A
The Duchess of Malfi
B
Volpone
C
Doctor Faustus
D
As You Like It
উত্তরের বিবরণ

0
Updated: 2 weeks ago
The Excursion is written by -
Created: 2 weeks ago
A
Shelley
B
Keats
C
Wordsworth
D
Blake
• The Excursion
- William Wordsworth এর একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা, যা প্রথম প্রকাশিত হয় 1814 সালে।
- কবিতাটির প্রতিটি চরিত্র জীবনের বিভিন্ন দর্শন, সমাজ এবং আধ্যাত্মিকতার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
- কবিতার পটভূমি ইংল্যান্ডের Lake District, যা চরিত্রগুলোর ভাবনার প্রেক্ষাপট এবং প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
- পুরো কবিতায় মানুষের জীবন, প্রকৃতির চিকিৎসাশক্তি, এবং কল্পনা ও স্মৃতির ভূমিকা নিয়ে গভীর দার্শনিক আলোচনা রয়েছে।
• William Wordsworth:
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি।
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত।
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)।
• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.

0
Updated: 2 weeks ago
Who wrote The Taming of the Shrew?
Created: 2 weeks ago
A
Christopher Marlowe
B
Thomas Kyd
C
Ben Jonson
D
William Shakespeare
• The Taming of the Shrew
- এটি William Shakespeare রচিত 5 acts বিশিষ্ট একটি কমেডি।
- The Taming of the Shrew is one of William Shakespeare's most well-known comedies.
- এই comedy টি ১৫৯০-১৫৯৪ সালের মাঝে কোনো এক সময়ে লেখা এবং ১৬২৩ সালে 'First Folio' -তে প্রথম মুদ্রিত হয়েছিল।
- এই comedy টি Katharina এবং Petruchio -এর মধ্যকার volatile courtship -এর বর্ণনা দেয়, Petruchio দৃঢ়প্রতিজ্ঞ যে কাথরিনার কিংবদন্তি রাগ নিয়ন্ত্রণ করবে এবং তার থেকে যৌতুক জিতবে।
• Summary
- কাথরিনা একজন দৃঢ়চেতা এবং তীক্ষ্ণ ভাষায় কথা বলা নারী, যিনি সমাজের নারীদের সম্পর্কে নির্ধারিত প্রত্যাশাগুলির সাথে মানিয়ে চলতে অস্বীকার করেন।
- চালাক Petruchio তাকে বিয়ে করে, এবং তাকে "বশীভূত" করার কাজটি শুরু করে এবং তাকে নিয়ন্ত্রণে আনতে অস্বাভাবিক এবং ধান্ধাবাজি পদ্ধতি ব্যবহার করে।
- একাধিক পরীক্ষা, ভুল বোঝাবুঝি, এবং হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে, নাটকটি সম্পর্কের জটিলতা এবং বিবাহে আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রাম তুলে ধরে।

0
Updated: 2 weeks ago
What is the final resolution of the novel?
Created: 19 hours ago
A
Lydia reforms completely
B
Darcy marries Caroline
C
Elizabeth and Darcy marry
D
Wickham gains wealth
উপন্যাসের সব দ্বন্দ্ব শেষে Elizabeth Darcy-এর দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করে। তাদের বিয়ে Pride ও Prejudice উভয়ের জয়। পাশাপাশি Jane–Bingley-এর বিয়েও ঘটে। Austen উপন্যাসের শেষাংশে দেখান—প্রেম ও আত্মসংশোধনের মাধ্যমে সামাজিক বাধা অতিক্রম করা যায়। এভাবেই সুখী সমাপ্তি ঘটে।

0
Updated: 19 hours ago