Who is the Prince of Denmark in Shakespeare's play?
A
Hamlet
B
Othello
C
Macbeth
D
Brutus
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ক) Hamlet
বিস্তারিত ব্যাখ্যা:
Hamlet:
-
William Shakespeare-এর লেখা অন্যতম বিখ্যাত tragedy।
-
Prince of Denmark হলেন Hamlet নিজেই।
-
নাটকটি ৫ acts বিশিষ্ট এবং ১৫৯৯–১৬০১ সালের মধ্যে লেখা, প্রকাশিত হয় ১৬০৩ সালে।
কাহিনী সংক্ষেপ:
-
Hamlet জার্মানি থেকে নিজের দেশে ফিরে আসে বাবার শেষকৃত্য দেখার জন্য।
-
সে জানতে পারে, তার চাচা Claudius তার মায়ের Gertrude কে বিয়ে করেছে এবং তার বাবা Claudius-এর হাতে খুন হয়েছেন।
-
Hamlet প্রতিশোধ নেয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা ও কৌশল গ্রহণ করে।
-
নাটকের antagonist হল Claudius।
-
শেষাংশে Hamlet-এর মৃত্যু ঘটে, যা tragedy-র সমাপ্তি চিহ্নিত করে।
Shakespeare:
-
জন্ম: Stratford-upon-Avon, England
-
একজন English poet, dramatist, actor, এবং ‘Bard of Avon’ হিসেবে খ্যাত।
-
তাকে English literature-এর সবচেয়ে বড় নাট্যকার মনে করা হয়।
Notable works:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream
-
Poetry: Sonnet 18 (Shall I Compare Thee to a Summer Day), The Rape of Lucrece, Venus and Adonis
Source: Britannica; An ABC of English Literature by Dr M Mofizar Rahman

0
Updated: 2 months ago
Jonathan Swift is best known as a -
Created: 4 weeks ago
A
Mock heroic poet
B
Satirist Poet
C
University wit
D
Political pamphleteer
Jonathan Swift মূলত একজন বিখ্যাত Satirist Poet হিসেবে পরিচিত। তিনি ছিলেন একজন Anglo-Irish লেখক ও clergyman, যিনি ইংরেজি সাহিত্যে ব্যঙ্গরচনার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন। তাঁর রচনাগুলো সমাজ, ধর্ম ও রাজনীতির অসঙ্গতি ও ভণ্ডামিকে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছে।
-
Jonathan Swift একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন।
-
তিনি ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত satirist।
-
তাঁর ছদ্মনাম ছিল Isaac Bickerstaff।
তাঁর বিখ্যাত রচনা:
-
Gulliver's Travels (Novel)
-
The Battle of the Books
-
A Tale of a Tub (Prose satire)
-
A Modest Proposal (Satiric essay)
-
Argument Against Abolishing Christianity (Essay)
-
A Journey to Stella (Collection of letters to Stella)

0
Updated: 4 weeks ago
"The Second Coming" is a poem written by -
Created: 4 weeks ago
A
W. B. Yeats
B
Thomas Gray
C
T. S. Eliot
D
William Blake
“The Second Coming” হলো W. B. Yeats-এর লেখা একটি বিখ্যাত কবিতা। এটি two-stanza poem এবং blank verse-এ রচিত। কবিতাটি মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বের বিশৃঙ্খলা ও নৈতিক অধঃপতন নিয়ে লেখা। Yeats এখানে খ্রিস্টান ধারণা অনুযায়ী যীশুর পুনরাগমন (Second Coming) উল্লেখ করেন, তবে কবিতায় তিনি ভয়ঙ্কর বিপর্যয়ের পূর্বাভাস দেন।
-
কবিতার মূল থিম:
-
বিশ্বের বিশৃঙ্খলা ও নৈতিক বিপর্যয়
-
সভ্যতার পতন ও এক নতুন ভয়ের যুগের আগমন
-
ভবিষ্যতের এক ভয়াবহ রূপ
-
William Butler Yeats (1865–1939)
-
Modern Period-এর একজন বিশিষ্ট সাহিত্যিক।
-
Ireland-এর National Poet হিসেবে পরিচিত।
-
কবি ও নাট্যকার হিসেবে তাঁর সাহিত্যকর্ম আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত।
-
জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ তাঁর বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।
প্রধান কবিতা:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Play:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
At the Hawk’s Well
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)

0
Updated: 4 weeks ago
“Fortuitous” is best replaced by:
Created: 2 weeks ago
A
Serendipitous
B
Premeditated
C
Unlucky
D
Planned
The closest in meaning to 'Fortuitous' is – Serendipitous।
-
Fortuitous (adjective)
-
English Meaning: happening by chance, often in a lucky or beneficial way
-
Bangla Meaning: আকস্মিক; সৌভাগ্যজনক
-
-
Option Analysis:
-
Serendipitous: সৌভাগ্যজনক; আকস্মিকভাবে শুভ ফলপ্রসূ
-
Premeditated: পূর্বপরিকল্পিত; আগেভাগে চিন্তা করা
-
Unlucky: দুর্ভাগ্যপূর্ণ; অমঙ্গলজনক
-
Planned: পরিকল্পিত; সুশৃঙ্খলভাবে সাজানো
-

0
Updated: 2 weeks ago