The Excursion is written by -
A
Shelley
B
Keats
C
Wordsworth
D
Blake
উত্তরের বিবরণ
• The Excursion
- William Wordsworth এর একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা, যা প্রথম প্রকাশিত হয় 1814 সালে।
- কবিতাটির প্রতিটি চরিত্র জীবনের বিভিন্ন দর্শন, সমাজ এবং আধ্যাত্মিকতার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
- কবিতার পটভূমি ইংল্যান্ডের Lake District, যা চরিত্রগুলোর ভাবনার প্রেক্ষাপট এবং প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
- পুরো কবিতায় মানুষের জীবন, প্রকৃতির চিকিৎসাশক্তি, এবং কল্পনা ও স্মৃতির ভূমিকা নিয়ে গভীর দার্শনিক আলোচনা রয়েছে।
• William Wordsworth:
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি।
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত।
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)।
• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.

0
Updated: 2 months ago
Which of the following words is in plural number?
Created: 1 month ago
A
Furniture
B
Information
C
Poultry
D
Poetry
Number (সংখ্যা)
সংজ্ঞা:
-
Number হলো কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে নির্দেশ করা।
প্রধান দুই প্রকার:
-
Singular Number (একবচন) – এক ব্যক্তি, এক বস্তু বা এক প্রাণী
-
Plural Number (বহুবচন) – একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী
বিশেষ নিয়মাবলী:
১. সবসময় Singular হিসেবে ব্যবহৃত কিছু শব্দ:
-
Information
-
Furniture
-
Scenery
-
Poetry
-
News
-
Athletics
২. সবসময় Plural হিসেবে ব্যবহৃত কিছু শব্দ:
-
Cattle
-
People
-
Police
-
Folk
-
Swine
-
Vermin
উদাহরণ: Poultry is Plural Number
তথ্যসূত্র: Applied English Grammar and Composition – P. C. Das

0
Updated: 1 month ago
The 'Poet Laureate' is -
Created: 2 months ago
A
A classical poet
B
The best poet of the country
C
A winner of the Nobel Prize in poetry
D
The Court Poet of England
সঠিক উত্তর: ঘ) the Court Poet of England.
• Poet Laureate:
- This title first granted in England in the 17th century for poetic excellence.
- যিনি এই উপাধি লাভ করেন, তিনি ব্রিটিশ রাজপরিবারের একজন বেতনভুক্ত সদস্য হন, যদিও বর্তমানে তাঁর নির্দিষ্ট কোনো কবিতা-সংক্রান্ত দায়িত্ব নেই।
- "Poet Laureate" হচ্ছেন একটি দেশের সরকার-নিযুক্ত সরকারি কবি। ব্রিটেনে, যিনি এই উপাধি পান, তিনি বাকি জীবনের জন্য সরকারের পক্ষ থেকে সম্মানসূচক বেতন পান।
- ব্রিটেনে Poet Laureate পদটি ধারাবাহিকতার দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর সূচনা হয় ১৬১৬ সালে, যখন King James I, Ben Jonson কে একটি পেনশন প্রদান করেন।
• যুক্তরাষ্ট্রে ১৯৩৬ সালে এ ধরনের একটি পদ সৃষ্টি করা হয়, এবং বিশ্বের অনেক দেশেই একজন "Poet Laureate" বা জাতীয় কবির সমপর্যায়ের পদে কাউকে নিযুক্ত করা হয়।

0
Updated: 2 months ago
The line "Fools that will laugh on earth, most weep in hell" appears in which play?
Created: 1 month ago
A
The Tempest
B
Macbeth
C
Doctor Faustus
D
Othello
Line:
"Fools that will laugh on earth, most weep in hell" — appears in Doctor Faustus.
Doctor Faustus
-
Author: Christopher Marlowe
-
Full Title: The Tragicall History of D. Faustus
-
Published: 1604
-
Structure: 5 acts, tragedy
Summary:
Faustus, a scholar, sells his soul to Mephistopheles for 24 years of unlimited power. Despite opportunities to repent, he ultimately remains bound to his pact and is dragged to hell.
Important Characters:
-
Doctor Faustus
-
Mephistopheles
-
Lucifer
-
The Good Angel & The Evil Angel
-
Wagner
-
The Old Man
Notable Quotes:
-
"Pluck up your hearts, since fate still rests our friend."
-
"Fools that will laugh on earth, most weep in hell."
-
"Money can't buy love, but it improves your bargaining position."
-
"He that loves pleasure must for pleasure fall."
About Christopher Marlowe:
-
Elizabethan poet, called The Father of English Tragedy
-
Part of the University Wits
-
Other Works: The Jew of Malta, Tamburlaine the Great, Dido, Queen of Carthage
Note: The other options (The Tempest, Macbeth, Othello) are all by William Shakespeare.

0
Updated: 1 month ago