A
Hamlet
B
Othello
C
Macbeth
D
Brutus
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ক) Hamlet
বিস্তারিত ব্যাখ্যা:
Hamlet:
-
William Shakespeare-এর লেখা অন্যতম বিখ্যাত tragedy।
-
Prince of Denmark হলেন Hamlet নিজেই।
-
নাটকটি ৫ acts বিশিষ্ট এবং ১৫৯৯–১৬০১ সালের মধ্যে লেখা, প্রকাশিত হয় ১৬০৩ সালে।
কাহিনী সংক্ষেপ:
-
Hamlet জার্মানি থেকে নিজের দেশে ফিরে আসে বাবার শেষকৃত্য দেখার জন্য।
-
সে জানতে পারে, তার চাচা Claudius তার মায়ের Gertrude কে বিয়ে করেছে এবং তার বাবা Claudius-এর হাতে খুন হয়েছেন।
-
Hamlet প্রতিশোধ নেয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা ও কৌশল গ্রহণ করে।
-
নাটকের antagonist হল Claudius।
-
শেষাংশে Hamlet-এর মৃত্যু ঘটে, যা tragedy-র সমাপ্তি চিহ্নিত করে।
Shakespeare:
-
জন্ম: Stratford-upon-Avon, England
-
একজন English poet, dramatist, actor, এবং ‘Bard of Avon’ হিসেবে খ্যাত।
-
তাকে English literature-এর সবচেয়ে বড় নাট্যকার মনে করা হয়।
Notable works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Poetry: Sonnet 18 (Shall I Compare Thee to a Summer Day), The Rape of Lucrece, Venus and Adonis
Source: Britannica; An ABC of English Literature by Dr M Mofizar Rahman

0
Updated: 2 weeks ago
Who reveals Wickham’s true character to Elizabeth?
Created: 20 hours ago
A
Lady Catherine
B
Mr. Bennet
C
Mr. Darcy (through a letter)
D
Colonel Fitzwilliam
Wickham শুরুতে Elizabeth-কে Darcy সম্পর্কে ভুল তথ্য দেয়। Elizabeth বিশ্বাস করে Darcy নিষ্ঠুর। কিন্তু Darcy তার প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর Elizabeth-কে একটি চিঠি লেখে। সেই চিঠিতে Wickham-এর সত্য প্রকাশ করে—Wickham Darcy-এর বোন Georgiana-কে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল।
এই চিঠিই Elizabeth-এর জীবনের টার্নিং পয়েন্ট। সে বুঝতে পারে Darcy আসলে এতটা খারাপ নয় এবং তার নিজের বিচার-ক্ষমতাও প্রশ্নবিদ্ধ। এভাবেই prejudice ভাঙতে শুরু হয়।

0
Updated: 20 hours ago
The Silent Woman is a play written by which playwright?
Created: 4 weeks ago
A
Thomas Dekker
B
Christopher Marlowe
C
John Fletcher
D
Ben Jonson
• The Silent Woman নাটকটি লিখেছেন Ben Jonson। এটি Jacobean যুগের একটি বিখ্যাত কমেডি নাটক। নাটকটির মূল চরিত্র Morose একজন মানুষ, যে চুপচাপ জীবন পছন্দ করে এবং কথা বলা নারীদের সহ্য করতে পারে না। এই নাটকে হাস্যরস, প্রতারণা এবং সামাজিক মন্তব্য মিলেমিশে আছে। অন্য অপশনগুলো বিবেচনা করলে—Thomas Dekker ছিলেন Elizabethan নাট্যকার, যিনি "The Shoemaker's Holiday" লিখেছেন; Christopher Marlowe "Doctor Faustus" এর জন্য বিখ্যাত এবং ট্র্যাজেডির উপর জোর দিয়েছেন; আর John Fletcher অনেক নাটক Shakespeare-সহযোগে লিখেছেন, তবে তিনি "The Silent Woman" এর লেখক নন। সুতরাং, সঠিক উত্তর হলো: ঘ) Ben Jonson.

0
Updated: 4 weeks ago
Major Barbara was written by -
Created: 5 days ago
A
Christopher Marlowe
B
Ernest Hemingway
C
W. B. Yeats
D
G. B. Shaw
✦ Major Barbara (নাটক)
-
লেখক: George Bernard Shaw
-
ধরণ: Social Satire
-
সংখ্যা অধ্যায়: ৩ (3 Acts)
-
লিখিতকাল: ১৯০৫
-
প্রকাশকাল: ১৯০৭
-
কাহিনি সংক্ষেপ:
-
কেন্দ্রীয় চরিত্র: Barbara Undershaft
-
লন্ডনের Salvation Army-তে Major হিসেবে কাজ করে দরিদ্রদের সাহায্য করে।
-
✦ George Bernard Shaw (১৮৫৬–১৯৫০)
-
পরিচয়: আইরিশ Playwright এবং Critic
-
খ্যাতি:
-
The greatest modern English dramatist
-
The father of modern English literature
-
-
পুরস্কার: ১৯২৫ সালে Nobel Prize in Literature
✦ বিখ্যাত নাটকসমূহ
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (Play/Tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama/play, Epilogue)
-
St. Joan of Arc

0
Updated: 5 days ago