A
Christopher Marlowe
B
Thomas Kyd
C
Ben Jonson
D
William Shakespeare
উত্তরের বিবরণ
• The Taming of the Shrew
- এটি William Shakespeare রচিত 5 acts বিশিষ্ট একটি কমেডি।
- The Taming of the Shrew is one of William Shakespeare's most well-known comedies.
- এই comedy টি ১৫৯০-১৫৯৪ সালের মাঝে কোনো এক সময়ে লেখা এবং ১৬২৩ সালে 'First Folio' -তে প্রথম মুদ্রিত হয়েছিল।
- এই comedy টি Katharina এবং Petruchio -এর মধ্যকার volatile courtship -এর বর্ণনা দেয়, Petruchio দৃঢ়প্রতিজ্ঞ যে কাথরিনার কিংবদন্তি রাগ নিয়ন্ত্রণ করবে এবং তার থেকে যৌতুক জিতবে।
• Summary
- কাথরিনা একজন দৃঢ়চেতা এবং তীক্ষ্ণ ভাষায় কথা বলা নারী, যিনি সমাজের নারীদের সম্পর্কে নির্ধারিত প্রত্যাশাগুলির সাথে মানিয়ে চলতে অস্বীকার করেন।
- চালাক Petruchio তাকে বিয়ে করে, এবং তাকে "বশীভূত" করার কাজটি শুরু করে এবং তাকে নিয়ন্ত্রণে আনতে অস্বাভাবিক এবং ধান্ধাবাজি পদ্ধতি ব্যবহার করে।
- একাধিক পরীক্ষা, ভুল বোঝাবুঝি, এবং হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে, নাটকটি সম্পর্কের জটিলতা এবং বিবাহে আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রাম তুলে ধরে।

0
Updated: 2 weeks ago
Setting of “Hamlet” is in-
Created: 6 days ago
A
Denmark
B
England
C
Scotland
D
Poland
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
No subjects available.
Setting and Central Characters of Hamlet:
-
The entire story is set in the royal court of Denmark, specifically at Elsinore Castle.
-
The central characters are members of the Danish royal family:
-
Hamlet – Prince of Denmark
-
Hamlet’s father – Former King of Denmark
-
Claudius – Current King of Denmark and Hamlet’s uncle
-
-
The plot revolves around the succession to the Danish throne.

0
Updated: 6 days ago
Why does Mr. Darcy initially consider Elizabeth “not handsome enough”?
Created: 20 hours ago
A
He prefers wealth over beauty
B
He compares her to Jane
C
He is blinded by his pride
D
He dislikes her wit
প্রথম নাচের আসরে Darcy Elizabeth-কে “not handsome enough” বলে প্রত্যাখ্যান করে। আসলে Darcy-র অহংকার তার সামাজিক মর্যাদা থেকে আসে। সে মনে করে Elizabeth তার তুলনায় নিচু শ্রেণির মেয়ে। Austen এখানে দেখান কীভাবে social pride আসল সৌন্দর্যকে অন্ধ করে দেয়। পরে Darcy বুঝতে পারে Elizabeth-এর আসল আকর্ষণ তার বুদ্ধি, চোখের প্রাণশক্তি ও নৈতিক শক্তিতে। এভাবেই তার দৃষ্টিভঙ্গি বদলায় এবং Pride থেকে Humility-তে যাত্রা শুরু হয়।

0
Updated: 20 hours ago
What was the first working title of Pride and Prejudice?
Created: 20 hours ago
A
The Bennet Sisters
B
First Impressions
C
Marriage and Morality
D
Pride Before Love
Jane Austen প্রথমে উপন্যাসটির নাম রেখেছিলেন First Impressions (১৭৯৬ সালে লেখা শুরু হয়)। নামটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ উপন্যাসে প্রায় সব চরিত্রই প্রথম ধারণার উপর ভিত্তি করে অন্যদের বিচার করে।
Elizabeth Darcy-কে অহংকারী ভাবে, আর Darcy Elizabeth-কে “not handsome enough” মনে করে। এই ভুল ধারণাই গল্পের মূল দ্বন্দ্ব সৃষ্টি করে। পরে প্রকাশক নাম পরিবর্তন করে Pride and Prejudice রাখেন। নতুন নামও উপন্যাসের কেন্দ্রীয় দ্বন্দ্বকে প্রতিফলিত করে—Darcy’র Pride আর Elizabeth-এর Prejudice।

0
Updated: 20 hours ago