A
George Bernard Shaw
B
Jane Austen
C
Charlotte Bronte
D
Francis Bacon
উত্তরের বিবরণ
"It is impossible to love and be wise" — উক্তিটি বলেছেন Francis Bacon, তার প্রবন্ধ “Of Love” থেকে নেওয়া।
Francis Bacon
-
পুরো নাম: Francis Bacon, Viscount Saint Alban
-
উপাধি: Sir Francis Bacon
-
পেশা: Essayist, lawyer, statesman, philosopher
-
বিশেষত্ব: English ভাষার একজন দক্ষ লেখক; প্রবন্ধে দার্শনিক ও বাস্তবজ্ঞানসমৃদ্ধ বক্তব্যের জন্য প্রসিদ্ধ
বিখ্যাত উক্তি
-
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
-
“Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
-
“It is impossible to love and to be wise.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
"Wonder is the seed of knowledge."
-
"A false friend is more dangerous than an open enemy."
-
"Beauty itself is but the sensible image of the Infinite."
-
"Silence is the sleep that nourishes wisdom."
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
Advancement of Learning
-
Commentarius Solutus
-
De Sapientia Veterum
-
Instauratio Magna
-
Novum Organum
-
The New Atlantis

0
Updated: 2 weeks ago
Prose in romance 'Le Morte d'Arthur' is written by -
Created: 4 months ago
A
Sir Thomas Malory
B
Chaucer
C
William Langland
D
Alfred Tennyson
English
English Literature
Periods of english literature
The middle english period (1066-1500)
No subjects available.
Le Morte d'Arthur
- ইংরেজি সাহিত্যের প্রথম রোমান্সধর্মী রচনা বা English prose version of the Arthurian legend হচ্ছে 'Le Morte d' Arthur'/ Morte d' Arthur.
- Sir Thomas Malory এটি 1470 সালে সালে রচনা করেন এবং ১৪৮৫ সালে William Caxton এটি প্রকাশ করেন।
- It retells the adventures of the knights of the Round Table in chronological sequence from the birth of Arthur.
- সাহিত্যটির একটি মাত্র সংস্করণ বর্তমানে বিদ্যমান যেটি British Library, London এ সংরক্ষিত আছে। - Sir Thomas Malory 'Middle English Period' এর লেখক।
- 'Middle English Period' এর সময়কাল হচ্ছে ১০৬৬-১৫০০ সাল।
- এ যুগের অন্যান্য লেখক হচ্ছে: John Wycliffe, John Gower, Geoffrey Chaucer, William Langland.
- উল্লেখ্য যে, 'Morte D' Arthur' নামে ভিক্টোরিয়ান যুগের কবি Alfred Tennyson এর একটি কবিতা রয়েছে।
Source: Britannica and An ABC of English Literature. by Dr M Mofizar Rahman.

0
Updated: 4 months ago
What is a limerick in literature?
Created: 1 week ago
A
A five-line humorous poem with a specific rhyme
B
An eight-line love poem
C
A six-line ballad sung with music
D
A Japanese poetic form
English
English Grammar
English Literature
Limerick
Periods of english literature
No subjects available.
Limerick
Definition:
-
English: A light or humorous five-line poem.
-
Bangla: কৌতুকপূর্ণ পঞ্চপদী ছড়া।
-
এটি একটি পাঁচ লাইনের মজার ছড়া, যার রাইম স্কিম aabba।
-
সাধারণত হাস্যরসপূর্ণ, অল্প বোকামি বা কিছুটা রূঢ় কণ্ঠের হতে পারে।
-
ইংরেজিতে লিমেরিকের প্রথম সংকলন প্রায় 1820 সালের দিকে প্রকাশিত হয়।
Example of a Limerick
There was an Old Man who supposed
That the street door was partially closed;
But some very large rats
Ate his coats and his hats,
While that futile Old Gentleman dozed.
Sources:
-
Britannica
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 week ago
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!" - Who quoted it?
Created: 2 weeks ago
A
John Keats
B
T.S. Eliot
C
P.B. Shelley
D
John Milton
উক্তি:
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!"
-
উদ্ধৃতির উৎস: “Ode to the West Wind”
-
কবি: Percy Bysshe Shelley
বিস্তারিত আলোচনা:
-
প্রকাশকাল: ১৮২০
-
কবিতায় Shelley West Wind এর কাছে তাঁর নিজেকে প্রেরণা ও শক্তি দেওয়ার আহ্বান জানান।
-
কবিতার প্রতীকী ভাষা এবং আবেগময় চিত্রায়ণ এটিকে Romantic Period-এর এক শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে দাঁড় করায়।
-
কবি Cascine wood, Florence, Italy তে এই কবিতা রচনা করেন।
-
কেউ কেউ মনে করেন, কবিটি Shelley এর পুত্র William এর মৃত্যুশোকে উৎসর্গিত।
-
কবিতায় West Wind-এর বিপ্লবী শক্তি এবং প্রাকৃতিক প্রভাবকে সমাদর করা হয়েছে, এবং এটি ব্যক্তিগত ও সামাজিক পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
কবি Percy Bysshe Shelley এর অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা:
-
Poems: Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci
সারসংক্ষেপ:
এই উক্তি Shelley-এর আবেগ, মানবদুর্দশা এবং প্রাকৃতিক শক্তির প্রতি তাঁর সমর্পণ প্রকাশ করে, যা Romantic কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

0
Updated: 2 weeks ago