Who wrote the poem 'The Revolt of Islam'?
A
W.B. Yeats
B
T.S. Eliot
C
John Keats
D
P.B. Shelley
উত্তরের বিবরণ
• The Revolt of Islam:
- এটি P.B. Shelley রচিত একটি Poem.
- It is a poem in twelve cantos.
- যা 1817 সালে প্রকাশিত হয়।
• P.B. Shelley:
- তিনি একজন English Romantic poet.
- Her passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.
Best works:
Poem:
- Ode to the West Wind,
- Queen Mab,
- Alastor,
- Adonais,
- Ozymandias,
- To a Skylark.
Drama:
- Prometheus Unbound,
- The Cenci.

0
Updated: 2 months ago
Jonathan Swift is best known for writing which satirical work?
Created: 2 months ago
A
Gulliver’s Travels
B
Great Expectations
C
Moby Dick
D
The Odyssey
Jonathan Swift প্রধানত তার স্যাটায়ারধর্মী রচনার জন্য পরিচিত, যার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো “Gulliver’s Travels”।
সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৭২৬
-
ধরণ: Satire, Prose
-
পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places of the World
-
গল্পের মূল চরিত্র: Lemuel Gulliver
-
বিষয়বস্তু: বিভিন্ন অদ্ভুত দেশ ও মানুষের সঙ্গে Gulliver-এর অভিজ্ঞতা; সমকালীন সমাজ, রাজনীতি ও মানুষের মানসিকতার সমালোচনা
খণ্ডসমূহ:
-
A Voyage to Lilliput
-
A Voyage to Brobdingnag
-
A Voyage to Balnibarbi
-
A Voyage to the country of Houyhnhnms
Jonathan Swift (1667-1745):
-
Anglo-Irish author ও clergyman
-
Augustan period-এর অন্যতম প্রধান লেখক
-
ইংরেজি সাহিত্যের সর্বপ্রধান স্যাটায়ারিস্ট
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
অন্যান্য উল্লেখযোগ্য রচনা:
-
The Battle of Books
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
Argument Against Abolishing Christianity
-
A Journey to Stella (চিঠি সংকলন)
উত্তর: Gulliver’s Travels

0
Updated: 2 months ago
Which Romantic poet wrote "The Solitary Reaper," a poem describing a Highland girl singing?
Created: 2 months ago
A
John Milton
B
Lord Byron
C
Alfred Tennyson
D
William Wordsworth
“The Solitary Reaper” কবিতার রচয়িতা William Wordsworth। ১৮০৭ সালে প্রকাশিত এই কবিতায় একটি পাহাড়ি মেয়ের একাকী গান গাওয়ার দৃশ্য চিত্রিত হয়েছে, যা কবির মনকে গভীরভাবে স্পর্শ করে। মেয়েটি তার নিজস্ব ভাষায় প্রকৃতির শান্তি ও দুঃখ প্রকাশ করছে।
William Wordsworth ছিলেন রোমান্টিক আন্দোলনের প্রধান কবি, যিনি সাধারণ মানুষের জীবন ও প্রকৃতির সৌন্দর্যকে কবিতায় ফুটিয়ে তোলেন। ১৭৯৮ সালে Samuel Taylor Coleridge-এর সাথে যৌথভাবে প্রকাশিত Lyrical Ballads ইংরেজি রোমান্টিক সাহিত্যের সূচনা করে।
বিখ্যাত রচনা: Lines Composed a Few Miles Above Tintern Abbey, Lyrical Ballads, Michael, Ode: Intimations of Immortality, Peter Bell, The Excursion, The Prelude, The Recluse, The Ruined Cottage, The Solitary Reaper, Lucy poems, Rainbow।
উপাধি: Poet of Nature, Poet of Childhood, Lake Poet।
উত্তর: ঘ) William Wordsworth

0
Updated: 2 months ago
Elegy is -
Created: 2 months ago
A
A poem that tells a heroic story
B
A poem that celebrates love
C
A mournful poem written to lament the dead
D
A humorous poem mocking social norms
সঠিক উত্তর: গ) A mournful poem written to lament the dead
Elegy
-
সংজ্ঞা: একটি লিরিক কবিতা যা কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করে বা একটি মর্মান্তিক ঘটনার জন্য বিলাপ করে।
-
প্রকৃতি:
-
বর্ণনা ধ্যানমগ্ন ও মননশীল
-
গাম্ভীর্যপূর্ণ সুর
-
শেষ অংশে বক্তা প্রায়শই শান্তি বা সান্ত্বনা পায়
-
-
বিখ্যাত উদাহরণ:
-
In Memoriam — Alfred Lord Tennyson
-
Lycidas — John Milton
-
Adonais — P. B. Shelley
-
Elegy Written in a Country Churchyard — Thomas Gray
-
-
লক্ষ্য: ব্যক্তিগত শোক প্রকাশের মাধ্যমে মৃত্যু বা দুঃখজনক ঘটনার প্রতি গভীর চিন্তাভাবনা।

0
Updated: 2 months ago