The Silent Woman is written by -
A
John Webster
B
Alexander Pope
C
Ben Jonson
D
John Dryden
উত্তরের বিবরণ
• The Silent Woman:
- এটি Ben Jonson রচিত।
- এটি একটি play.
- The play is about a man named Dauphine, who creates a scheme to get his inheritance from his uncle Morose.
- The plan involves setting Morose up to marry Epicoene, a boy disguised as a woman
• Ben Jonson:
- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাকে Father of Comedy of Humours বলা হয়।
• Famous Plays:
- The Silent Woman,
- Every Man in His Humour,
- Every Man out of His Humour,
- Sejanus,
- The Alchemist,
- The Poetaster,
- Volpone.

0
Updated: 2 months ago
‘What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet’ -who said this?
Created: 2 months ago
A
Juliet
B
Romeo
C
Portia
D
Rosalind
‘Romeo and Juliet’
🔹 উক্তি:
“What’s in a name? That which we call a rose
By any other name would smell as sweet.”
— এই বিখ্যাত লাইনটি উইলিয়াম শেকসপিয়ারের ‘Romeo and Juliet’ নাটক থেকে নেওয়া হয়েছে।
— নাটকের Act II, Scene II-তে জুলিয়েট, রোমিও-কে উদ্দেশ্য করে এই কথা বলেন।
🔹 Romeo and Juliet নাটক:
— এটি শেকসপিয়ারের একটি প্রেমের নাটক।
— নাটকটির পটভূমি ইতালির ভেরোনা শহর।
— রোমিও এবং জুলিয়েট দুই ভিন্ন পরিবারের সদস্য – রোমিও Montague পরিবারের এবং জুলিয়েট Capulet পরিবারের।
— এই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা চলছিল।
— নানা ঘটনা এবং ভুল বোঝাবুঝির কারণে শেষ পর্যন্ত রোমিও ও জুলিয়েট দুজনেই মারা যায়। এটি একটি দুঃখজনক প্রেম কাহিনি।
🔹 মূল চরিত্রসমূহ:
-
Romeo (নায়ক)
-
Juliet (নায়িকা)
-
Count Paris
-
Tybalt
-
Friar Lawrence
🔹 আরও কিছু বিখ্যাত উক্তি:
-
“If love be rough with you, be rough with love;
Prick love for pricking, and you beat love down.” -
“Parting is such sweet sorrow that I shall say goodnight till it be morrow.”
🔹 William Shakespeare সম্পর্কে:
— শেকসপিয়ারের জন্ম ২৩ এপ্রিল ১৫৬৪ সালে এবং মৃত্যু ২৩ এপ্রিল ১৬১৬ সালে।
— তিনি Stratford-upon-Avon শহরে জন্মগ্রহণ করেন।
— তিনি ছিলেন একজন ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
— তাকে "ইংল্যান্ডের জাতীয় কবি" বলা হয় এবং তিনি "Bard of Avon" নামেও পরিচিত।
— তিনি ৩৭টি নাটক ও ১৫৪টি সনেট রচনা করেছেন।
🔹 অন্যান্য নাটকের নায়িকারা:
-
Portia — ‘The Merchant of Venice’ নাটকের প্রধান নারী চরিত্র।
-
Rosalind — ‘As You Like It’ নাটকের প্রধান নারী চরিত্র।

1
Updated: 2 months ago
The Pilgrim's Progress is written by -
Created: 1 month ago
A
Samuel Butler
B
William Congreve
C
John Bunyan
D
Alexander Pope
The Pilgrim's Progress
-
রচনা: John Bunyan, 1678
-
ধরন: Religious allegory prose
-
সময়কাল: Neoclassical Period
-
বিষয়: জীবনের ধ্বংস ও নৈতিক যাত্রার প্রতীকী কাহিনি, Puritan religious outlook প্রকাশ
-
জনপ্রিয়তা: বাইবেলের পর জনপ্রিয়তম Christian allegory
John Bunyan
-
জন্ম: 1628
-
Restoration period-এর English minister, preacher, author
Notable Works
-
The Pilgrim’s Progress, Grace Abounding, The Holy War, The Life and Death of Mr. Badman

0
Updated: 1 month ago
From which poem is the line "April is the cruellest month" taken?
Created: 4 weeks ago
A
Ozymandias
B
Ode to a Nightingale
C
The Waste Land
D
The Prelude
“April is the cruellest month” লাইনটি নেওয়া হয়েছে T. S. Eliot-এর বিখ্যাত কবিতা The Waste Land থেকে। এটি আধুনিক কবিতার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, যেখানে প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী মানবজীবনের হতাশা, বিভ্রান্তি ও আধ্যাত্মিক শূন্যতাকে উপস্থাপন করা হয়েছে।
-
The Waste Land একটি দীর্ঘ কবিতা, রচয়িতা T. S. Eliot।
-
কবিতার মোট লাইন সংখ্যা ৪৩৩।
-
কবিতাটি উৎসর্গ করা হয়েছিল আরেকজন খ্যাতিমান আধুনিক কবি Ezra Pound-কে।
-
এটি ২০শ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা, যা Eliot-কে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।
-
কবিতার মূল আলোচ্য বিষয় হলো প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ভাঙন ও মানবসমাজের আধ্যাত্মিক সংকট।
T. S. Eliot (Thomas Stearns Eliot)
-
জন্ম: ২৬ সেপ্টেম্বর ১৮৮৮, সেন্ট লুইস, মিসৌরি, যুক্তরাষ্ট্র।
-
মৃত্যু: ৪ জানুয়ারি ১৯৬৫, লন্ডন।
-
তিনি ২০শ শতকের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে স্বীকৃত।
-
১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
তাঁর উল্লেখযোগ্য কবিতা:
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
তাঁর উল্লেখযোগ্য নাটক:
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trial of a Judge

0
Updated: 4 weeks ago