Who wrote The Lake Isle of Innisfree?
A
William Butler Yeats
B
Lord Byron
C
Robert Frost
D
T. S. Eliot
উত্তরের বিবরণ
ব্যাখ্যা:
The Lake Isle of Innisfree:
-
রচনা করেছেন William Butler Yeats।
-
কবিতার মোট ১২ লাইন।
-
Innisfree হলো আয়ারল্যান্ডের একটি শান্তিপূর্ণ, নৈসর্গিক উপত্যকা।
-
কবি শহরের কোলাহল ও ক্লান্তি থেকে পালিয়ে গ্রামের শান্ত পরিবেশে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
W. B. Yeats:
-
জন্ম: 1865, মৃত্যু: 1939
-
একজন Irish poet এবং নাট্যকার।
-
১৯২৩ সালে প্রথম আয়ারিশ হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Ireland-এর National Poet হিসেবে খ্যাত।
-
সাহিত্যকর্মে আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির প্রভাব স্পষ্ট।
-
Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Major Plays:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source: Britannica

0
Updated: 2 months ago
Which of the following is a correct synonym of “wag”?
Created: 4 weeks ago
A
Bar
B
Shake
C
Halt
D
Wily
Wag (verb) অর্থ হলো কোনো অংশ নাড়া বা নাড়া দেওয়া, বিশেষত লেজ, আঙুল বা মাথা।
-
ইংরেজি অর্থ:
-
If a dog wags its tail, its tail moves from side to side several times.
-
To shake your finger or your head from side to side or up and down, often because you do not approve of something.
-
-
বাংলা অর্থ: (লেজ ইত্যাদি) নড়া; নাড়া।
-
Synonyms: Shake (নাড়ানো), Nod (মাথা ঘুরানো), Stir, Waggle (আলোড়ন), Release (মুক্তি)
-
Antonyms: Be still (অবিচল), Freeze (স্থির), Bar, Block, Suspend (সাসপেন্ড)
-
অন্যান্য রূপ:
-
Wag (noun) → রসিক/আমুদে/ফুর্তিবাজ/রগুড়ে লোক
-
Waggish (adjective) → রগুড়ে/আমুদে; সকৌতুক
-
Waggishly (adverb) → পরিহাসচ্ছলে; রগড়চ্ছলে ইত্যাদি
-
-
অন্যান্য বিকল্প:
-
Halt → সাময়িক নিবৃত্তি; বিরতি
-
Wily → চতুর ও ধূর্ত
-
-
উদাহরণ বাক্য:
-
Just remember what I said,’ she repeated, wagging her finger at him.
-
The happy dog wagged his tail.
-
সঠিক সমার্থক শব্দ: Shake

0
Updated: 4 weeks ago
What is the synonym of the word 'dogmatic'?
Created: 1 month ago
A
Emulate
B
Enamor
C
Hasty
D
Adamant
• Correct Answer: ঘ) Adamant
Explanation:
-
Dogmatic
-
Bangla Meaning: মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন
-
English Meaning: characterized by or given to the expression of opinions very strongly or positively as if they were facts
-
-
Adamant
-
Bangla Meaning: অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড়
-
English Meaning: unshakable or insistent especially in maintaining a position or opinion; unyielding
-
Other options:
-
ক) Emulate – সমকক্ষ হতে বা ছাড়িয়ে যেতে চেষ্টা করা
-
খ) Enamor – মুগ্ধ/অনুরক্ত হওয়া; প্রেমমুগ্ধ হওয়া
-
গ) Hasty – ত্বরিত; চটজলদি

0
Updated: 1 month ago
Why does Mr. Darcy initially consider Elizabeth “not handsome enough”?
Created: 1 month ago
A
He prefers wealth over beauty
B
He compares her to Jane
C
He is blinded by his pride
D
He dislikes her wit
প্রথম নাচের আসরে Darcy Elizabeth-কে “not handsome enough” বলে প্রত্যাখ্যান করে। আসলে Darcy-র অহংকার তার সামাজিক মর্যাদা থেকে আসে। সে মনে করে Elizabeth তার তুলনায় নিচু শ্রেণির মেয়ে। Austen এখানে দেখান কীভাবে social pride আসল সৌন্দর্যকে অন্ধ করে দেয়। পরে Darcy বুঝতে পারে Elizabeth-এর আসল আকর্ষণ তার বুদ্ধি, চোখের প্রাণশক্তি ও নৈতিক শক্তিতে। এভাবেই তার দৃষ্টিভঙ্গি বদলায় এবং Pride থেকে Humility-তে যাত্রা শুরু হয়।

1
Updated: 1 month ago