'Epithalamion' is related to -
A
Criticism of social norms
B
Depiction of war and heroism
C
Celebration of a wedding
D
A heroic epic
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
The Romantic poets include all except-
Created: 3 weeks ago
A
William Blake
B
Samuel Taylor Coleridge
C
John Keats
D
Dylan Thomas
Dylan Thomas Romantic poets-এর মধ্যে নেই; তিনি ২০শ শতকের একজন বিশিষ্ট Welsh কবি।
-
Dylan Thomas (1914–1953):
-
পূর্ণ নাম: Dylan Marlais Thomas
-
Welsh কবি ও প্রোস লেখক
-
কাজের ধরন: comic exuberance, rhapsodic লিল্ট, এবং pathos
-
১৬ বছর বয়সে স্কুল ত্যাগ করে রিপোর্টার পেশায় যোগ দেন
-
বিখ্যাত তাঁর কাব্যে comic exuberance-এর জন্য
-
-
Notable Works (Poems):
-
Do Not Go Gentle into That Good Night
-
18 Poems
-
25 Poems
-
A Child’s Christmas in Wales
-
Deaths and Entrances
-
Fern Hill
-
Under Milk Wood
-
-
Romantic Poets (for comparison):
-
William Blake – কবি ও চিত্রশিল্পী
-
Samuel Taylor Coleridge – Romantic period-এর কবি
-
John Keats – Romantic period-এর কবি
-

0
Updated: 2 weeks ago
Who wrote the influential scientific work titled "The Origin of Species"?
Created: 1 month ago
A
Charles Darwin
B
Karl Marx
C
Thomas Babington Macaulay
D
John Stuart Mill
• The influential scientific work titled "On the Origin of Species" was written by – Charles Darwin.
• On the Origin of Species
-
১৮৫৯ সালে Darwin এই গ্রন্থটি রচনা করেন।
-
১৮৩১ সালে তিনি British Royal Navy এর জাহাজ HMS Beagle-এ করে বিশ্বজুড়ে পাঁচ বছরের সমুদ্রযাত্রা শুরু করেছিলেন।
-
এই ভ্রমণের সময় উদ্ভিদ ও প্রাণিজগত পর্যবেক্ষণ তাঁর Evolutionary Theory গঠনে সহায়তা করে।
-
এই বইয়ের মাধ্যমে তিনি Natural Selection মতবাদ উপস্থাপন করেন।
• Charles Darwin
-
তিনি একজন ইংরেজ প্রকৃতিবিদ (Naturalist)।
-
তিনি Natural Selection-এর মাধ্যমে Theory of Evolution প্রস্তাব করেন।
-
তিনি Agnostic ছিলেন।
-
তাঁর মতে, মানুষ ও প্রাণীর একটি সাধারণ পূর্বপুরুষ ছিল।
-
তাঁর তত্ত্ব তৎকালীন ধর্মীয় সমাজকে চমকে দিয়েছিল।
• Notable Works
-
On the Origin of Species (1859),
-
The Descent of Man (1871),
-
The Voyage of the Beagle (1839)।
Source: Britannica

0
Updated: 1 month ago
The Old Man and the Sea is written by -
Created: 1 month ago
A
Thomas Hardy
B
Jane Austen
C
T.S Eliot
D
Ernest Hemingway
The Old Man and the Sea হলো Ernest Hemingway-এর রচিত একটি short heroic novel, যা ১৯৫২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির প্রধান চরিত্র হলো Santiago, এবং তাঁর শিক্ষানবিশ Manolin। Manolin মাত্র পাঁচ বছর বয়সে প্রথমবার Santiago-এর নৌকায় ওঠে। পারিবারিক বাধা থাকা সত্ত্বেও Manolin সবসময় Santiago-এর সঙ্গে সমুদ্রে যায়। এই উপন্যাস এবং Hemingway-এর Contemporary style-এর কারণে তিনি ১৯৫৪ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন। এছাড়াও, ১৯৫২ সালে "The Old Man and the Sea"-এর জন্য তিনি Pulitzer Prize অর্জন করেছিলেন।
-
লেখক: Ernest Hemingway (পুরো নাম Ernest Miller Hemingway), একজন আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্পকার।
প্রখ্যাত রচনাসমূহ (Novels):
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
The Old Man and the Sea
Source:

0
Updated: 1 month ago