A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
মোতাহের হোসেন চৌধুরী
C
কাজী মোতাহার হোসেন
D
প্রমথ চৌধুরী
উত্তরের বিবরণ
"লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।"
-
উক্তিটি মোতাহের হোসেন চৌধুরীর ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ থেকে নেওয়া।
-
‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ:
-
এই প্রবন্ধটি তাঁর ‘সংস্কৃতি কথা’ গ্রন্থের ‘মনুষ্যত্ব’ শীর্ষক প্রবন্ধের অংশ।
-
লেখক মানুষের জীবনকে দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন:
জীবসত্তা = নিচের তলা, মানবসত্তা বা মনুষ্যত্ব = উপরের তলা।
জীবসত্তার ঘর থেকে মানবসত্তার তলায় উঠবার মই হচ্ছে শিক্ষা; শিক্ষাই আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যায়।
মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩–১৯৫৬):
-
শিক্ষাবিদ ও লেখক, জন্ম নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে।
-
তাঁর গদ্যশৈলীতে প্রমথ চৌধুরী ও রবীন্দ্রনাথ এর প্রভাব লক্ষ্য করা যায়।
-
রচনায় সংস্কৃতি, ধর্ম, মানবতাবোধ ও মানুষের জীবনাচরণের মৌলিক বিষয়গুলো তিনি সংজ্ঞায়িত ও উন্মোচিত করেছেন।
প্রধান গ্রন্থসমূহ:
-
সংস্কৃতি কথা (১৯৫৮) – প্রধান প্রবন্ধ গ্রন্থ
-
সুখ (১৯৬৫) – বার্ট্রান্ড রাসেলের Conquest of Happiness এর অনুবাদ
-
সভ্যতা (১৯৬৫) – ক্লাইভ বেলের Civilization এর ভাবানুবাদ
প্রবন্ধসমূহ:
-
আমাদের দৈন্য
-
আদেশপন্থী ও অনুপ্রেরণাপন্থী
-
মুসলমান সাহিত্যিকদের চিন্তাধারা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।'-কার উক্তি?
Created: 4 days ago
A
মীর মশাররফ হোসেনের
B
ইসমাইল হোসেন সিরাজীর
C
রবীন্দ্রনাথ ঠাকুরের
D
কাজী নজরুল ইসলামের
‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।’— উক্তিটি মীর মশাররফ হোসেনের আমাদের শিক্ষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
মীর মশাররফ হোসেন
মীর মশাররফ হোসেন ছিলেন উনিশ শতকের একজন খ্যাতনামা ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তাঁকে বঙ্কিমচন্দ্র যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী এবং বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ বলা হয়।
-
জন্ম: ১৩ নভেম্বর ১৮৪৭, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে।
-
পিতা: মীর মোয়াজ্জেম হোসেন (একজন জমিদার)।
-
শিক্ষা: শৈশবে বাড়ির মুনশির কাছে আরবি ও ফারসি শেখার মাধ্যমে শিক্ষাজীবনের সূচনা।
-
সম্পাদনা: আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকা সম্পাদনা করেছিলেন।
সাহিত্যকর্ম
নাটক:
-
বসন্তকুমারী
-
জমীদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
-
টালা অভিনয়
উপন্যাস:
-
বিষাদ-সিন্ধু
গ্রন্থ:
-
উদাসীন পথিকের মনের কথা
-
গাজী মিয়াঁর বস্তানী
আত্মজীবনীমূলক রচনা:
-
আমার জীবনী
-
কুলসুম জীবনী
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 4 days ago
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’ উক্তিটি কার?
Created: 2 weeks ago
A
প্রমথ চৌধুরী
B
রাজা রামমোহন রায়
C
কাজী মোতাহার হোসেন
D
মীর মশররাফ হোসেন
প্রমথ চৌধুরী
-
উক্তি:
-
"সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত" – (‘বই পড়া’ প্রবন্ধ থেকে)
-
অন্যান্য বিখ্যাত উক্তি:
-
“ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়”
-
“যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়”
-
-
-
সাহিত্যিক পরিচিতি:
-
বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনাকারী
-
গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক
-
ইতালীয় সনেটের প্রবর্তক
-
ছদ্মনাম: বীরবল
-
সম্পাদকত্ব: সবুজপত্র (১৯১৪), বিশ্বভারতী, রূপ ও রীতি, অলকা
-
-
কাব্যগ্রন্থ:
-
সনেট পঞ্চাশৎ
-
পদচারণ
-
-
গল্পগ্রন্থ:
-
চার ইয়ারি কথা
-
আহুতি
-
নীললোহিত
-
গল্প সংগ্রহ
-
-
প্ৰবন্ধগ্রন্থ:
-
তেল-নুন-লকড়ী
-
বীরবল-এর হালখাতা (চলিত রীতির প্রথম গদ্য রচনা)
-
নানাকথা
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
"সকলেই কবি নয়, কেউ কেউ কবি।"-উক্তিটি কার?
Created: 2 weeks ago
A
বুদ্ধদেব বসু
B
জীবনানন্দ দাশ
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
বিহারীলাল চক্রবর্তী
জীবনানন্দ দাশের প্রবন্ধ ‘কবিতার কথা’
-
উক্তি: "সকলেই কবি নয়, কেউ কেউ কবি।"
-
বিখ্যাত কিছু পঙ্ক্তি:
-
"পাখির নীড়ের মত চোখ তুলে বনলতা সেন" – (বনলতা সেন)
-
"আবার আসিব ফিরে ধানসিড়ি নদীটির তীরে" – (আবার আসিব ফিরে)
-
"বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর" – (বাংলার মুখ)
-
"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা" – (বনলতা সেন)
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago