'সওগাত' পত্রিকার সম্পাদক কে?
A
মোজাম্মেল হক
B
মোহাম্মদ আকরম খাঁ
C
মোহাম্মদ নাসিরুদ্দিন
D
আবুল কালাম শামসুদ্দিন
উত্তরের বিবরণ
'সওগাত' পত্রিকা:
-
১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) অগ্রহায়ণ মাসে মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হয়।
-
কাজী নজরুল ইসলাম ছিলেন সওগাতের প্রধান লেখকদের একজন।
- তিনি করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থাকাকালীন ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ নামে একটি ছোট গল্প পাঠান।
- এটিই তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখা। -
সওগাতের অন্যান্য প্রধান লেখক: বেগম রোকেয়া, কাজী আবদুল ওদুদ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ, আবুল ফজল।
-
এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরও এতে লিখেছেন।
অন্য পত্রিকা ও সম্পাদক:
-
মোহাম্মদ মোজাম্মেল হক – 'মোসলেম ভারত'
-
মোহাম্মদ আকরাম খাঁ – সাপ্তাহিক 'মোহাম্মদী'
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
প্রথম বাংলা দৈনিক পত্রিকা কোনটি?
Created: 2 months ago
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
সংবাদ প্রভাকর
D
বঙ্গদর্শন
ঈশ্বরচন্দ্র গুপ্ত ও সংবাদ প্রভাকর
-
ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২-১৮৫৯):
-
কবি ও সাংবাদিক
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু
-
বাংলা সাহিত্যে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত – সমকালের সামাজিক ও ঐতিহাসিক বিষয় নিয়ে লিখলেও ভাষা, ছন্দ ও অলঙ্কার মধ্যযুগীয়
-
ব্যঙ্গ-বিদ্রূপ তাঁর রচনার বিশেষত্ব
-
-
সংবাদ প্রভাকর:
-
১৮৩১ সালে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রতিষ্ঠা
-
১৮৩৯ সাল থেকে দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ
-
বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা
-
-
অন্য সাহিত্যিক কীর্তি:
-
কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার ও প্রকাশ
-
অন্যান্য সম্পাদিত পত্রিকা: সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন, সংবাদ সাধুরঞ্জন
-
-
অন্য তথ্য:
-
বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র: সমাচার দর্পণ
-
বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র: দিগদর্শন
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
’সুধাকর দল’ কী?
Created: 4 days ago
A
সুধাকর পত্রিকা ঘিরে মুসলিম কবি সাহিত্যিকদের সঙ্ঘ
B
ঊনিশ শতকের স্বার্থান্বেষী লেখকযোষ্ঠী
C
বিদ্যাসাগর অনুরাগী সাধু ভাষাপন্থী পন্ডিতদল
D
বঙ্কিম অনুরাগী চলিত ভাষাপন্থী পন্ডিতদল
‘সুধাকর’ পত্রিকা উনিশ শতকের শেষভাগে মুসলিম সমাজে বুদ্ধিবৃত্তিক ও সাহিত্যিক জাগরণের এক গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। সে সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সহ বহু হিন্দু বুদ্ধিজীবী তাঁদের রচনায় মুসলমান সমাজ ও সংস্কৃতির বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতেন। এরই প্রতিবাদে ‘সুধাকর’ পত্রিকা সাহসিকতার সঙ্গে কলম ধরেছিল।
-
পত্রিকাটিতে ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, সমাজ ও সাহিত্য— এসব বিষয়ে বিশদ আলোচনা ছাড়াও মৌলিক সাহিত্যকর্ম প্রকাশ করা হতো।
-
এটি মুসলমান সমাজে আত্মমর্যাদা, ঐতিহ্যবোধ ও বৌদ্ধিক জাগরণ সৃষ্টি করে।
-
‘সুধাকর’ পত্রিকার চারপাশে একদল শিক্ষিত ও প্রগতিশীল মুসলিম লেখক একত্রিত হন, যাঁদের ‘সুধাকর দল’ নামে অভিহিত করা হয়।
-
এই দলটির মাধ্যমে বাংলা ভাষায় মুসলমান লেখকদের সাহিত্যিক অভিব্যক্তি ও সমাজচেতনা সুসংগঠিতভাবে বিকশিত হয়।
-
ফলে ‘সুধাকর’ কেবল একটি সাময়িকী নয়, বরং বাংলার মুসলিম পুনর্জাগরণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

0
Updated: 4 days ago
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
Created: 1 month ago
A
সাধনা
B
বঙ্গদর্শন
C
সংবাদ প্রভাকর
D
ভারতী
সংবাদ প্রভাকর:
-
সংবাদ প্রভাকর ছিল একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা।
-
প্রথম প্রকাশ: ১৮৩১ সালের ২৮ জানুয়ারি, শুক্রবার (১৬ মাঘ, ১২৩৭ বঙ্গাব্দ)।
-
প্রকাশক: ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২–১৮৫৯)।
-
পত্রিকা প্রকাশে পাথুরিয়া ঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
-
ঈশ্বরচন্দ্র গুপ্তের মৃত্যুর কারণে ১৮৩২ সালের ২৫ মে প্রকাশিত ৬৯তম সংখ্যার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
-
মৃত্যুর চার বছর পর তিনি পুনরায় সংবাদ প্রভাকর প্রকাশের উদ্যোগ গ্রহণ করেন।
-
১৮৩৬ সালের ১০ আগস্ট থেকে পত্রিকাটি বারত্রয়িক রূপে প্রকাশিত হতে থাকে।
-
পুনরায় পত্রিকা প্রকাশে পাথুরিয়াঘাটার ঠাকুর পরিবার সহযোগিতা প্রদান করে।
-
১৮৩৯ সালের ১৪ জুন, ‘সংবাদ প্রভাকর’ বাংলায় প্রকাশিত সর্বপ্রথম দৈনিক পত্রিকা হিসেবে আবির্ভূত হয়।
অন্য পত্রিকা ও সম্পাদক:
-
সাধনা: সম্পাদক সুধীন্দ্রনাথ দত্ত
-
বঙ্গদর্শন: সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
ভারতী: সম্পাদক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

0
Updated: 1 month ago