Who wrote The Taming of the Shrew?
A
Christopher Marlowe
B
Thomas Kyd
C
Ben Jonson
D
William Shakespeare
উত্তরের বিবরণ
• The Taming of the Shrew
- এটি William Shakespeare রচিত 5 acts বিশিষ্ট একটি কমেডি।
- The Taming of the Shrew is one of William Shakespeare's most well-known comedies.
- এই comedy টি ১৫৯০-১৫৯৪ সালের মাঝে কোনো এক সময়ে লেখা এবং ১৬২৩ সালে 'First Folio' -তে প্রথম মুদ্রিত হয়েছিল।
- এই comedy টি Katharina এবং Petruchio -এর মধ্যকার volatile courtship -এর বর্ণনা দেয়, Petruchio দৃঢ়প্রতিজ্ঞ যে কাথরিনার কিংবদন্তি রাগ নিয়ন্ত্রণ করবে এবং তার থেকে যৌতুক জিতবে।
• Summary
- কাথরিনা একজন দৃঢ়চেতা এবং তীক্ষ্ণ ভাষায় কথা বলা নারী, যিনি সমাজের নারীদের সম্পর্কে নির্ধারিত প্রত্যাশাগুলির সাথে মানিয়ে চলতে অস্বীকার করেন।
- চালাক Petruchio তাকে বিয়ে করে, এবং তাকে "বশীভূত" করার কাজটি শুরু করে এবং তাকে নিয়ন্ত্রণে আনতে অস্বাভাবিক এবং ধান্ধাবাজি পদ্ধতি ব্যবহার করে।
- একাধিক পরীক্ষা, ভুল বোঝাবুঝি, এবং হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে, নাটকটি সম্পর্কের জটিলতা এবং বিবাহে আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রাম তুলে ধরে।

0
Updated: 2 months ago
Identify the author of "To Autumn":
Created: 2 months ago
A
Ernest Hemingway
B
John Keats
C
Samuel Johnson
D
Ben Jonson
John Keats (১৭৯৫–১৮২১) ইংরেজ রোমান্টিক যুগের ‘Poet of Beauty’ নামে পরিচিত কবি। তাঁর কবিতায় জীবন্ত চিত্রকল্প, ইন্দ্রিয়গ্রাহ্য আবেদন এবং শাস্ত্রীয় উপাখ্যানের মাধ্যমে দার্শনিক প্রকাশ দেখা যায়। মাত্র ২৫ বছর বয়সে মৃত্যুবরণ করলেও তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত।
বিখ্যাত রচনা: On First Looking into Chapman’s Homer, Ode to Psyche, Ode on Melancholy, To Autumn, Bright Star, Lamia, Hyperion, The Eve of St. Agnes, La Belle Dame Sans Merci, Endymion।

0
Updated: 2 months ago
Which Bennet sister is most influenced by Lydia’s behavior?
Created: 1 month ago
A
Jane
B
Elizabeth
C
Kitty
D
Mary
Kitty Bennet ছোট বোন Lydia-র অনুকরণে বেপরোয়া ও ফ্লার্টেশাস হয়ে ওঠে। Lydia-র পালিয়ে যাওয়া তার জন্য বড় ধাক্কা। তবে শেষদিকে Kitty Elizabeth ও Jane-এর সঙ্গ বেশি পাওয়ায় তার আচরণ কিছুটা বদলায়। Austen দেখান—যুবতী মেয়েদের পরিবেশ ও সঙ্গীর প্রভাব কতটা গুরুত্বপূর্ণ। Lydia-র মতো নেতিবাচক প্রভাব থাকলে বিপদ আসে, আর Elizabeth-এর মতো ভালো রোল মডেল থাকলে উন্নতি সম্ভব।

0
Updated: 1 month ago
I know what your problem is. [Simple]
Created: 3 weeks ago
A
I know about your problem.
B
I know the problem what you have.
C
I know your problem.
D
I know you have a problem.
“What” যুক্ত complex sentence কে simple sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
যখন আমরা complex sentence যেমন I know what his name is কে simple sentence-এ রূপান্তর করি, তখন পদক্ষেপগুলো হলো:
-
মূল subject রাখতে হবে।
-
মূল verb রাখতে হবে।
-
What অপসারণ করতে হবে।
-
প্রদত্ত possessive রাখতে হবে।
-
possessive-এর পরে noun বসাতে হবে।
Structure:
Subject + verb + possessive + noun
উদাহরণ:
Complex: I know what his name is.
Simple: I know his name.
Complex: I know what your problem is.
Simple: I know your problem.
Source:

0
Updated: 3 weeks ago