"Art for art's sake" was the slogan of -
A
Renaissance Period
B
Neoclassical Period
C
Victorian Period
D
Romantic Period
উত্তরের বিবরণ
• "Art for art's sake" was the slogan of - The Romantic Period.
- 1798 - 1832 is known as the Romantic period of English literature.
- The Romantic period began in 1798 with the publication of “Lyrical Ballads” a collection of romantic poems by William Wordsworth and S.T. Coleridge.
-The Romantic Period is the shortest period of English Literature, যার স্থায়িত্বকাল মাত্র ৩৪ বছর।
- ১৮৩২ সালে Reformation Act এর মাধ্যমে এই যুগের সমাপ্তি ঘটে।
- এই যুগকে 'Revival of Romanticism' ও বলা হয়ে থাকে because the romantic ideals of the Elizabethan Period revived during this period.

0
Updated: 2 months ago
Which character is most associated with irony in dialogue?
Created: 1 month ago
A
Mr. Bennet
B
Mr. Darcy
C
Wickham
D
Jane Bennet
Mr. Bennet ব্যঙ্গাত্মক স্বভাবের জন্য পরিচিত। তিনি প্রায়ই Mrs. Bennet-এর বোকামি নিয়ে রসিকতা করেন। তার irony পাঠককে আনন্দ দেয়, কিন্তু তার দায়িত্বহীনতা পরিবারের জন্য ক্ষতিকর হয়। Austen তার মাধ্যমে দেখান—ব্যঙ্গ বুদ্ধিদীপ্ত হলেও বাস্তব দায়িত্ব এড়িয়ে গেলে সমস্যা তৈরি হয়।

2
Updated: 1 month ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 2 months ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica

0
Updated: 2 months ago
Which of the following genres best describes H. G. Wells' novel "The Invisible Man"?
Created: 4 weeks ago
A
Historical Fiction
B
Gothic Romance
C
Science Fiction
D
Psychological Thriller
The Invisible Man হলো H. G. Wells-এর লেখা একটি বিখ্যাত Science Fiction Novel, যা প্রথম প্রকাশিত হয় ১৮৯৭ সালে। এটি বিজ্ঞানচর্চার সাফল্য ও বিপদের দ্বন্দ্বকে কেন্দ্র করে রচিত, যেখানে মানব মনের দুর্বলতা, নৈতিক অবক্ষয় এবং একাকীত্বের বিষয়গুলো গভীরভাবে ফুটে উঠেছে।
-
এটি H. G. Wells-এর অন্যতম জনপ্রিয় কাজ।
-
উপন্যাসে মূল চরিত্র Griffin, যিনি একজন প্রতিভাবান কিন্তু মানসিকভাবে অস্থির বিজ্ঞানী।
-
উপন্যাসে বিচ্ছিন্নতা, ক্ষমতা এবং বৈজ্ঞানিক পরীক্ষার পরিণতি নিয়ে আলোচনা করা হয়েছে।
সারসংক্ষেপ:
-
Griffin একটি পরীক্ষার মাধ্যমে অদৃশ্য হওয়ার ক্ষমতা অর্জন করে। এই শক্তি তাকে অসীম ক্ষমতা দেয়, কিন্তু একইসঙ্গে তাকে মানবিক মূল্যবোধ থেকে দূরে সরিয়ে দেয়।
-
অদৃশ্যতার ক্ষমতা ব্যবহার করে তিনি অপরাধে লিপ্ত হন এবং ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।
-
তাঁর লোভ, অসীম ক্ষমতার প্রতি আকর্ষণ এবং মানবিক মূল্যবোধের অভাব তাকে ধ্বংসের পথে নিয়ে যায়।
-
গল্পে দেখানো হয়েছে, বিজ্ঞান মানুষের জন্য শক্তি ও সম্ভাবনার দ্বার খুলে দিলেও তা ভুল ব্যবহৃত হলে ভয়াবহ পরিণতি ডেকে আনে।
H. G. Wells (Herbert George Wells):
-
তিনি একজন ইংরেজি novelist, journalist, sociologist এবং historian।
-
তিনি বিশেষভাবে বিখ্যাত তাঁর বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনির জন্য।
-
তাঁকে প্রায়শই The Father of Science Fiction বলা হয়।
-
তাঁর বিখ্যাত রচনা:
-
The Time Machine
-
The War of the Worlds
-
The Invisible Man
-
The Island of Doctor Moreau
-
The First Men on the Moon
-

0
Updated: 4 weeks ago