Who wrote The Bluest Eye?
A
Alice Walker
B
Toni Morrison
C
Zora Neale Hurston
D
Maya Angelou
উত্তরের বিবরণ
• The Bluest Eye:
- এটি Toni Morrison রচিত।
- এটি একটি novel.
- এটি ১৯৭০ সালে প্রকাশিত হয়।
• Toni Morrison ছিলেন একজন আমেরিকান Novelist, essayist এবং Editor.
- তাছাড়া তিনি Princeton University এর প্রফেসর ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম গুলো -
- Beloved,
- Song of Solomon,
- The Bluest Eye.

0
Updated: 2 months ago
Which one of the following is a "Feminine gender"?
Created: 1 month ago
A
Ewe
B
Hart
C
Colt
D
Boar
Gender (লিঙ্গ) – পশুদের উদাহরণ
১. ভেড়া (Sheep)
-
Feminine: Ewe
-
English: Female sheep (especially mature)
-
Bangla: ভেড়ি
-
-
Masculine: Ram
-
English: Male sheep
-
Bangla: পুরুষ মেষ; ভেড়া
-
২. হরিণ (Deer)
-
Masculine: Hart
-
English: Male deer
-
Bangla: পুরুষ হরিণ
-
-
Feminine: Roe
-
English: Female deer
-
Bangla: স্ত্রী হরিণ
-
৩. ঘোড়া (Horse)
-
Masculine: Colt
-
English: Young male horse
-
Bangla: পুংঘোটক / শিশুহরিণ
-
-
Feminine: Filly
-
English: Young female horse
-
Bangla: কন্যা ঘোড়া
-
৪. শূকর (Swine / Pig)
-
Masculine: Boar
-
English: Uncastrated male swine
-
Bangla: বন্য শূকর / পুরুষ শূকর
-
-
Feminine: Sow
-
English: Female swine
-
Bangla: স্ত্রী শূকর
-
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain

0
Updated: 1 month ago
Who wrote the novel 'The Rainbow'?
Created: 3 weeks ago
A
Joseph Conrad
B
H. G. Wells
C
James Joyce
D
D. H. Lawrence
The novel: The Rainbow
-
এটি D. H. Lawrence রচিত একটি গুরুত্বপূর্ণ উপন্যাস।
-
প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের অল্প সময়ের মধ্যেই যৌন উপাদানের কারণে এটি obscene বা অশ্লীল এবং আপত্তিকর উপন্যাস হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে নিষিদ্ধও করা হয়।
-
উপন্যাসটি আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের মধ্যে দ্বন্দ্ব এবং মানব মননের উপর এর প্রভাবকে কেন্দ্র করে লেখা।
-
লেখক বিবাহের মতো প্রথাকে ব্যর্থ ও অপ্রয়োজনীয় প্রমাণ করার চেষ্টা করেছেন।
-
Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী উপন্যাসের মূল কেন্দ্রবিন্দু।
D. H. Lawrence (1885–1930)
-
পুরো নাম: David Herbert Lawrence
-
তিনি একজন ইংরেজ ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
-
তার উল্লেখযোগ্য প্রভাবশালী উপন্যাসসমূহ তাকে ২০শ শতাব্দীর একজন প্রধান ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Famous Novels:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover ইত্যাদি
উৎস:

0
Updated: 3 weeks ago
Choose the antonym of "Flimsy":
Created: 1 month ago
A
Passionate
B
Strong
C
Enthusiastic
D
Zealous
• Flimsy:
-
English meaning: very thin, or easily broken or destroyed.
-
Bangla meaning: (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) a flimsy excuse/argument, ঠুনকো অজুহাত/যুক্তি।
Options:
ক) Passionate: আবেগপ্রবণ; প্রবল আবেগপূর্ণ।
খ) Strong: শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান; বলীয়ান; বলী; মহাবল; মজবুত; কঠিন; কঠোর।
গ) Enthusiastic: অত্যুৎসাহী।
ঘ) Zealous: উদ্দীপনাময়; গভীর অনুভূতিবহ; আগ্রহোদ্দীপক।
অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of "Flimsy" হলো Strong।
Source: Accessible Dictionary.

0
Updated: 1 month ago