"The Rape of the Lock" কবিতাটির শিরোনামে "lock" শব্দটি দিয়ে বোঝানো হয়েছে বেলিন্ডার চুলের একটি কাটা অংশ, অর্থাৎ চুলের একটি lock.
• The Rape of the Lock:
- It is a narrative Poem.
- এটির প্রথম ভার্সন ১৭১২ সালে প্রকাশিত হয় consisted of two cantos.
- The final version, published in 1714, was expanded to five cantos.
- এটি একটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা।
- Heroic couplets ব্যবহার করে এটি রচনা করা হয়েছে।
- Belinda বা Arabella Fermor নামের এক মেয়ে এখানে প্রধান চরিত্র যার চুলের বেনি বা একগুচ্ছ চুল কেটে ফেলে অপর একজন যুবক Baron বা Lord Petre.
- শেষ পর্যন্ত এই চুলের বেনী স্থান পায় নক্ষত্রলোকে ।
- দেবতা, যুদ্ধ বিগ্রহের বর্ণনাও আছে এতে।
- সামান্যকে অসামান্য, ক্ষুদ্রকে বৃহৎ, সংকীর্ণকে ব্যাপক করে তুলবার এই ক্ষমতার জন্যই পৌপ বিখ্যাত Mock- Heroic Poet হিসেবে।
• Alexander Pope:
- তিনি একজন English author.
- Alexander Pope is called Mock Heroic Poet.
- He is a poet of the Augustan Period.
- He is one of the most epigrammatic of all English authors.
• Famous works:
- An Epistle to Dr. Arbuthnot,
- An Essay on Criticism,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- The Dunciad,
- The New Dunciad,
- The Rape of the Lock,
- Windsor-Forest.

0
Updated: 2 weeks ago
Why is Elizabeth considered Austen’s best heroine?
Created: 19 hours ago
A
Her physical beauty
B
Her wealth
C
Her wit and independence
D
Her submissiveness
Elizabeth তার বুদ্ধি, ব্যঙ্গাত্মক রসিকতা ও আত্মসম্মানের জন্য জনপ্রিয়। সে Collins ও Darcy-এর প্রথম প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজের সিদ্ধান্তে অটল থাকে। Austen তাকে এমন নারী হিসেবে আঁকেন, যিনি প্রেমে স্বাধীনতা ও সমতার দাবি করেন। এজন্য Elizabeth-কে Austen-এর সর্বশ্রেষ্ঠ নায়িকা বলা হয়।

0
Updated: 19 hours ago
Sidney believed that poetry teaches better than:
Created: 3 months ago
A
Music and art
B
Mathematics
C
Philosophy and history
D
Religion
Sidney বিশ্বাস করতেন যে কবিতা দর্শন (philosophy) এবং ইতিহাসের চেয়ে বেশি ভালো শেখায়। কারণ দর্শন অনেক সময় কঠিন এবং Abstract (ধারণাগত) হয়, যা সাধারণ মানুষ বুঝতে পারে না। ইতিহাস শুধু সত্য ঘটনা বলে, কিন্তু ভালো বা খারাপ আচরণের স্পষ্ট শিক্ষা দেয় না। তবে কবিতা গল্প এবং চরিত্রের মাধ্যমে সহজে এবং ভালোভাবে শিক্ষা দেয়। কবিতা মানুষকে ভালো হতে এবং বদলাতে সাহায্য করে, যা দর্শন এবং ইতিহাস একসাথে করতে পারে না। তাই Sidney-এর মতে, কবিতা দর্শন এবং ইতিহাসের চেয়ে ভালো শিক্ষাদান করে।

0
Updated: 3 months ago
T. S. Eliot was born in -
Created: 2 weeks ago
A
Ireland
B
England
C
USA
D
Scotland
T. S. Eliot
-
পূর্ণ নাম: Thomas Stearns Eliot
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর, ১৮৮৮, St. Louis, Missouri, USA
-
মৃত্যু: ৪ জানুয়ারি, ১৯৬৫, লন্ডন, ইংল্যান্ড
-
পরিচিতি: American-English poet, playwright, literary critic, editor
-
নোবেল পুরস্কার: ১৯৪৮ সালে সাহিত্যে
Notable Works:
Poems:
-
The Waste Land
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
Plays:
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trail of a Judge

0
Updated: 2 weeks ago