A
Shelley
B
Keats
C
Wordsworth
D
Blake
উত্তরের বিবরণ
• The Excursion
- William Wordsworth এর একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা, যা প্রথম প্রকাশিত হয় 1814 সালে।
- কবিতাটির প্রতিটি চরিত্র জীবনের বিভিন্ন দর্শন, সমাজ এবং আধ্যাত্মিকতার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরে।
- কবিতার পটভূমি ইংল্যান্ডের Lake District, যা চরিত্রগুলোর ভাবনার প্রেক্ষাপট এবং প্রেরণার উৎস হিসেবে কাজ করে।
- পুরো কবিতায় মানুষের জীবন, প্রকৃতির চিকিৎসাশক্তি, এবং কল্পনা ও স্মৃতির ভূমিকা নিয়ে গভীর দার্শনিক আলোচনা রয়েছে।
• William Wordsworth:
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি।
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত।
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)।
• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.

0
Updated: 2 weeks ago
In which war is A Farewell to Arms set?
Created: 5 days ago
A
World War I
B
World War II
C
The Spanish Civil War
D
The American Civil War
✦ A Farewell to Arms (উপন্যাস)
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯২৯
-
ধরণ: Novel, American literature classic
-
প্রেক্ষাপট: World War I (ক)
-
বৈশিষ্ট্য: Autobiographical elements, “arms” দ্বারা অস্ত্র এবং প্রেমিকার হাতের প্রতীক প্রকাশ
-
প্রধান চরিত্রসমূহ:
-
Lieutenant Frederic Henry (Protagonist)
-
Catherine Barkley
-
Helen Ferguson
-
Lieutenant Rinaldi
-
✦ Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
জন্ম: ইলিনয়, আমেরিকা
-
পরিচয়: Novelist, short-story writer
-
সাহিত্যিক বৈশিষ্ট্য: সংক্ষিপ্ত এবং স্পষ্ট গদ্যশৈলী, ২০ শতকে American এবং British সাহিত্যে প্রভাব
-
পুরস্কার: Nobel Prize in Literature ১৯৫৪ (The Old Man and The Sea)
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
For Whom the Bell Tolls
-
Green Hills of Africa
-
The Old Man and The Sea (Pulitzer Prize)
-

0
Updated: 5 days ago
'For God's sake hold your tongue and let me love' - This is taken from -
Created: 5 days ago
A
Romeo and Juliet
B
The Canonization
C
To His Coy Mistress
D
The Love Song of J. Alfred Prufrock
The Canonization (কবিতা)
-
লেখক: John Donne
-
লিখিতকাল: ১৫৯০
-
প্রকাশকাল: ১৬৩৩, Songs and Sonnets প্রথম edition-এ
-
বিষয়বস্তু:
-
কবিতার বক্তা তার প্রেমকে একটি পবিত্র সম্পর্ক হিসেবে উপস্থাপন করতে ধর্মীয় শব্দ ব্যবহার করেন।
-
প্রেমকে একটি elevated bond হিসেবে দেখানো হয়েছে, যা প্রায় Saintliness-এর সমতুল্য।
-
বিখ্যাত উক্তি
-
“For God's sake hold your tongue, and let me love”
-
“As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs.”
✦ John Donne (১৫৭২–১৬৩১)
-
পরিচয়: Renaissance যুগের কবি
-
বিশেষত্ব: Metaphysical poetry-এর জনক
-
উপাধি: Father of Metaphysical Poetry
-
পরিচিতি: Poet of Love and Religious
-
প্রভাব: রবীন্দ্রনাথ ঠাকুর Donne-এর কবিতায় অত্যন্ত প্রভাবিত ছিলেন।
✦ বিখ্যাত কবিতা
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning
✦ অন্যান্য উল্লেখযোগ্য কবিতা (উল্লেখের জন্য)
-
Romeo and Juliet — William Shakespeare
-
To His Coy Mistress — Andrew Marvell
-
The Love Song of J. Alfred Prufrock — T. S. Eliot

0
Updated: 5 days ago
Which theme is reinforced through Darcy’s transformation?
Created: 19 hours ago
A
Wealth as ultimate power
B
True love requires humility
C
Marriage is a duty
D
Women must obey men
Darcy প্রথমে অহংকারী ছিল। কিন্তু Elizabeth তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে নিজেকে বদলায়। Gardiner পরিবারকে ভদ্রভাবে গ্রহণ করা, Lydia–Wickham-এর বিয়ে ঠিক করা—এসব Darcy-র পরিবর্তনের প্রমাণ। Austen দেখান—প্রকৃত ভালোবাসা পাওয়া যায় যখন অহংকার ভেঙে বিনয় শেখা যায়। Darcy-র এই উন্নতিই কাহিনির মূল বার্তা।

0
Updated: 19 hours ago