A
As You Like It
B
King Lear
C
The Merchant of Venice
D
Othello
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ঘ) Othello
বিস্তারিত ব্যাখ্যা:
Othello:
-
রচনা করেছেন William Shakespeare।
-
এটি একটি tragedy।
-
মূল চরিত্র: Othello, ভেনিসের একজন সেনাপতি।
-
Desdemona হলো নায়িকা।
-
Iago হলো নাটকের প্রধান villain, যিনি Othello-কে প্ররোচিত করে Desdemona-এর প্রতি অতিরিক্ত সন্দেহ তৈরি করতে।
-
নাটকটি মানুষের ইর্ষা, বিশ্বাসঘাতকতা, এবং সামাজিক অবস্থার প্রভাব নিয়ে লেখা।
Important characters:
-
Othello
-
Desdemona
-
Brabantio
-
Iago
-
Cassio
-
Emilia
William Shakespeare:
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
English poet, dramatist এবং actor।
-
পরিচিতি: "Bard of Avon" বা "Swan of Avon"
-
লিখেছেন মোট ৩৭টি নাটক এবং ১৫৪টি sonnets।

0
Updated: 2 weeks ago
"Poets are the unacknowledged legislators of the world." - Who said this?
Created: 2 weeks ago
A
William Wordsworth
B
Percy Bysshe Shelley
C
Samuel Taylor Coleridge
D
Alexander Pope
“Poets are the unacknowledged legislators of the world.”
-
রচয়িতা: Percy Bysshe Shelley
-
উৎস: A Defence of Poetry (Essay, প্রকাশিত ১৮৪০)
বিস্তারিত আলোচনা:
-
Shelley-এর মতে কবিরাই মানবিক মূল্যবোধ এবং নৈতিকতার গুরুত্ব বোঝে।
-
কবিরা কল্পনার মাধ্যমে সমাজের আকার গঠনে সহায়তা করে।
-
এই উক্তিতে তিনি কবিদের অঘোষিত বিশ্ব আইনপ্রণেতা হিসেবে অভিহিত করেছেন।
-
গুরুত্বপূর্ণ উক্তি: "Poetry is a mirror which makes beautiful that which is distorted"
Percy Bysshe Shelley:
-
English Romantic poet
-
কবিতায় ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের চেতনাকে কেন্দ্র করে রচনা করেছেন
-
উল্লেখযোগ্য কবিতা:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
-
-
নাটক:
-
Prometheus Unbound
-
The Cenci
-
সারসংক্ষেপ:
Shelley বিশ্বাস করতেন কবিরা সমাজকে আকার দেওয়ার ক্ষমতা রাখে, যদিও তাদের প্রভাব সর্বদা স্বীকৃত হয় না।

0
Updated: 2 weeks ago
Which period is known as the "Golden Period of English Literature"?
Created: 1 week ago
A
The Modern period
B
The Romantic period
C
The Elizabethan period
D
The Victorian period
English
English Grammar
English Literature
The Elizabethan Period (1558-1603)
No subjects available.
The Elizabethan Period (1558–1603) is known as the "Golden Period of English Literature".
-
It corresponds to the reign of Queen Elizabeth I.
-
This era saw a remarkable flourishing of English drama, poetry, and prose.
-
Famous writers of this period include William Shakespeare, Christopher Marlowe, Edmund Spenser, and Ben Jonson.
-
It is considered “golden” because of the exceptional quality and enduring influence of its literary works.

0
Updated: 1 week ago
"Made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield" - Who quoted it?
Created: 2 weeks ago
A
John Milton
B
Alfred Tennyson
C
W.B. Yeats
D
Matthew Arnold
সঠিক উত্তর: Alfred Tennyson
মূল তথ্য:
-
"Made weak by time and fate, but strong in will To strive, to seek, to find, and not to yield" লাইনটি Alfred Tennyson রচিত Ulysses কবিতা থেকে নেওয়া।
-
Ulysses:
-
রচয়িতা: Alfred Tennyson
-
ধরণ: Dramatic Monologue
-
ছন্দ: Blank Verse
-
অনুপ্রেরণা: হোমারের কাব্য Iliad
-
-
কবিতার গুরুত্বপূর্ণ অংশ:
-
“I will never rest from travels, I will drink life to the lees.”
-
-
Alfred Tennyson:
-
Victorian Period-এর প্রধান প্রতিনিধি
-
তার কবিতা সাধারণত melodious language এবং lyric qualities দ্বারা পরিচিত
-
-
উল্লেখযোগ্য কবিতা:
-
The Lotos Eaters
-
Oenone
-
Morte D’ Arthur
-
Locksley Hall
-
The Memoriam
-
Tithonus
-

0
Updated: 2 weeks ago