A
মো. ইসমাইল চৌধুরী
B
মো. মোবাশ্বের চৌধুরী
C
মো. এহসানুল হক
D
মো. গোলাম সারোয়ার
উত্তরের বিবরণ
সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মো. গোলাম সারোয়ার। (আগস্ট, ২০২৫)
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।

0
Updated: 2 weeks ago
(প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিলো) সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
Created: 1 month ago
A
মালদ্বীপ
B
শ্রীলংকা
C
নেপাল
D
ভুটান
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
[প্রশ্নে অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। চিহ্নিত উত্তরটি সঠিক নয়]
- সার্কভুক্ত দেশসমূহের মধ্যে একমাত্র আফগানিস্তানে বাংলাদেশের কোন দূতাবাস নেই।
- বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮১টি কূটনৈতিক মিশন চালু রয়েছে।
- এছাড়া আরও ১১টি নতুন মিশন স্থাপনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
- বাংলাদেশে ৫২টি বিদেশি দূতাবাস আছে।
সূত্র: প্রথম আলো পত্রিকা, ২৩ অক্টোবর ২০২৩।

0
Updated: 1 month ago