Who was known as the "Poet of the Poets"?
A
William Shakespeare
B
William Wordsworth
C
Edmund Spenser
D
John Milton
উত্তরের বিবরণ
Edmund Spenser-কে বলা হয় "Poet of the Poets", কারণ তিনি পরবর্তী অনেক ইংরেজ কবির অনুপ্রেরণা ছিলেন। তাঁর ভাষার শৈলী, কাব্যিক কৌশল ও কল্পনার বিশালতা ইংরেজি কাব্যকে নতুন উচ্চতায় নিয়ে যায়।
• Edmund Spenser:
- He was known as 'The Poet of the Poets'.
- তিনি Elizabethan Period এর একজন বিখ্যাত সাহিত্যিক।
- তাকে 'The Child of Renaissance and Reformation' বলা হয়।
- তার বিখ্যাত মহাকাব্যের নাম 'The Faerie Queene'.
- 'The Faerie Queene' is one of the greatest long poem in the English literature.
- রানী Elizabeth কে প্রশংসা করে রচিত। এটি Allegory হিসেবে পরিচিত।
• Notable works:
- A View of the Present State of Ireland [Political pamphlet],
- Amoretti [Sequence of sonnets],
- Colin Clouts Come Home Again [Poem],
- Complaints [Poem],
- The Faerie Queene [Poem],
- The Shepheardes Calender [Poem], etc.

0
Updated: 2 months ago
Iambic Pentameter is most closely associated with which writer?
Created: 2 months ago
A
William Blake
B
William Shakespeare
C
Samuel Beckett
D
Charles Dickens

0
Updated: 2 months ago
What is the synonym of the word 'dogmatic'?
Created: 1 month ago
A
Emulate
B
Enamor
C
Hasty
D
Adamant
• Correct Answer: ঘ) Adamant
Explanation:
-
Dogmatic
-
Bangla Meaning: মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন
-
English Meaning: characterized by or given to the expression of opinions very strongly or positively as if they were facts
-
-
Adamant
-
Bangla Meaning: অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড়
-
English Meaning: unshakable or insistent especially in maintaining a position or opinion; unyielding
-
Other options:
-
ক) Emulate – সমকক্ষ হতে বা ছাড়িয়ে যেতে চেষ্টা করা
-
খ) Enamor – মুগ্ধ/অনুরক্ত হওয়া; প্রেমমুগ্ধ হওয়া
-
গ) Hasty – ত্বরিত; চটজলদি

0
Updated: 1 month ago
Who indirectly encourages Darcy to propose to Elizabeth the second time?
Created: 1 month ago
A
Caroline Bingley
B
Colonel Fitzwilliam
C
Lady Catherine de Bourgh
D
Mrs. Gardiner
Lady Catherine Elizabeth-এর কাছে গিয়ে চায় যে সে যেন Darcy-এর প্রস্তাব কখনো গ্রহণ না করে। সে Elizabeth-কে তার নিম্ন শ্রেণি ও মর্যাদা নিয়ে অপমান করে। কিন্তু Elizabeth সাহসের সঙ্গে বলে যে সে নিজের সুখের সিদ্ধান্ত নিজেই নেবে। Lady Catherine এই কথা Darcy-কে জানায়।
Darcy বুঝতে পারে Elizabeth তার প্রতি এখনও সহানুভূতিশীল। ফলে সাহস পেয়ে সে দ্বিতীয়বার প্রস্তাব দেয়। তাই Lady Catherine-এর উদ্দেশ্য ছিল বাধা দেওয়া, কিন্তু তার কার্যকলাপ বরং প্রস্তাবকে সম্ভব করে তোলে।

3
Updated: 1 month ago