A
Thomas Hardy
B
James Joyce
C
G.B. Shaw
D
Arthur Miller
উত্তরের বিবরণ
Candida নাটকটির মূল চরিত্র এবং এটি রচনা করেছেন বিশিষ্ট নাট্যকার George Bernard Shaw। নাটকটি 1894 সালে রচিত।
Candida:
-
এটি একটি কমেডি ধাঁচের নাটক।
-
কেন্দ্রীয় চরিত্র: Candida, যার স্বামী James Mavor Morell, একজন ধর্মযাজক।
-
নাটকে Candida-এর প্রতি আকৃষ্ট হয় তরুণ কবি Eugene Marchbanks, মনে করে Candida দাম্পত্য জীবনে সুখী নয়।
-
নাটকটি ত্রিভুজ প্রেমের গল্পের কেন্দ্রবিন্দুতে আবর্তিত।
প্রধান চরিত্র:
-
Candida
-
Miss Proserpine Garnett
-
The Reverend James Mavor Morell
-
The Reverend Alexander (Lexy) Mill
-
Mr. Burgess
-
Eugene Marchbanks
George Bernard Shaw:
-
জন্ম: 26 জুলাই 1856, ডাবলিন, আয়ারল্যান্ড
-
একজন বিখ্যাত আয়ারিশ নাট্যকার ও সাহিত্য সমালোচক
-
1925 সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন
-
উপাধি: The greatest modern English dramatist এবং The father of modern English literature
Shaw-এর নাটকগুলো সাধারণত সামাজিক সমস্যা, নৈতিক দ্বন্দ্ব ও মানব চরিত্রের জটিলতা নিয়ে রচিত। Candida তেও এই বিষয়গুলো সুন্দরভাবে ফুটে ওঠে।

0
Updated: 2 weeks ago
I have a ____ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal.
Created: 3 weeks ago
A
desire
B
hope
C
dream
D
Wish
প্রশ্নোক্ত
বাক্যটি মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণদের অধিকার আদায় আন্দোলনের নেতা Martin
Luther King-এর বিখ্যাত বক্তৃতা 'I have a dream' থেকে সরাসরি উদ্ধৃত। ২৮ আগস্ট ১৯৬৩
সালে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালে প্রদত্ত এক বক্তৃতায় তিনি এ উক্তিটি করেন।

0
Updated: 3 weeks ago
Why does Elizabeth reject Darcy’s first proposal?
Created: 20 hours ago
A
She dislikes his wealth
B
She is already engaged
C
She is offended by his pride
D
She loves Wickham
Darcy প্রথম প্রস্তাবে Elizabeth-এর পরিবারকে অপমান করে এবং নিজের অহংকার প্রকাশ করে। Elizabeth তার আত্মসম্মানকে আঘাতপ্রাপ্ত মনে করে। এজন্য সে রাগের সঙ্গে প্রস্তাব প্রত্যাখ্যান করে। Austen দেখান—নারীর সম্মান ও স্বাধীনতা বিয়েতে সবচেয়ে জরুরি। Elizabeth এই প্রত্যাখ্যানের মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করে।

0
Updated: 20 hours ago
They finally agreed to join the project.
Here, the underlined phrase is a/an-
Created: 1 week ago
A
Noun Phrase
B
Adjective Phrase
C
Adverbial Phrase
D
Prepositional Phrase
Noun Phrase (Infinitive Phrase Example)
• Complete Sentence:
-
English: They finally agreed to join the project.
-
Bangla: তারা শেষ পর্যন্ত প্রকল্পে যোগ দিতে সম্মত হলো।
-
Part of Speech: 'to join the project' → Noun Phrase
• Explanation:
-
"To join the project" একটি infinitive phrase (to + verb + object)।
-
Sentence-এ এটি verb (agreed) এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ noun-এর কাজ করছে।
-
প্রশ্নের উত্তর দিচ্ছে: "Agreed to what?" → to join the project
-
-
Infinitive marker যদি sentence-এর subject বা object হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি Noun Phrase।
• Noun Phrase Meaning:
-
যে শব্দ সমষ্টি noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
-
মূলত একটি noun বা pronoun এর কাজ করে।
-
কেবলমাত্র adjective দ্বারা modify হতে পারে।
• Noun Phrase-এর ভূমিকা (Position & Function):
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
Source:
A Passage to the English Language by S. M. Zakir Hussain

0
Updated: 1 week ago