‘বনফুল’ কার ছদ্মনাম?
A
বলাইচাঁদ মুখোপাধ্যায়
B
বিহারীলাল চক্রবর্তী
C
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
D
কাজী নজরুল ইসলাম
উত্তরের বিবরণ
‘বনফুল’ হল বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৮৯৯–১৯৭৯)-এর ছদ্মনাম।
অন্যদের ছদ্মনাম বা ডাকনাম:
-
বিহারীলাল চক্রবর্তী – ভোরের পাখি
-
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার – দৃষ্টিহীন
-
কাজী নজরুল ইসলাম – ডাক নাম দুখু মিয়া, গানের জগতে বুলবুল নামে পরিচিত
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
'বিদ্যাভূষণ' কোন কবির উপাধি?
Created: 1 week ago
A
কায়কোবাদ
B
দীনেশচন্দ্র সেন
C
কালীপ্রসন্ন সিংহ
D
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
কায়কোবাদ
-
কায়কোবাদ (১৮৫৭–১৯৫১) আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি।
-
তিনি বাঙ্গালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা এবং আধুনিক বাংলাসাহিত্যের প্রথম মুসলিম কবি।
-
প্রকৃত নাম: মোহাম্মদ কাজেম আল কোরেশী, সাহিত্যিক ছদ্মনাম: কায়কোবাদ।
-
জন্ম: ১৮৫৭ সালে, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে।
-
অতি অল্প বয়স থেকে তাঁর সাহিত্যিক প্রতিভা প্রকাশ পায়। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ (১৮৭০) প্রকাশিত হয়।
-
নিখিল ভারত সাহিত্য সংঘ কর্তৃক কায়কোবাদকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ ও সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করা হয়।
কায়কোবাদের অন্যান্য কাব্যগ্রন্থসমূহ
-
কুসুম কানন
-
অশ্রুমালা
-
মহাশ্মশান
-
শিব-মন্দির
-
অমিয়ধারা
-
শ্মশান-ভস্ম
-
মহরম শরীফ

0
Updated: 1 week ago
রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত ছদ্মনাম নয় কোনটি?
Created: 1 month ago
A
ষষ্ঠীচরণ দেবশর্মা
B
অকপটচন্দ্র ভাস্কর
C
শ্রীমতি শর্মণঃ
D
শ্রীমতি মধ্যমা
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামসমূহ:
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনায় মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। এগুলো হলো—
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূণ্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মা
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি কনিষ্ঠা
-
শ্রীমতি মধ্যমা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 1 month ago
'সুনন্দ' কার ছদ্মনাম ছিল?
Created: 2 months ago
A
বিমল ঘোষ
B
রাজশেখর বসু
C
মোহিতলাল মজুমদার
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
'সুনন্দ' হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম।
- জীবনের শেষ সময়ে তিনি সাপ্তাহিক দেশ পত্রিকায় 'সুনন্দ' ছদ্মনামে লিখতেন।
অন্যদের ছদ্মনাম:
-
রাজশেখর বসু – পরশুরাম
-
বিমল ঘোষ – মৌমাছি
-
মোহিতলাল মজুমদার – সত্যসুন্দর দাস
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago