A
সঞ্চয়ন
B
সভ্যতা
C
সংস্কৃতির কথা
D
শিক্ষা ও মনুষ্যত্ব
উত্তরের বিবরণ
• কাজী মোতাহার হোসেন:
- কাজী মোতাহার হোসেন (১৮৯৭-১৯৮১) ছিলেন একজন শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং সাহিত্যিক।
- তিনি 'বুদ্ধির মুক্তি আন্দোলন' এর সাথে যুক্ত ছিলেন।
- কাজী আবদুল ওদুদ, সৈয়দ আবুল হুসেন, আবুল ফজল প্রমুখের সহযোগিতায় ১৯২৬ সালে তিনি 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠা করেন।
- কাজী মোতাহার হোসেন অল্প কিছুকাল উক্ত সংগঠনের মুখপত্র 'শিখা' পত্রিকা সম্পাদনা করেন।
• তাঁর উলেখযোগ্য প্রকাশনাসমূহ হচ্ছে:
- সঞ্চয়ন,
- নজরুল কাব্য পরিচিত,
- সে পথ লক্ষ্য কর,
- সিম্পোজিয়াম গণিত শাস্ত্রের ইতিহা,
- আলোক বিজ্ঞান।
অন্যদিকে,
- 'সংস্কৃতির কথা' লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী।
- 'শিক্ষা ও মনুষ্যত্ব' সংস্কৃতির কথা প্রবন্ধের অংশবিশেষ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি?
Created: 2 months ago
A
রুদ্রমঙ্গল
B
যুগবাণী
C
তুর্কমহিলার ঘোমটা খোলা
D
ব্যথার দান
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা:
-
প্রথম প্রকাশিত প্রবন্ধ: ‘তুর্কমহিলার ঘোমটা খোলা’
-
প্রথম প্রকাশিত উপন্যাস: ‘বাঁধন হারা’
-
প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ: ‘যুগবাণী’
-
প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ (এবং প্রথম প্রকাশিত গ্রন্থ): ‘ব্যথার দান’
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘অগ্নি-বীণা’
-
প্রথম প্রকাশিত কবিতা: ‘মুক্তি’
-
প্রথম প্রকাশিত গল্প: ‘বাউণ্ডলের আত্মকাহিনী’
-
প্রথম প্রকাশিত নাটক: ‘ঝিলিমিলি’
কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
-
রাজবন্দীর জবানবন্দি
-
দুর্দিনের যাত্রী
-
যুগবাণী
-
রুদ্র মঙ্গল
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-
Created: 2 months ago
A
ভরতচন্দ্র রায়
B
দৌলত কাজী
C
সৈয়দ হামজা
D
আব্দুল হাকিম
• পুঁথি সাহিত্য:
- পুঁথি সাহিত্য আরবি, উর্দু, ফারসি ও হিন্দি ভাষার মিশ্রণে রচিত এক বিশেষ শ্রেণীর বাংলা সাহিত্য। আঠারো থেকে উনিশ শতক পর্যন্ত এর ব্যাপ্তিকাল। এ সাহিত্যের রচয়িতা এবং পাঠক উভয়ই ছিল মুসলমান সম্প্রদায়।
- বাংলা সাহিত্যের ইতিহাসে একটি বিশেষ সময়ে রচিত বিশেষ ধরণের সাহিত্যই পুথি সাহিত্য নামে পরিচিত। হুগলির বালিয়া-হাফেজপুরের কবি ফকির গরীবুল্লাহ (আনু. ১৬৮০-১৭৭০) আমীর হামজা রচনা করে এ কাব্যধারার সূত্রপাত করেন।
- দোভাষী পুঁথি বা পুঁথি সাহিত্যর প্রাচীনতম, আদি, শ্রেষ্ঠ ও সার্থক কবি ফকির গরীবুল্লাহ।
- সপ্তদশ শতাব্দীর কবি সৈয়দ হামজা পুঁথি সাহিত্যের অন্যতম একজন কবি।
• অপশনে ফকির গরীবুল্লাহ না থাকায় সর্বাধিক গ্রহণযোগ্য হিসেবে সৈয়দ হামজা উত্তর নেয়া হলো।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'ঠাকুরমার ঝুলি' কে রচনা করেছেন?
Created: 2 months ago
A
জর্জ আব্রাহাম গ্রিয়ারসন
B
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
C
দীনেশচন্দ্র সেন
D
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
• দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার:
- বাংলা শিশুসাহিত্যের ধারায় সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাম দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।
- প্রধানত 'ঠাকুরমার ঝুলি' শীর্ষক অবিস্মরণীয় গ্রন্থের জন্যই বাঙালি পাঠকসমাজে সমধিক পরিচিত তিনি।
- ১৮৭৭ সালের ১৫ এপ্রিল (১২৮৪ বঙ্গাব্দের ২ বৈশাখ) ঢাকা জেলার অন্তর্গত সাভারের উলাইল গ্রামের সম্ভ্রান্ত মিত্র মজুমদার বংশে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার জন্মগ্রহণ করেন।
- ১৯০১ সালে দক্ষিণারঞ্জনের সম্পাদিত মাসিক 'সুধা' পত্রিকা প্রকাশিত হয়। চার বছর ধরে গোটা বিশেক সংখ্যা প্রকাশিত হয়।
- দক্ষিণারঞ্জনের প্রথম গ্রন্থ 'উত্থান' কাব্য প্রকাশিত হয় ১৯০২ সালে।
• তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:
- ঠাকুরমার ঝুলি,
- ঠাকুরদাদার ঝুলি,
- দাদা মশায়ের থলে,
- বাংলার সোনার ছেলে ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago