"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!" - Who quoted it?
A
John Keats
B
T.S. Eliot
C
P.B. Shelley
D
John Milton
উত্তরের বিবরণ
উক্তি:
"Oh, lift me as a wave, a leaf, a cloud!
I fall upon the thorns of life! I bleed!"
-
উদ্ধৃতির উৎস: “Ode to the West Wind”
-
কবি: Percy Bysshe Shelley
বিস্তারিত আলোচনা:
-
প্রকাশকাল: ১৮২০
-
কবিতায় Shelley West Wind এর কাছে তাঁর নিজেকে প্রেরণা ও শক্তি দেওয়ার আহ্বান জানান।
-
কবিতার প্রতীকী ভাষা এবং আবেগময় চিত্রায়ণ এটিকে Romantic Period-এর এক শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে দাঁড় করায়।
-
কবি Cascine wood, Florence, Italy তে এই কবিতা রচনা করেন।
-
কেউ কেউ মনে করেন, কবিটি Shelley এর পুত্র William এর মৃত্যুশোকে উৎসর্গিত।
-
কবিতায় West Wind-এর বিপ্লবী শক্তি এবং প্রাকৃতিক প্রভাবকে সমাদর করা হয়েছে, এবং এটি ব্যক্তিগত ও সামাজিক পরিবর্তনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
কবি Percy Bysshe Shelley এর অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা:
-
Poems: Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci
সারসংক্ষেপ:
এই উক্তি Shelley-এর আবেগ, মানবদুর্দশা এবং প্রাকৃতিক শক্তির প্রতি তাঁর সমর্পণ প্রকাশ করে, যা Romantic কবিতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

0
Updated: 2 weeks ago
The most famous satirist in English literature is -
Created: 12 hours ago
A
Jonathan Swift
B
Alexander Pope
C
Joseph Addison
D
Richard Steel
ইংরেজি সাহিত্যের প্রসিদ্ধ ব্যঙ্গাত্মক লেখক: Jonathan Swift
Jonathan Swift (1667–1745):
-
তিনি একজন Anglo-Irish লেখক ও যাজক ছিলেন।
-
তার স্ত্রীর নাম ছিল Abigail Erick।
-
তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন এবং Tories পার্টির পক্ষে প্যাম্পলেট লিখেছেন।
-
তাঁর সবচেয়ে পরিচিত ব্যঙ্গাত্মক (satirical) রচনা হলো ‘Gulliver’s Travels’।
-
তিনি প্রায়শই ছদ্মনাম Isaac Bickerstaff ব্যবহার করতেন।
প্রধান রচনাসমূহ:
-
Gulliver’s Travels
-
A Modest Proposal
-
Journal to Stella
-
The Battle of Books
-
A Tale of a Tub
উৎস: Britannica.com

0
Updated: 12 hours ago
'An Essay on Man' is a poem written by -
Created: 5 days ago
A
W. B Yeats
B
T. S Eliot
C
Alexander Pope
D
William Shakespeare
Answer - Alexander Pope.
• An Essay on Man:
- It was written by Alexander Pope.
- এটি মূলত Poetic style এ লেখা একটি দার্শনিক প্রবন্ধ।
- Heroic couplet এবং iambic Pentametre এ লেখা এই কবিতাটি ১৭৩৩-৩৪ সালের মধ্যে প্রকাশিত হয়েছিল।
- It was conceived as part of a larger work that Pope never completed.
- কবিতাটি চারটি পত্র বা epistles নিয়ে গঠিত।
- প্রথম পত্রটি মানুষ এবং মহাবিশ্বের মধ্যে সম্পর্ক নিয়ে জরিপ করে, দ্বিতীয়টি একজন ব্যক্তি হিসাবে 'মানুষ'কে নিয়ে আলোচনা করে.
- তৃতীয়টি ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে এবং চতুর্থটি একজন ব্যক্তির সুখের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলে।
- An Essay on Man describes the order of the universe in terms of a hierarchy, or chain, of being.
- By virtue of their ability to reason, humans are placed above animals and plants in this hierarchy.
• Alexander Pope
- He is the most famous poet of the Augustan Age.
- The Augustan Age is also known/called as the Age of the Pope.
- কারণ এই যুগে অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
• Alexander Pope রচিত সাহিত্য কর্মের মধ্যে রয়েছে -
-The Rape of the Lock (Famous Mock-Heroic poem),
- Duncan,
- The Dunciad (poem),
- The New Dunciad (poem),
- Windsor-Forest(poem),
- An Epistle to Dr. Arbuthnot (poem),
- An Essay on Criticism (poem),
- An Essay on Man (poem),
- Eloisa to Abelard (poem),
- Epistle to the Right Honourable Richard Earl of Burlington (essay),
- Memoirs of Martinus Scriblerus.

0
Updated: 5 days ago
Sidney
agrees fully with Stephen Gosson's views on poetry.
Created: 3 months ago
A
None
B
True/Flase
C
False
D
True
Coming...

0
Updated: 3 months ago