A
বিমল ঘোষ
B
রাজশেখর বসু
C
মোহিতলাল মজুমদার
D
নারায়ণ গঙ্গোপাধ্যায়
উত্তরের বিবরণ
'সুনন্দ' হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম।
- জীবনের শেষ সময়ে তিনি সাপ্তাহিক দেশ পত্রিকায় 'সুনন্দ' ছদ্মনামে লিখতেন।
অন্যদের ছদ্মনাম:
-
রাজশেখর বসু – পরশুরাম
-
বিমল ঘোষ – মৌমাছি
-
মোহিতলাল মজুমদার – সত্যসুন্দর দাস
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত ছদ্মনাম নয় কোনটি?
Created: 6 days ago
A
ষষ্ঠীচরণ দেবশর্মা
B
অকপটচন্দ্র ভাস্কর
C
শ্রীমতি শর্মণঃ
D
শ্রীমতি মধ্যমা
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনামসমূহ:
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচনায় মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করেছিলেন। এগুলো হলো—
-
ভানুসিংহ ঠাকুর
-
অকপটচন্দ্র ভাস্কর
-
আন্নাকালী পাকড়াশী
-
দিকশূণ্য ভট্টাচার্য
-
নবীনকিশোর শর্মণঃ
-
ষষ্ঠীচরণ দেবশর্মা
-
বাণীবিনোদ বিদ্যাবিনোদ
-
শ্রীমতি কনিষ্ঠা
-
শ্রীমতি মধ্যমা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

0
Updated: 6 days ago
“বনফুল” ছদ্মনামে লিখতেন কে?
Created: 2 weeks ago
A
বলাইচাঁদ মুখোপাধ্যায়
B
প্রভাতকুমার মুখোপাধ্যায়
C
প্যারীচাঁদ মিত্র
D
নীহাররঞ্জন গুপ্ত
বলাইচাঁদ মুখোপাধ্যায়
-
কবি, কথাশিল্পী, নাট্যকার, প্রবন্ধকার
-
ছদ্মনাম: বনফুল
-
জন্ম: ১৮৯৯ সালের ১৯ জুলাই, পূর্ণিয়া, বিহার
-
পূর্বপুরুষের আদি নিবাস: হুগলি জেলার শিয়ালখালা
-
স্কুলে পড়ার সময় ‘বনফুল’ ছদ্মনামে কবিতা রচনা শুরু
কাব্যসংকলন:
বনফুলের কবিতা, অঙ্গারপর্ণী, চতুর্দশী, আহবনীয়, করকমলেষু, বনফুলের ব্যঙ্গ কবিতা, নতুন বাঁকে, প্রভৃতি

0
Updated: 2 weeks ago
কোন লেখক 'সাহিত্য সম্রাট' নামে খ্যাত?
Created: 1 week ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
বিহারীলাল চক্রবর্তী
D
কাজী নজরুল ইসলাম
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
-
আধুনিক বাংলা সাহিত্যের বিকাশ যুগের শ্রেষ্ঠ লেখক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
-
তিনি বাংলা গদ্যকে সর্বপ্রকার ভাব প্রকাশের উপযোগী করে তোলেন।
-
বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্য ও বাঙালি জীবনে অসামান্য প্রভাব বিস্তার করেছেন।
-
তাঁর অসাধারণ প্রতিভার ফলে পন্ডিতি ও আলালি-হুতোমি রীতির মধ্যে সামঞ্জস্য স্থাপন করে তিনি সরল ও সরস গদ্যের সৃষ্টি করেন।
-
“বঙ্গদর্শন” (১৮৭২) নামক সাহিত্য-বিষয়ক মাসিক পত্রিকা সম্পাদনার মাধ্যমে তিনি সাহিত্যের ইতিহাসে এক নবযুগের সূচনা করেন।
-
সাহিত্য-সমালোচনা, ঐতিহাসিক গবেষণা, ধর্ম ও দার্শনিক আলোচনা, রাজনৈতিক ও বৈজ্ঞানিক সাহিত্য, ব্যঙ্গ-সাহিত্য—সবই তিনি প্রবর্তন করেন।
-
তাঁর প্রতিভার কারণে যে সাহিত্যিক গোষ্ঠী গড়ে ওঠে, তাঁরা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে বাংলা সাহিত্যে আধিপত্য বজায় রাখেন।
-
বাংলায় তুলনামূলক সাহিত্য সমালোচনার পথিকৃৎও তিনিই।
-
প্রধানত তিনি ঔপন্যাসিক হিসেবে পরিচিত, এজন্য তিনি ‘সাহিত্য সম্রাট’ উপাধিতে ভূষিত হন।
-
তাঁর রচিত বিখ্যাত উপন্যাসগুলো হলো—দুর্গেশনন্দিনী, কপালকুন্ডলা, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, আনন্দমঠ ইত্যাদি।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago