A
দৈর্ঘ্য ও তাপমাত্রা
B
দৈর্ঘ্য ও সময়
C
দৈর্ঘ্য ও ভর
D
তাপমাত্রা ও ভর
উত্তরের বিবরণ
রাশি
বিশ্ব প্রকৃতির যেকোনো পরিমাণ যা পরিমাপ করা সম্ভব, তাকে রাশি বলা হয়।
উদাহরণ: একটি লোহার বলের ভর মাপা যায়। এখানে ভর একটি রাশি।
মৌলিক রাশি
যেসব রাশির পরিমাপ করতে অন্য কোনো রাশির উপর নির্ভর করতে হয় না, সেগুলোকে মৌলিক রাশি বলা হয়।
উদাহরণ: সময় মাপতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, তাই সময় একটি মৌলিক রাশি।
বিজ্ঞানীরা পরিমাপের জন্য এমন ৭টি রাশিকে মৌলিক রাশি হিসেবে নির্ধারণ করেছেন।
সেগুলো হলো: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন তীব্রতা এবং পদার্থের পরিমাণ।
লব্ধ বা যৌগিক রাশি
যেসব রাশি মাপার জন্য অন্য রাশির সাহায্য প্রয়োজন, সেগুলো লব্ধ বা যৌগিক রাশি।
উদাহরণ: বেগ মাপতে দৈর্ঘ্য (দূরত্ব) ও সময়—এই দুইটি মৌলিক রাশি প্রয়োজন হয়। দূরত্বকে সময় দিয়ে ভাগ করে বেগ পাওয়া যায়।
অর্থাৎ, যে রাশিগুলো মৌলিক রাশি থেকে নির্ণয় করা হয়, সেগুলোকেই লব্ধ রাশি বলা হয়।
উদাহরণ: বেগ, ত্বরণ, কাজ, বল, তাপ, বিভব ইত্যাদি।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago