A
poem
B
novel
C
play
D
short story
উত্তরের বিবরণ
• The Solitary Reaper
- এটি William Wordsworth রচিত একটি কবিতা।
- যা ১৮০৭ সালে "Poems, in Two Volumes" সংকলনে প্রকাশিত হয়।
- এটি স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণীকে কেন্দ্র করে লেখা, যে একা একটি মাঠে কাজ করছে এবং Gaelic ভাষায় করুণ সুরে গান গাইছে।
- কবিতায় দেখা যায়, একটা তরুনী মেয়ে স্কটল্যান্ডের গ্রামীন পরিবেশে এবং পাহাড়ী এলাকায় একাকী কাজে মগ্ন।
- কাজের পাশাপাশী সে করুন দু:খের গান গুনগুনিয়ে গাইছে।
- 'The Solitary Reaper' বাংলা অর্থ একাকী আহরণকারী (যে ফসল কাটে)।
- এই কবিতাটি চারটি স্তবকে বিভক্ত, যা মূলত iambic tetrametre ছন্দে লেখা এবং সাধারণত ABABCCDD ছন্দমালার অনুসরণ করে।
• William Wordsworth:
- William Wordsworth রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি।
- তিনি ‘Poet of Nature’ নামে পরিচিত।
- তার বিখ্যাত কবিতা The Solitary Reaper (একাকী শস্য আহরণকারী)।
• তার অন্যান্য কবিতাগুলো হচ্ছে:
- Daffodils,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- Lucy etc.

0
Updated: 2 weeks ago
The Silent Woman is written by -
Created: 2 weeks ago
A
John Webster
B
Alexander Pope
C
Ben Jonson
D
John Dryden
• The Silent Woman:
- এটি Ben Jonson রচিত।
- এটি একটি play.
- The play is about a man named Dauphine, who creates a scheme to get his inheritance from his uncle Morose.
- The plan involves setting Morose up to marry Epicoene, a boy disguised as a woman
• Ben Jonson:
- তিনি একজন English writer.
- তিনি একাধারে English Stuart dramatist, lyric poet এবং literary critic.
- তাকে Father of Comedy of Humours বলা হয়।
• Famous Plays:
- The Silent Woman,
- Every Man in His Humour,
- Every Man out of His Humour,
- Sejanus,
- The Alchemist,
- The Poetaster,
- Volpone.

0
Updated: 2 weeks ago
The teacher asked the students _________.
Created: 5 days ago
A
to sat down
B
to sitting down
C
to sit down
D
to be sit down
Infinitive after Certain Verbs
-
কিছু verb এর পরে যদি আরেকটি verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to + verb) ব্যবহার করতে হবে।
-
এই verb গুলোর সাথে verb + ing ব্যবহার করা যায় না।
Common Verbs:
-
agree, want, arrange, decide, demand, require, forget, propose, manage, refuse, ask, ইত্যাদি
Example:
-
Correct: The teacher asked the students to sit down.
-
Incorrect: The teacher asked the students sitting down.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain

0
Updated: 5 days ago
One must take care of _____ health.
Created: 6 days ago
A
his
B
one's
C
their
D
their's
English
Completing Sentence
English Grammar
English Literature
The Adjective
The Pronoun
No subjects available.
Complete Sentence:
👉 One must take care of one's health.
ব্যাখ্যা:
-
প্রশ্নটি মূলত possessive pronoun-এর ব্যবহারের উপর ভিত্তি করে।
-
এখানে one একটি pronoun। এর possessive form হলো one's।
-
যখন one subject হিসেবে ব্যবহৃত হয়, তখন possessive adjective হিসেবেও সবসময় one's বসে।
-
তাই এখানে one's সঠিক উত্তর। অন্য কোনো possessive form যেমন his, her, their, it ব্যবহার করা যাবে না।
অন্য উদাহরণ:
-
He → possessive form his
-
She → possessive form her
-
Each / each of / anybody / everyone / no one / one of → possessive adjective হিসেবে his/her ব্যবহৃত হয়।

0
Updated: 6 days ago