Who created the character Candida?
A
Thomas Hardy
B
James Joyce
C
G.B. Shaw
D
Arthur Miller
উত্তরের বিবরণ
Candida নাটকটির মূল চরিত্র এবং এটি রচনা করেছেন বিশিষ্ট নাট্যকার George Bernard Shaw। নাটকটি 1894 সালে রচিত।
Candida:
-
এটি একটি কমেডি ধাঁচের নাটক।
-
কেন্দ্রীয় চরিত্র: Candida, যার স্বামী James Mavor Morell, একজন ধর্মযাজক।
-
নাটকে Candida-এর প্রতি আকৃষ্ট হয় তরুণ কবি Eugene Marchbanks, মনে করে Candida দাম্পত্য জীবনে সুখী নয়।
-
নাটকটি ত্রিভুজ প্রেমের গল্পের কেন্দ্রবিন্দুতে আবর্তিত।
প্রধান চরিত্র:
-
Candida
-
Miss Proserpine Garnett
-
The Reverend James Mavor Morell
-
The Reverend Alexander (Lexy) Mill
-
Mr. Burgess
-
Eugene Marchbanks
George Bernard Shaw:
-
জন্ম: 26 জুলাই 1856, ডাবলিন, আয়ারল্যান্ড
-
একজন বিখ্যাত আয়ারিশ নাট্যকার ও সাহিত্য সমালোচক
-
1925 সালে ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন
-
উপাধি: The greatest modern English dramatist এবং The father of modern English literature
Shaw-এর নাটকগুলো সাধারণত সামাজিক সমস্যা, নৈতিক দ্বন্দ্ব ও মানব চরিত্রের জটিলতা নিয়ে রচিত। Candida তেও এই বিষয়গুলো সুন্দরভাবে ফুটে ওঠে।

0
Updated: 2 months ago
A leader or orator who espoused the cause of the common people is called -
Created: 3 weeks ago
A
Populist
B
Autocrat
C
Demagogue
D
Bureaucrat
“A leader or orator who espoused the cause of the common people” is called Demagogue।
Demagogue (Noun):
-
English meaning: A political leader who tries to win support by using arguments based on emotion rather than reason.
-
Bangla meaning: যে রাজনৈতিক নেতা যুক্তিতর্ক উপস্থাপনের বদলে আবেগ উদ্দীপ্ত করে জনসাধারণকে খ্যাপানোর চেষ্টা করেন; বক্তৃতাবাগীশ নেতা।
Other options for comparison:
-
Populist: Believing in or supporting populism (a type of politics claiming to represent the opinions and wishes of ordinary people).
-
Bangla meaning: লোকানুবর্তী; লোকরঞ্জনবাদী।
-
-
Autocrat: A leader who has complete power.
-
Bangla meaning: সীমাহীন ক্ষমতার অধিকারী শাসক; একনায়ক; স্বৈরশাসক।
-
-
Bureaucrat: An official working in an organization or government department, especially one who follows rules too strictly.
-
Bangla meaning: সরকারি কর্মকর্তা; ক্ষমতাসীন আমলা; আমলাতন্ত্রবাদী ব্যক্তি।
-

0
Updated: 2 weeks ago
“O Captain! My Captain!” - was written to mourn the death of
Created: 1 month ago
A
P.B. Shelley
B
Martin Luther King Jr.
C
George Washington
D
Abraham Lincoln
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
“O Captain! My Captain!”
-
রচনা: Walt Whitman।
-
উদ্দেশ্য: আমেরিকান প্রেসিডেন্ট Abraham Lincoln-এর মৃত্যুতে লেখা elegy।
-
কাঠামো: তিন স্তবকের কবিতা।
-
প্রকাশ: ১৮৬৫ সালে।
Walt Whitman (1819–1892)
-
American poet, journalist, essayist।
-
বিখ্যাত রচনা: Leaves of Grass (1855, landmark in American literature)।
Famous Works
-
Leaves of Grass
-
O Captain! My Captain!
-
Drum-Taps
-
Songs of Myself
-
A Passage To India

0
Updated: 1 month ago
Who is the author of the play "Riders to the Sea"?
Created: 1 month ago
A
John Millington Synge
B
Dylan Thomas
C
Rudyard Kipling
D
Joseph Conrad
• The author of the play "Riders to the Sea" is – John Millington Synge.
• Riders to the Sea
-
One-act play by John Millington Synge
-
লেখা ১৯০৩ সালে, মঞ্চস্থ ১৯০৪ সালে
-
সমালোচকদের মতে, dramatic literature এর অন্যতম শ্রেষ্ঠ one-act play
-
কেন্দ্রীয় চরিত্র: Maurya
• Summary
-
নাটকটি আরান দ্বীপের জীবনচিত্র তুলে ধরে।
-
Maurya সমুদ্রের প্রতি ভয় ও শোকের সম্মুখীন হন।
-
পরিবারের বহু সদস্য, বিশেষ করে পুত্ররা, সমুদ্রের তীব্রতা ও অনিশ্চয়তার কারণে হারিয়ে যায়।
-
মানুষের দুর্বলতা এবং প্রকৃতির অসীম শক্তির মাঝে সংঘটিত সংঘর্ষ দেখানো হয়।
-
প্রতিটি ক্ষতি ও বিচ্ছেদের মধ্যে মৃত্যুর অনিবার্যতা স্পষ্ট।
• John Millington Synge (1871 - 1909)
-
Irish dramatist
• Famous Works
-
In the Shadow of the Glen (1903)
-
Riders to the Sea (1904)
-
The Well of the Saints (1905)
-
The Playboy of the Western World (1907)
-
The Tinker’s Wedding (1907)
-
Deirdre of the Sorrows (1910)
Source: An ABC of English Literature – Dr. M Mofizar Rahman, Britannica

0
Updated: 1 month ago