"It is impossible to love and be wise" — Who said it?
A
George Bernard Shaw
B
Jane Austen
C
Charlotte Bronte
D
Francis Bacon
উত্তরের বিবরণ
"It is impossible to love and be wise" — উক্তিটি বলেছেন Francis Bacon, তার প্রবন্ধ “Of Love” থেকে নেওয়া।
Francis Bacon
-
পুরো নাম: Francis Bacon, Viscount Saint Alban
-
উপাধি: Sir Francis Bacon
-
পেশা: Essayist, lawyer, statesman, philosopher
-
বিশেষত্ব: English ভাষার একজন দক্ষ লেখক; প্রবন্ধে দার্শনিক ও বাস্তবজ্ঞানসমৃদ্ধ বক্তব্যের জন্য প্রসিদ্ধ
বিখ্যাত উক্তি
-
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
-
“Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
-
“It is impossible to love and to be wise.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
"Wonder is the seed of knowledge."
-
"A false friend is more dangerous than an open enemy."
-
"Beauty itself is but the sensible image of the Infinite."
-
"Silence is the sleep that nourishes wisdom."
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
Advancement of Learning
-
Commentarius Solutus
-
De Sapientia Veterum
-
Instauratio Magna
-
Novum Organum
-
The New Atlantis

0
Updated: 2 months ago
At large means -
Created: 1 month ago
A
In the end
B
Freely
C
Comfortable
D
Immediately
At large (Phrase):
-
English Meaning: (especially of a criminal or dangerous animal) at liberty; escaped or not yet captured / Freely.
-
Bangla Meaning: মুক্ত বা স্বাধীনভাবে।
Complete Sentence:
-
Birds fly at large in the sky.
-
Bangla Meaning: পাখি মুক্ত/স্বাধীনভাবে আকাশে উড়ে বেড়ায়।
উৎস:

0
Updated: 1 month ago
"Gerontion" is a poem by-
Created: 2 months ago
A
T.S. Eliot
B
W.B.Yeats
C
Mathew Arnold
D
Robert Browning
'Gerontion' কবিতাটি লিখেছেন T. S. Eliot
এই কবিতায় যুদ্ধকে একটি প্রধান বিষয় হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি ধর্ম ও রাজনৈতিক পরিবর্তনের কথাও উঠে এসেছে।
এই কবিতায় ১৯১৯ সালের বিভিন্ন ঘটনার প্রভাব রয়েছে এবং Eliot তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধ, ধর্ম ও রাজনীতিকে জটিলভাবে তুলে ধরেছেন।
এই কবিতাটি আটটি স্তবকে (stanza) বিভক্ত, তবে প্রতিটি স্তবকে পঙ্ক্তির সংখ্যা সমান নয়।
• T. S. Eliot বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে পরিচিত।
তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে:
– The Waste Land (1922)
– Four Quartets
– The Hollow Men
– Ash Wednesday ইত্যাদি।
• তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে:
– Murder in the Cathedral
– The Cocktail Party
– The Trail of a Judge ইত্যাদি।
Source: Britannica, An ABC of English Literature (Dr. M. Mofizar Rahman), poemanalysis.com

0
Updated: 2 months ago
Why is Lydia’s elopement with Wickham dangerous for the Bennet family?
Created: 1 month ago
A
It ruins their wealth
B
It destroys their reputation
C
It angers Lady Catherine
D
It separates Jane and Bingley
১৮শ শতকের ইংল্যান্ডে মেয়ের পালিয়ে যাওয়া পুরো পরিবারের মান নষ্ট করত। Lydia যখন Wickham-এর সঙ্গে পালিয়ে যায়, Bennet পরিবারের সামাজিক সম্মান নষ্ট হয়। এতে Jane ও Elizabeth-এর বিয়ের সম্ভাবনাও হুমকির মুখে পড়ে। Darcy গোপনে Wickham-কে টাকা দিয়ে বিয়ে করতে বাধ্য করে, যাতে পরিবার বাঁচে। Austen দেখাতে চান—একজনের ভুল পুরো পরিবারের জন্য বিপদ ডেকে আনতে পারে।

0
Updated: 1 month ago