A
Rudyard Kipling
B
Alexander Pope
C
Edmund Burke
D
Daniel Defoe
উত্তরের বিবরণ
Friday চরিত্রটি সৃষ্টি করেছেন Daniel Defoe তার বিশ্ববিখ্যাত উপন্যাস "Robinson Crusoe"-তে।
Robinson Crusoe
-
রচনা: Daniel Defoe
-
প্রকাশ: 1719, London
-
প্রধান চরিত্র: Robinson Crusoe, যিনি কাহিনীর নায়ক এবং বর্ণনাকারী।
-
Crusoe সমুদ্রযাত্রায় বিপদের সম্মুখীন হন এবং প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য সংগ্রাম করেন।
-
গল্পে Crusoe বিভিন্ন স্থানে ভ্রমণ করেন, যেমন: পশ্চিম আফ্রিকার গিনি, ব্রাজিল, এবং ক্যারিবীয় দ্বীপপুঞ্জ।
-
তিনি জঙ্গলে বাস তৈরি করেন, ফসল উৎপাদন শুরু করেন, এবং স্থানীয় মানুষখেকোদের সঙ্গে লড়াই করেন।
-
শেষ পর্যন্ত Crusoe লন্ডনে ফিরে আসেন।
গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
Robinson Crusoe – নায়ক ও বর্ণনাকারী
-
Xury – Crusoe-এর সহচর ও একজন নাবিকের ছেলে
-
Friday – Crusoe যে "savage" কে ক্যানিবালদের হাত থেকে বাঁচান
-
The Captain of the Ship – Crusoe ও Xury কে উদ্ধারকারী
-
Captain's Widow – প্রথম captain-এর স্ত্রী, যিনি Crusoe কে সাহায্য করেন
Daniel Defoe
-
একজন English novelist, pamphleteer, এবং journalist
-
উল্লেখযোগ্য রচনা:
-
Robinson Crusoe
-
Captain Singleton
-
Colonel Jack
-
Moll Flanders
-

0
Updated: 2 weeks ago
Identify the author of The Vision of Judgement:
Created: 2 weeks ago
A
Lord Byron
B
John Donne
C
P. B. Shelley
D
Alexander Pope
The Vision of Judgement (১৮১২) ব্রিটিশ রোমান্টিক কবি ও ব্যঙ্গকার Lord Byron (পুরো নাম George Gordon Byron) রচিত একটি স্যাটায়ারিক কবিতা, যা Poet Laureate Robert Southey-র A Vision of Judgement-এর জবাবে লেখা। এতে irony, hyperbole ও sarcasm ব্যবহার করে রাজা জর্জ তৃতীয়-এর মৃত্যু, রাজতন্ত্র ও সমাজব্যবস্থাকে ব্যঙ্গ করা হয়েছে, পাশাপাশি রাজার প্রতি কিছু সমবেদনা প্রকাশ পেয়েছে।
বিখ্যাত রচনা: Childe Harold’s Pilgrimage, Don Juan, English Bards and Scotch Reviewers, She Walks in Beauty, Heaven and Earth।
উত্তর: Lord Byron

0
Updated: 2 weeks ago
Who is the central character of 'Wuthering Heights' by Emily Bronte?
Created: 1 month ago
A
Mr. Earnshaw
B
Catherine
C
Heathcliff
D
Hindley Earnshaw
Heathcliff ও 'Wuthering Heights'
‘Wuthering Heights’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৪৭ সালে, লেখিকা Emily Bronte এর ছদ্মনাম Ellis Bell ব্যবহার করে।
-
এটি একটি গথিক (Gothic) উপন্যাসের চমৎকার উদাহরণ।
-
এই উপন্যাসের ভাষা খুবই নাটকীয় ও কবিতার মতো সুন্দর। এখানে লেখিকা নিজে কোন মন্তব্য করেন না, বরং কাহিনীর চরিত্রদের মাধ্যমে গল্প সামনে এগিয়ে নিয়ে যান।
-
উপন্যাসটির গঠন বা স্ট্রাকচার অন্যদের থেকে আলাদা এবং ব্যতিক্রমধর্মী।
Heathcliff – উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র
-
Heathcliff একজন এতিম ছেলে, যাকে Earnshaw পরিবার আশ্রয় দেয়।
-
সেখানে সে Catherine Earnshaw নামের মেয়ের সাথে বড় হয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে।
-
কিন্তু Catherine ধনী Edgar Linton কে বিয়ে করে, যার ফলে Heathcliff হৃদয়ভঙ্গ হয়ে নিরুদ্দেশ হয়ে যায়।
-
কয়েক বছর পর সে ফিরে আসে অঢেল টাকা ও ক্ষমতা নিয়ে।
-
সে তখন Catherine-এর ভাই Hindley-এর কাছ থেকে Wuthering Heights বাড়িটি কিনে নেয়।
-
এরপর Catherine-এর ননদকে প্রেমের ভান করে বিয়ে করে, কারণ তার সম্পত্তির প্রতি আকর্ষণ ছিল।
-
তবে এই বিয়েটি বেশিদিন টেকে না।
-
এদিকে Catherine অসুস্থ হয়ে মারা যায় এবং তার ভাই Hindley-ও মারা যায়।
-
এরপর কাহিনী তাদের পরবর্তী প্রজন্মকে ঘিরে এগিয়ে চলে, যেখানে Heathcliff-এর সন্তান এবং Catherine-এর মেয়ে Cathy Linton–এর জীবন নিয়ে নতুন অধ্যায় শুরু হয়।
উপন্যাসের প্রধান চরিত্র
-
Heathcliff (মূল চরিত্র)
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Lockwood (গল্পের কথক)
Emily Bronte
-
তিনি ভিক্টোরিয়ান যুগের একজন গুরুত্বপূর্ণ ইংরেজ লেখিকা।
-
বিখ্যাত লেখিকা Charlotte Bronte-এর ছোট বোন।
-
তার একমাত্র উপন্যাস ‘Wuthering Heights’–এর মাধ্যমেই তিনি বিখ্যাত হন।
-
মাত্র ৩০ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
গুরুত্বপূর্ণ রচনাবলি
-
Poems by Currer, Ellis and Acton Bell
-
Wuthering Heights

0
Updated: 1 month ago
What was the main purpose of Sidney's An Apology for Poetry?
Created: 3 months ago
A
To teach how to write poetry
B
To explain Aristotle’s philosophy
C
To defend poetry against its critics
D
To praise modern drama
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।

0
Updated: 3 months ago