"Into the valley of Death
Rode the six hundred" - Who said it?
A
Alfred, Lord Tennyson
B
Robert Browning
C
Samuel Taylor Coleridge
D
Thomas Hardy
উত্তরের বিবরণ
“Into the valley of Death
Rode the six hundred”
-
কবিতা: The Charge of the Light Brigade
-
রচয়িতা: Alfred, Lord Tennyson
-
প্রকাশের সাল: ১৮৫৫
বিস্তারিত আলোচনা:
-
কবিতাটি ১৮৫৪ সালের ক্রিমিয়ান যুদ্ধের (Battle of Balaklava) ঘটনা ভিত্তিক।
-
ব্রিটিশ সেনাবাহিনী রাশিয়ার সেনাবাহিনীর সাথে সংঘাতে অংশ নেয় এবং সাহসিকতার নজির স্থাপন করে।
-
Tennyson সাহস, কর্তব্যবোধ এবং যুদ্ধের করুণ ফলাফলকে কবিতায় তুলে ধরেছেন।
Alfred, Lord Tennyson:
-
প্রধান ভিক্টোরিয়ান যুগের কবি
-
ইংরেজি সাহিত্যের একজন প্রধান প্রতিনিধি
-
উল্লেখযোগ্য কবিতা:
-
The Lotos Eaters
-
Morte D' Arthur
-
Tithonus
-
Ulysses
-
In Memoriam
-
The Charge of the Light Brigade
-
সারসংক্ষেপ:
কবিতায় Tennyson ব্রিটিশ Light Brigade-এর সাহসিকতা ও আত্মত্যাগকে স্মরণ করেছেন, যা সাহসিকতার চিরন্তন প্রতীক হিসেবে ধরা হয়।

0
Updated: 2 months ago
One must take care of _____ health.
Created: 1 month ago
A
his
B
one's
C
their
D
their's
Complete Sentence:
👉 One must take care of one's health.
ব্যাখ্যা:
-
প্রশ্নটি মূলত possessive pronoun-এর ব্যবহারের উপর ভিত্তি করে।
-
এখানে one একটি pronoun। এর possessive form হলো one's।
-
যখন one subject হিসেবে ব্যবহৃত হয়, তখন possessive adjective হিসেবেও সবসময় one's বসে।
-
তাই এখানে one's সঠিক উত্তর। অন্য কোনো possessive form যেমন his, her, their, it ব্যবহার করা যাবে না।
অন্য উদাহরণ:
-
He → possessive form his
-
She → possessive form her
-
Each / each of / anybody / everyone / no one / one of → possessive adjective হিসেবে his/her ব্যবহৃত হয়।

1
Updated: 1 month ago
Who wrote "Biographia Literaria"?
Created: 2 months ago
A
Lord Byron
B
P.B. Shelley
C
S.T. Coleridge
D
Charles Lamb
• Biographia Literaria, in full Biographia Literaria; or Biographical Sketches of My Literary Life and Opinions, হচ্ছে Romantic Period এর বিখ্যাত কবি Samuel Taylor Coleridge এর অন্যতম সৃষ্টি।
- This is known as a critical autobiography.
- ১৮১৭ সালে এটি প্রকাশিত হয়।
• Biographia Literaria ছিল ইংরেজি রোমান্টিক যুগের সাহিত্য সমালোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যা দর্শন ও সাহিত্য সমালোচনাকে এক নতুন উপায়ে একত্রিত করে literary criticism এর এক নতুন ধারার জন্ম দিয়েছিল।
- সাহিত্য জগতে এর প্রভাব বেশ দীর্ঘস্থায়ী।
- Biographia Literaria is the most significant work of general literary criticism produced in the English Romantic period.
• S.T. Coleridge is an English lyrical poet, critic, and philosopher.
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement.
• Other Notable works of S.T Coleridge:
- The Rime of the Ancient Mariner,
- Christabel,
- Kubla Khan,
- Frost at Midnight,
- Dejection: An Ode,
- On the Constitution of the Church and State.
Source: Britannica.com

0
Updated: 2 months ago
Who is the Jewish moneylender in the play 'The Merchant of Venice'?
Created: 3 weeks ago
A
Antonio
B
Bassanio
C
Shylock
D
Portia
The Merchant of Venice হলো William Shakespeare রচিত একটি comedy, যা পাঁচটি অঙ্কে(five acts) বিভক্ত। এটি প্রায় **১৫৯৬–৯৭ সালের দিকে লেখা হয়।
সারসংক্ষেপ:
-
কাহিনীর কেন্দ্রবিন্দু একজন ইহুদি সুদখোর Shylock এবং একজন ব্যবসায়ী Antonio।
-
Antonio-এর জরুরি অর্থের প্রয়োজনে তাকে Shylock থেকে ঋণ নিতে হয়।
-
Shylock শর্ত রাখে, যদি Antonio নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ করতে না পারে, তবে তার শরীর থেকে এক পাউন্ড গোশত কেটে নেওয়া হবে।
-
Antonio সময়মতো টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। তবে বন্ধুরা সাহায্যে এসে বিষয়টি বিচারকের কাছে পৌঁছায়।
-
শেষ পর্যন্ত Shylock-এর শাস্তি হয়; তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।
মূল চরিত্রসমূহ:
-
Antonio (Venice-এর একজন merchant)
-
Shylock (Jewish moneylender)
-
Portia
-
Bassanio
-
Jessica
কিছু উল্লেখযোগ্য উক্তি:
-
"All that glitters is not gold."
-
"The devil can cite Scripture for his purpose."
-
"It is a wise father that knows his own child."
-
"But love is blind, and lovers cannot see."
উৎস:

0
Updated: 3 weeks ago