A
শেখ ফয়জুল্লাহ
B
আবদুল হাকিম
C
আলাওল
D
শাহ মুহম্মদ সগীর
উত্তরের বিবরণ
ইউসুফ-জোলেখা
-
ইউসুফ-জোলেখা একটি কাহিনি কাব্যগ্রন্থ।
-
এর রচয়িতা শাহ মুহম্মদ সগীর।
-
গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ-এর রাজত্বকালে (১৩৮৯–১৪০৯ খ্রি.) এ কাব্য রচিত হয়েছিল বলে ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়।
-
এই বিবেচনায়, এটি পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকের রচনা, এবং শাহ মুহম্মদ সগীরকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হিসেবে গণ্য করা হয়।
-
ইউসুফ-জোলেখার কাহিনি বাইবেল ও কোরান—উভয় ধর্মগ্রন্থেই বর্ণিত।
-
ইরানের বিখ্যাত কবি ফেরদৌসি (মৃত্যু: ১০২৫ খ্রি.) একই নামে কাব্য রচনা করেছিলেন।
-
এটি মূলত একটি অনুবাদ কাব্য এবং রোমান্টিক প্রণয়োপাখ্যানের উৎকৃষ্ট নিদর্শন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ও বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago