A
Alfred, Lord Tennyson
B
Robert Browning
C
Samuel Taylor Coleridge
D
Thomas Hardy
উত্তরের বিবরণ
“Into the valley of Death
Rode the six hundred”
-
কবিতা: The Charge of the Light Brigade
-
রচয়িতা: Alfred, Lord Tennyson
-
প্রকাশের সাল: ১৮৫৫
বিস্তারিত আলোচনা:
-
কবিতাটি ১৮৫৪ সালের ক্রিমিয়ান যুদ্ধের (Battle of Balaklava) ঘটনা ভিত্তিক।
-
ব্রিটিশ সেনাবাহিনী রাশিয়ার সেনাবাহিনীর সাথে সংঘাতে অংশ নেয় এবং সাহসিকতার নজির স্থাপন করে।
-
Tennyson সাহস, কর্তব্যবোধ এবং যুদ্ধের করুণ ফলাফলকে কবিতায় তুলে ধরেছেন।
Alfred, Lord Tennyson:
-
প্রধান ভিক্টোরিয়ান যুগের কবি
-
ইংরেজি সাহিত্যের একজন প্রধান প্রতিনিধি
-
উল্লেখযোগ্য কবিতা:
-
The Lotos Eaters
-
Morte D' Arthur
-
Tithonus
-
Ulysses
-
In Memoriam
-
The Charge of the Light Brigade
-
সারসংক্ষেপ:
কবিতায় Tennyson ব্রিটিশ Light Brigade-এর সাহসিকতা ও আত্মত্যাগকে স্মরণ করেছেন, যা সাহসিকতার চিরন্তন প্রতীক হিসেবে ধরা হয়।

0
Updated: 2 weeks ago
Which author created the character Lemuel Gulliver in Gulliver’s Travels?
Created: 4 weeks ago
A
H.G. Wells
B
Jonathan Swift
C
Robert Louis Stevenson
D
Lewis Carroll
সঠিক উত্তর: Jonathan Swift
Lemuel Gulliver চরিত্রটি সৃষ্টি করেন Jonathan Swift, একজন আঠারো শতকের আইরিশ সাহিত্যিক, যিনি ব্যঙ্গধর্মী লেখার জন্য পরিচিত। তাঁর লেখা "Gulliver’s Travels" (১৭২৬) একটি বিখ্যাত রম্য উপন্যাস, যেখানে কাল্পনিক ভ্রমণের মাধ্যমে সমাজ, রাজনীতি ও বিজ্ঞানের ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছে।
Gulliver’s Travels সংক্ষেপে:
-
এটি ৪ খণ্ডের একটি ব্যঙ্গাত্মক উপন্যাস। পুরো নাম: Travels into Several Remote Places in the World।
-
Gulliver সমুদ্রে ভ্রমণকালে জাহাজ ভেঙে Lilliput নামক এক দেশে পৌঁছায়, যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
সে তার বিশাল দেহ দিয়ে লিলিপুটদের নানা উপকার করে এবং যুদ্ধ জিতে নেয়।
-
একসময় সে রাজাদের রোষানলে পড়ে, চোখ তুলে ফেলার শাস্তি হয়, কিন্তু পালিয়ে বেঁচে ফেরে।
উপন্যাসের চার খণ্ডের নাম:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the country of Houyhnhnms
Jonathan Swift সম্পর্কে:
-
তিনি ছিলেন একজন Anglo-Irish লেখক ও ধর্মযাজক।
-
ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যঙ্গরচয়িতা।
-
Augustan Age-এর একজন লেখক।
-
তাঁর ছদ্মনাম: Isaac Bickerstaff
তাঁর বিখ্যাত রচনাসমূহ:
-
Gulliver’s Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books

0
Updated: 4 weeks ago
Samuel Beckett was a/an -
Created: 2 weeks ago
A
American author
B
Irish author
C
British author
D
Russian author
Samuel Beckett:
- He is an Irish novelist, author, critic, and playwright.
- He was awarded the Nobel Prize for Literature in 1969.
Best Works: (play)
- Waiting for Godot,
- Endgame,
- Happy Days.

0
Updated: 2 weeks ago
We should help one another in times of need. here, 'one another' is -
Created: 6 days ago
A
Demonstrative Pronoun
B
Distributive Pronoun
C
Reflexive Pronoun
D
Reciprocal pronoun
Sentence:
We should help one another in times of need.
Analysis:
-
এখানে 'one another' হলো Reciprocal pronoun।
Reciprocal Pronoun:
-
এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another ব্যবহার করা হয়।
-
তাই one another এবং each other দুটোই Reciprocal pronoun।
Usage:
-
Each other: দু'জনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
Example: Habiba and Tonny hugged each other.
-
-
One another: দু'জনের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়।
-
Example: The team members supported one another.
-
Pronoun-এর ৮ প্রকার:
-
Personal Pronoun: I, we, me, it
-
Demonstrative Pronoun: this, that
-
Interrogative Pronoun: what, who
-
Relative Pronoun: what, who, that
-
Indefinite Pronoun: one, some, any, all, many
-
Distributive Pronoun: each, every
-
Reflexive Pronoun: myself, themselves
-
Reciprocal Pronoun: each other, one another

0
Updated: 6 days ago