কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নাট্যগ্রন্থ কোনটি?
A
ঝিলিমিলি
B
আলেয়া
C
পুতুলের বিয়ে
D
মধুমালা
উত্তরের বিবরণ
• ঝিলিমিলি:
- কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নাটকের সংকলন 'ঝিলিমিলি'।
- ১৩৩৭ বঙ্গাব্দের (১৯৩০) অগ্রহায়ণে গ্রন্থাকারে প্রকাশিত।
এতে মোট তিনটি নাটক রয়েছে।
- ঝিলিমিলি,
- সেতুবন্ধ,
- শিল্পী।
• কাজী নজরুল ইসলাম রচিত অন্যান্য নাটক:
- আলেয়া
- পুতুলের বিয়ে (কিশোর নাটক)
- মধুমালা (গীতিনাট্য)
- ঝড় (কিশোর কাব্য-নাটক)
- পিলে পটকা পুতুলের বিয়ে (কিশোর কাব্য-নাটক)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 months ago
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাংকেতিক নাটক-
Created: 1 week ago
A
প্রায়শ্চিত্ত
B
রাজা
C
কালের যাত্রা
D
সবগুলোই
রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটকসমূহ:
-
শারদোৎসব
-
প্রায়শ্চিত্ত
-
রাজা
-
অচলায়তন
-
ফাল্গুনী
-
মুক্তধারা
-
রক্তকরবী
-
কালের যাত্রা
-
তাসের ঘর
-
ইত্যাদি
উৎস:
১. বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম
২. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
'নীল দর্পণ' নাটক কত সালে প্রকাশিত হয়?
Created: 3 months ago
A
১৮৬০ সালে
B
১৮৬৩ সালে
C
১৮৬৪ সালে
D
১৮৬৬ সালে
• নীল-দর্পণ:
- 'নীল-দর্পণ' (১৮৬০) দীনবন্ধু মিত্র রচিত শ্রেষ্ঠ নাটক এবং শ্রেষ্ঠ রচনাও।
- এটি ১৮৬০ সালে প্রকাশিত হয়।
- তৎকালীন নীলচাষ ও নীলকর সাহেবদের প্রজাপীড়ন এবং শাসকশ্রেণীর পক্ষপাতমূলক আচরণ নাটকটির বিষয়বস্তু।
- নাটকটি তৎকালীন সমাজে বিশেষ আলোড়ন সৃষ্টি করে এবং কৃষকদের নীলবিদ্রোহে ইন্ধন জোগায়।
- মাইকেল মধুসূদন দত্ত' A Native' ছদ্মনামে নাটকটির ইংরেজি অনুবাদ করেন ও নাম দেন 'Nil Darpan or The Indigo Planting Mirror' (1861) এবং পাদ্রি জেমস লং তা প্রকাশ করে আদালত কর্তৃক অর্থদণ্ডে দণ্ডিত হন।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীল-দর্পণকে 'Uncle Tom`s Cabin-এর সঙ্গে তুলনা করেন।
- ১৮৬০ সালে 'কস্যচিৎ পথিকস্য' ছদ্মনামে নাটকটি প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয় এবং ১৮৭২ সালের ৭ ডিসেম্বর এটি দিয়েই শুরু হয় সাধারণ রঙ্গালয়ের অভিনয়।
• তাঁর রচিত অন্যান্য নাটক:
- নবীন তপস্বিনী,
- লীলাবতী,
- কমলে কামিনী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
'ডাকঘর' নাটকের প্রধান চরিত্র 'অমল' কীসের প্রতীক?
Created: 1 week ago
A
সামাজিক সংস্কারের
B
প্রেমের
C
মুক্তির আকাঙ্ক্ষার
D
বিদ্রোহের
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটক
সঠিক উত্তর: গ) মুক্তির আকাঙ্ক্ষার
মূল বৈশিষ্ট্য
-
রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর একটি রূপক সাংকেতিক নাটক।
-
প্রকাশকাল: ১৯১২ সাল।
-
নাটকের নায়ক হলো অমল, ঘরের মধ্যে বন্দি এক রুগ্ন বালক।
-
মৃত্যুপথযাত্রী অমল প্রতীকীভাবে মুক্তি ও বাইরের জগৎকে উপস্থাপন করে।
-
নাটকের মূল বিষয়বস্তু হলো— অসীম ও সুদূরের প্রতি মানবমনের আকাঙ্ক্ষা, উৎকণ্ঠা ও তৃষ্ণা; তথা মানবাত্মা ও বিশ্বাত্মার সম্পর্ক।
-
অমল জীবনের শৃঙ্খল থেকে মুক্তি এবং অসীমের সঙ্গে মিলনের প্রতীক।
নাটকের চরিত্রসমূহ
-
অমল
-
মাধব দত্ত (অমলের পিতা)
-
সুধা (মালির মেয়ে)
-
ঠাকুরদাদা
-
দইওয়ালা
-
প্রহরী
-
কবিরাজ
-
রাজ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ডাকঘর নাটক।

0
Updated: 1 week ago