১৫) ধর্মমঙ্গল কাব্যে কোন কাহিনির কথা উল্লেখ আছে?
A
রামায়ণ কাহিনি
B
কৃষ্ণলীলার কথা
C
লাউসেনের কাহিনি
D
সীতার বনবাস কাহিনি
উত্তরের বিবরণ
ধর্মমঙ্গল কাব্য
রচয়িতা ও শ্রেষ্ঠ কবি
-
আদি কবি: ময়ূর ভট্ট (কাব্যের নিদর্শন পাওয়া যায়নি)
-
শ্রেষ্ঠ কবি: ঘনরাম চক্রবর্তী
-
উল্লেখযোগ্য কবি: রূপরাম, সীতারাম দাস
কাব্যের বিভাজন ও বিষয়বস্তু
ধর্মমঙ্গল কাব্য মূলত দুটি পালায় বিভক্ত:
১. রাজা হরিশ্চন্দ্রের কাহিনি
২. লাউসেনের সংগ্রামী জীবন
অন্যান্য কবি
-
আদি রূপরাম
-
খেলারাম চক্রবর্তী
-
মানিকরাম
-
রূপরাম চক্রবর্তী প্রমুখ
উৎস
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক
-
বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
কোনটি শামসুর রাহমানের রচনা?
Created: 3 months ago
A
নিরন্তর ঘণ্টাধ্বনি
B
নির্জন স্বাক্ষর
C
নিরালোকে দিব্যরথ
D
নির্বাণ
বাংলা কবিতার আধুনিক ধারায় যাঁরা গভীর প্রভাব ফেলেছেন, শামসুর রাহমান তাঁদের মধ্যে অন্যতম। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে তিনি জন্মগ্রহণ করেন।
তাঁর পৈত্রিক নিবাস ছিল রায়পুর থানার পাড়াতলী গ্রামে। বিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা কাব্যসাহিত্যে তিনি হয়ে ওঠেন এক অনন্য নাম।
কবি শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
-
নিরালোকে দিব্যরথ (প্রকাশকাল: ১৯৬৮)
-
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
-
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে
-
রৌদ্র করোটিতে
-
বিধ্বস্ত নীলিমা
-
নিজ বাসভূমে
-
বন্দী শিবির থেকে
-
ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
-
আমি অনাহারী
-
প্রতিদিন ঘরহীন ঘরে
-
উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ
-
বুক তার বাংলাদেশের হৃদয়
-
হরিণের হাড়
-
তুমি নিঃশ্বাস তুমি হৃদস্পন্দন ইত্যাদি
📖 শামসুর রাহমানের উপন্যাসসমূহ:
-
অক্টোপাস
-
নিয়ত মন্তাজ
-
এলো সে অবেলায়
অন্যান্য সাহিত্যিক ও তাঁদের রচনা:
-
সেলিনা হোসেন – বিশিষ্ট কথাসাহিত্যিক; তাঁর রচিত ‘নিরন্তর ঘণ্টাধ্বনি’ একটি প্রভাবশালী উপন্যাস।
-
জীবনানন্দ দাশ – আধুনিক বাংলা কবিতার এক নিভৃতচারী কবি; তাঁর লেখা ‘নির্জন স্বাক্ষর’ একটি চমৎকার কবিতা যা কাব্যিক নিঃসঙ্গতার প্রতিচ্ছবি বহন করে।
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 3 months ago
'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?
Created: 2 months ago
A
ধূমকেতু
B
বিদ্রোহী
C
প্রলয়োল্লাস
D
অগ্রপথিক
অগ্নিবীণা কাব্যগ্রন্থ:
-
‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার বই।
-
এই কাব্যের সবচেয়ে বিখ্যাত কবিতা হলো ‘বিদ্রোহী’।
-
‘বিদ্রোহী’ কবিতার কারণে কাজী নজরুল ইসলাম ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত হন।
-
‘অগ্নিবীণা’ বইয়ের প্রথম কবিতার নাম ‘প্রলয়োল্লাস’।
-
এই কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেছেন।
অগ্নিবীণায় মোট ১২টি কবিতা রয়েছে:
১. প্রলয়োল্লাস
২. বিদ্রোহী
৩. রক্তাম্বর-ধারিণী মা
৪. আগমণী
৫. ধূমকেতু
৬. কামাল পাশা
৭. আনোয়ার
৮. রণভেরী
৯. শাত-ইল-আরব
১০. খেয়াপারের তরণী
১১. কোরবানী
১২. মহররম

0
Updated: 2 months ago
কোন কবিতাটি 'অগ্নিবীণা' কাব্যের নয়?
Created: 4 weeks ago
A
প্রলয়োল্লাস
B
ধূমকেতু
C
রণভেরী
D
যৌবনের গান
অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ
-
রচয়িতা: কাজী নজরুল ইসলাম
-
উল্লেখযোগ্য: প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ
-
বিখ্যাত কবিতা: বিদ্রোহী (যার জন্য তিনি ‘বিদ্রোহী কবি’ হিসেবে পরিচিত হন)
-
উৎসর্গ: বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ
-
মোট কবিতা: ১২
কাব্যগ্রন্থের কবিতাসমূহ:
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
প্রবন্ধ: যৌবনের গান

0
Updated: 4 weeks ago