A
Jane Austen
B
Thomas Gray
C
Charles Dickens
D
G.B. Shaw
উত্তরের বিবরণ
সংক্ষেপ ব্যাখ্যা:
-
Oliver Twist চরিত্রটি সৃষ্টি করেছেন Charles Dickens।
-
এটি তার দ্বিতীয় উপন্যাস, প্রথম প্রকাশিত ১৮৩৭–১৮৩৯ সালে, এবং Victorian যুগের ইংল্যান্ডে দারিদ্র্য, শিশু শ্রম ও অনাথদের প্রতি অন্যায় চিত্রিত করে।
-
প্রধান চরিত্র: Oliver Twist, Fagin, Bill Sikes, Nancy, Agnes Fleming।
-
Dickens-এর ছদ্মনাম: Boz, তিনি Victorian সাহিত্যের একজন প্রধান সাহিত্যিক।

0
Updated: 2 weeks ago
Choose the adjective form of 'Miser'.
Created: 1 week ago
A
Miserably
B
Miser
C
Miserly
D
Misery
Adjective Form of ‘Miser’
• Answer:
-
গ) Miserly
• Miser (Noun)
-
English Meaning: A person who hoards wealth and spends as little money as possible
-
Bangla Meaning: কৃপণ; অর্থপিশাচ; বখিল; কঞ্জুস
• Adjective Form:
-
Miserly — ব্যয়কুণ্ঠ; কৃপণ
• Other Forms:
-
Miserable (Adjective)
-
Miserableness (Noun)
-
Miserably (Adverb)
• Related Word – Misery (Noun):
-
দুঃখযাতনা; দুর্গতি; দুর্দশা; যন্ত্রণা; মর্মপীড়া; মর্মযন্ত্রণা; দুরবস্থা
-
কথ্য অর্থে: সর্বদা দুর্দশাগ্রস্ত ও ঘ্যানঘ্যানে ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Oxford Dictionary

0
Updated: 1 week ago
_______ translated The Bible into English from Latin.
Created: 4 months ago
A
William Tyndale
B
John Wycliffe
C
Geoffrey Chaucer
D
Thomas More
English
English Literature
John Wycliffe (1324-1438)
The middle english period (1066-1500)
No subjects available.
John Wycliffe প্রথমবার ইংরেজি ভাষায় বাইবেল অনুবাদ করেন, যা ল্যাটিন ভাষা থেকে করা হয়েছিল। তিনি এই কাজটি বাইবেলকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য করেছিলেন, কারণ তখন পর্যন্ত বাইবেল শুধুমাত্র ল্যাটিন ভাষায় ছিল এবং সাধারণ জনগণের জন্য এটি উপলব্ধ ছিল না।
John Wycliffe translated The Bible into English from Latin.
- তিনি The Middle English Period (1066-1500) এর একজন সুপরিচিত লেখক।
- তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাসে একাধারে English theologian, philosopher, church reformer হিসেবেও পরিচিত।
- He was the promoter of the first complete translation of the Bible into English অর্থাৎ তিনি সর্বপ্রথম বাইবেল ল্যাটিন থেকে ইংরেজিতে সফল্ভাবে অনুবাদ করেছিলেন।
- তিনি ছিলেন Protestant Reformation এর অন্যতম অগ্রদূত।
- তাঁকে the father of English prose বলা হয়ে থাকে।
Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

0
Updated: 4 months ago
What does the word “Glean” mean?
Created: 1 week ago
A
To waste useful resources
B
To destroy crops completely
C
To scatter something widely
D
To obtain information slowly and with effort
Correct Answer: To obtain information slowly and with effort
Glean (verb)
English Meaning:
To obtain information, knowledge, etc., often with difficulty and usually from various sources.
Bangla Meaning:
ফসল তোলার পর মাঠে পড়ে থাকা শস্যদানা কুড়িয়ে নেওয়া; ফসল কুড়ানো; (রূপক) টুকরো খবর বা তথ্য সংগ্রহ করা।
Synonyms: Extract (টেনে বের করা), Gather (একত্রিত করা), Collect (সংগ্রহ করা), Amass (জড়ো করা/জমানো), Pick (গোছানো)।
Antonyms: Disperse (ছড়িয়ে দেওয়া), Divide (ভাগ করা), Spread (ছড়িয়ে দেওয়া), Scatter (বিক্ষিপ্ত করা), Disseminate (প্রচার করা/ছড়িয়ে দেওয়া)।
Other Forms:
-
Gleaner (noun): (ফসল/খবর) কুড়ানি।
-
Gleanings (noun): (রূপক) বিভিন্ন উৎস থেকে আহরিত টুকরো জ্ঞান বা তথ্য।
Other Options:
ক) To waste useful resources → “Glean” মানে সংগ্রহ করা, অপচয় করা নয়।
খ) To destroy crops completely → বিপরীত অর্থ। Glean মানে ফসল তোলার পর অবশিষ্টাংশ সংগ্রহ করা।
গ) To scatter something widely → Scattering মানে ছড়িয়ে দেওয়া, যা Glean-এর বিপরীত।
Example Sentences:
-
These figures have been gleaned from a number of studies.
-
They were not to glean their fields for stray grain, nor harvest the corners.
Source: Live MCQ lecture

0
Updated: 1 week ago