১৪) প্রহসন বাংলা সাহিত্যের কোন যুগের নাট্যধারা?
A
আদি যুগ
B
মধ্যযুগ
C
আধুনিক যুগ
D
পাল যুগ
উত্তরের বিবরণ
প্রহসন — বাংলা সাহিত্যের আধুনিক নাট্যধারা
আধুনিক যুগের সাহিত্য
-
১৮০০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ।
-
এই কলেজের পাঠ্যপুস্তক রচনার মধ্য দিয়েই বাংলা সাহিত্য প্রবেশ করে আধুনিক যুগে।
-
আখ্যানকাব্য, মহাকাব্য, নাটক-প্রহসন, গীতিকাব্য এবং সংবাদপত্র/সাময়িকপত্রের মাধ্যমে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্যের দরবারে প্রবেশ করে।
-
আধুনিক যুগের সাহিত্যকীর্তির বিস্তারের কারণে এ যুগের সামগ্রিক সাহিত্যসৃষ্টির পরিচয় দেওয়া প্রায় অসম্ভব।
প্রধান রূপ ও সম্ভার
-
উপন্যাস: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন আহমেদ।
-
কবিতা: কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, জয় গোস্বামী।
-
নাটক: দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য, সেলিম আলদীন।
-
মহাকাব্য: মাইকেল মধুসূদন দত্ত।
-
সর্বশ্রেষ্ঠ প্রতিভা: রবীন্দ্রনাথ ঠাকুরও আধুনিক যুগেরই ফসল।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 months ago
বাংলা নাটক প্রথম অভিনীত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৭৯৫ সালে
B
১৭৯০ সালে
C
১৭৯৮ সালে
D
১৮৯৫ সালে
বাংলা নাটকের উৎস ও বিকাশ
-
আঠারো শতকের শেষদিকে নেপালে বাংলা নাটক রচিত ও অভিনীত হয়।
-
তবে বাংলা নাট্যসাহিত্যের ইতিহাসে এসব নাটক কেবল কৌতূহল সৃষ্টির মধ্যেই সীমাবদ্ধ ছিল, অন্য কোনো প্রভাব বিস্তার করতে পারেনি।
-
বাংলা নাটকের প্রথম অভিনয় অনুষ্ঠিত হয় ১৭৯৫ সালে।
-
রুশদেশীয় আগন্তুক হেরাসিম লেবেডফ কলকাতায় প্রথম ‘বেঙ্গল থিয়েটার’ নামে একটি রঙ্গালয় স্থাপন করেন।
-
তিনি The Disguise ও Love is the best Doctor নাটকগুলো বাংলা ভাষায় অনুবাদ করে এদেশীয় অভিনেতাদের দ্বারা অভিনয় করান।
-
এতে ভারতচন্দ্র রচিত গান সংযোজিত ছিল।
-
১৮৩১ সালে প্রসন্নকুমার ঠাকুর কলকাতায় ‘হিন্দু থিয়েটার’ প্রতিষ্ঠা করেন, যা প্রথম বাংলা নাট্যাভিনয়ের উপযোগী রঙ্গমঞ্চ।
-
সেখানে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের বিদ্যাসুন্দর অংশের নাট্যরূপ* অভিনীত হয়।
-
বাংলা মৌলিক নাটক রচনার সূচনা ঘটে ১৮৫২ সালে।
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 1 month ago
“মুখরা রমণী বশীকরণ” নাটকটি কোন নাটকের অনুবাদ?
Created: 2 weeks ago
A
The Silver Box
B
The Taming of the Shrew
C
You Never Can Tell
D
The Tempest
মুনীর চৌধুরী ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, নাট্যকার এবং সাহিত্যসমালোচক, যিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সাহিত্যকর্মে সামাজিক, রাজনৈতিক এবং ভাষা আন্দোলনের প্রভাব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
মুনীর চৌধুরীর জীবনের গুরুত্বপূর্ণ তথ্য:
জন্ম ও পৈতৃক নিবাস: ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন, পৈতৃক নিবাস নোয়াখালী।
১৯৫২ ভাষা আন্দোলন: ভাষা আন্দোলনের পটভূমিতে তিনি কারাবন্দী অবস্থায় ১৯৫৩ সালে "কবর" নাটক রচনা করেন, যা তাঁর অন্যতম বিখ্যাত রচনা।
বাংলা টাইপরাইটার উদ্ভাবন:
১৯৬৫ সালে তিনি কেন্দ্রীয় বাঙলা উন্নয়ন বোর্ডের উদ্যোগে বাংলা টাইপরাইটারের জন্য একটি উন্নতমানের কী-বোর্ড উদ্ভাবন করেন, যার নাম "মুনীর অপ্টিমা"।
রচিত নাটকসমূহ:
মৌলিক নাটক:
"কবর" (১৯৫৩): ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত নাটক, বাংলা নাটকের ইতিহাসে বিশেষ স্থান অধিকারী।
"রক্তাক্ত প্রান্তর": পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে লেখা।
"মানুষ": ১৯৪৬ সালের সাম্প্রদায়িক দাঙ্গা উপজীব্য।
"নষ্ট ছেলে": রাজনৈতিক চেতনাসমৃদ্ধ নাটক।
"পলাশী ব্যারাক ও অন্যান্য": রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত।
"দণ্ডকারণ্য": তিনটি নাটকের সমন্বয়ে নির্মিত।
"রাজার জন্মদিন": রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে রচিত নাটক।
অনুবাদ নাটক:
"কেউ কিছু বলতে পারে না" (১৯৬৯): জর্জ বার্নার্ড শর-এর "You Never Can Tell" নাটকের বাংলা অনুবাদ।
"রূপার কৌটা" (১৯৬৯): জন গলজওয়র্দির "The Silver Box" নাটকের বাংলা অনুবাদ।
"মুখরা রমণী বশীকরণ" (১৯৭০): উইলিয়াম শেকসপিয়ারের "The Taming of the Shrew" নাটকের বাংলা অনুবাদ।

0
Updated: 2 weeks ago
'কমলে কামিনী' নাটকটি কে রচনা করেছেন?
Created: 5 months ago
A
জসীম উদ্দীন
B
দ্বিজেন্দ্রলাল রায়
C
দীনবন্ধু মিত্র
D
মাইকেল মধুসূদন দত্ত
• 'কমলে কামিনী' নাটক:
- 'কমলে কামিনী' (১৮৭৩) দীনবন্ধু মিত্রের সর্বশেষ নাটক।
- এই নাটকের পটভূমি কাছাড় অঞ্চল। চরিত্রগুলি সবই অভিজাত বংশীয় তবে দুর্বল।
- উল্লেখযোগ্য চরিত্র: রাজা, সমরকেতু শশাঙ্কশেখর, গান্ধারী, সুশীলা, সুরবালা।
• দীনবন্ধু মিত্র:
- দীনবন্ধু মিত্র ১৮৩০ খ্রিষ্টাব্দে নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন।
- তাঁর সাহিত্য জীবনের শুরু কবিতা দিয়ে। তিনি ঈশ্বর গুপ্তের অনুপ্রেরণায় কবিতা লিখেন।
- দীনবন্ধু মিত্র কবিতা দিয়ে সাহিত্যজীবনের শুরু করলেও নাট্যকার রুপে সমাধিক খ্যাত।
• দীনবন্ধু মিত্রের উল্লেখযোগ্য নাটক:
- নীল দর্পণ
- নবীন তপস্বিনী,
- লীলাব্তী,
- জামাই বারিক,
- কমলে কামিনী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 5 months ago